Business Ideas: ১ লাখ টাকা মাসে আয় করুন ৫ ঘন্টা কাজ করেই! জেনে নিন পদ্ধতি

(১/১৩) বর্তমান সময়ে গোটা দেশ জুড়ে চাকরির আকাল চলছে। সরকারি হোক বা বেসরকারি এখন যে কোন প্রকার চাকরি পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। যা সবার ক্ষেত্রে সাধ্য হয়ে ওঠে না। এরূপ অবস্থায় বেকারত্বে সমস্ত দেশ ছেয়ে গিয়েছে।

(২/১৩) তবে চাকরি না মিললেও জীবন বাঁচানোর তাগিদে অর্থ উপার্জন তো করতেই হবে। নাহলে এতগুলো মানুষ কিভাবে জীবন যাপন করবে? স্বনির্ভর হয়ে উঠবে কিভাবে? তাই নিজেদের স্বনির্ভর করে তুলতে অধিকাংশ মানুষ ব্যবসা (Business) করার পথ বেছে নেয়।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(৩/১৩) তবে এটি কিছু জনের ক্ষেত্রে সম্ভব হলেও অধিকাংশ জনের ক্ষেত্রে ব্যবসায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মূলধন বা পুঁজিযেকোন রকমের ব্যবসা করতে গেলে আর্থিক মূলধন বা পুঁজি থাকা অনেক জরুরী। না হলে ব্যবসাটি ঠিকমতো শুরু হয় না। বা এটি প্রভাব বিস্তার করতে পারে না।

🔥 আরও পড়ুন:

👉 প্রচুর শূন্যপদে নিয়োগ করছে RBI, এই ভাবে আবেদন করে ফেলুন

🔥 আরও পড়ুন:

👉 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

🔥 আরও পড়ুন:

👉 7th Pay Commission: এবার সরকার দেবে হাজার হাজার টাকা! এই মাসে সরকারি কর্মীরা ব্যাপক লাভবান হবেন

(৪/১৩) তাই আপনার কাছে যদি কোন রকম মোটা অঙ্কের মূলধন না থেকে থাকে, কিন্তু আপনি ব্যবসা করতে আগ্রহী হন, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই আজকে এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাকে কম মূলধনে ভালো একটি ব্যবসার সম্পর্কে জানাবো।

(৫/১৩) এই ব্যবসাতে আপনি মোটামুটি কম বিনিয়োগ করে ভালো রকম আয় করতে পারবেন। এর জন্য আপনাকে দিনে মাত্র ৫ ঘন্টা পরিশ্রম করতে হবে। তাহলে আপনি ভাল রকম মুনাফা করতে পারবেন।

(৬/১৩) আজকে এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদের যে বিজনেস আইডিয়াটি দেবো তা হল স্যুপের ব্যবসা। ছোট বড় উভয় ধরনের মানুষের এ ব্যবসাটি শুরু করতে পারেন এটি যথেষ্ট লাভজনক একটি ব্যবসা। একটি সুপের দোকান খুলে সেখানে দৈনিক পাঁচ ঘন্টা কাজ করে আপনি লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

(৭/১৩) তবে যে কোন ব্যবসা করতে গেলেই মোটামুটি তার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হয় এবং কিভাবে ও কি উপায়ে ব্যবসায়ী শুরু করলে লাভজনক হবে সেটাও অগ্রিম জেনে নেওয়া দরকার তাহলে চলুন এগুলো জেনে নেওয়া যাক।

(/১৩) শুরু করতে গেলে আপনাকে প্রথমে এর জন্য একটি দোকান করতে হবে এবং দোকানটি কোন মার্কেট এরিয়ার মধ্যে হলে বেশ ভালো হয়। কোন দোকান ভাড়া নিয়ে আপনি যদি এটি শুরু করতে চান তবে প্রাথমিকভাবে এর ভাড়া লাগলেও পরবর্তীকালে আপনি এর থেকে বেশ ভালো আয় করতে পারবেন।

(/১৩) এরপর আপনার দোকানের একটি ভালো নাম রাখবেন যাতে সেই নাম দেখে গ্রাহকরা আকৃষ্ট হয়ে আপনার দোকানে আসে। এই ব্যবসায় আপনি তুলনামূলক কম খরচ করে বেশি আয় করতে পারবেন। ধরাযাক আপনার যদি একটি স্যুপ তৈরি করতে ১০-১৫ টাকা খরচ হয়, তবে আপনি সহজেই সেটি ৪০-৫০ টাকায় বিক্রি করতে পারবেন।

(১০/১৩) আপনি দিনে বা রাতের যে কোন সময় মাত্র পাঁচ ঘন্টা কাজ করে অনেক উপার্জন করতে পারবেন আপনি যদি সন্ধ্যা ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্যুপের ব্যবসা শুরু করেন, তবে এই পাঁচ ঘণ্টাতেই আপনি অনেক আয় করতে পারবেন।

(১১/১৩) এটা আপনি কিভাবে করতে পারবেন চলুন সেটা জেনে নেই। ধরা যাক, আপনি স্যুপ বিক্রির মূল্য ৫০ টাকা রেখেছেন এবং আপনি এক মাসে এক লাখ টাকা বিক্রি করতে চান। তাহলে এর জন্য আপনাকে মাসে মোট ২ হাজার বাটি স্যুপ বিক্রি করতে হবে।

business ideas earn money 1 laks per month by working 5 hours

(১২/১৩) অপরদিকে,  আপনি যদি এই ২০০০ টি স্যুপের বাটিকে যদি মাসের ৩০ দিনের মধ্যে বিক্রি করতে হয় তবে প্রতিদিন আপনাকে প্রায় ৬৬ টি স্যুপ বাটি বিক্রি করতে হবে। তার মানে আপনি এই ব্যাবসা থেকে খুব সহজেই কম সময়ে ও কম মূলধন বিনিয়োগ করে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন।

(১৩/১৩) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment