১/১২: প্রায় প্রত্যেকেই বর্তমানে নিরাপদ দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্পের খোঁজ করে থাকেন। আমাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে কোনো একটা জায়গায় বিনিয়োগ করাটা খুব জরুরী। এই জমানো টাকাই আমাদের বৃদ্ধজীবনে কাজে লাগবে। এইক্ষেত্রে আমানতকারী পোস্ট অফিসের একাধিক স্কিমে ইনভেস্ট করতে পারেন (Post Office Schemes)।
২/১২: পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট স্কিমে আমানতকারীরা আর্থিক নিরাপত্তাসহ ভালো রিটার্ন পেয়ে থাকেন। বর্তমানে এতে সুদ দেওয়া হচ্ছে ৭.১% হারে। এমনকি ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও রয়েছে এই অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে যদি আপনি দৈনিক ৪১৭ টাকা করে ২৫ বছরের জন্য জমান, তাহলে মেয়াদ পূর্ণ হলে আপনি কোটিপতি (Millionaire) হয়ে যাবেন। এই স্কিমটির মেয়াদ ১৫ বছর। তবে এই স্কিমে ৫ বছর করে মেয়াদ বাড়ানো যায়।
৩/১২: আপনি যদি ঝুঁকিহীন, নিরাপদ বিনিয়োগ করতে চান, তাহলে সেইক্ষেত্রে জনপ্রিয় একটি স্কিম হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট। এই পোস্ট অফিস স্কিমটি হলো ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই৷ এখানে আপনি ৫ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন। এমনকি এখানে আপনি কর ছাড়ের সুবিধা পেতে পারেন ১.৫ লক্ষ টাকা পর্যন্ত।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস-সমীক্ষা নিয়ে ক্ষোভ কেন্দ্রের দলের! কেন? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 টাকা ঢুকছে না? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে করতে হবে এই কাজ!
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/১২: এই স্কিমটিতে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। তবে এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কোনো উচ্চসীমা নেই। এই স্কিমটিতে আপনার বিনিয়োগের ওপর সুদ পাবেন বার্ষিক ৭%।
৫/১২: বিনিয়োগ করার জন্য বিকল্প হিসেবে দেশে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি অত্যন্ত জনপ্রিয়। পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে অনেক তাড়াতাড়ি টাকা দ্বিগুণ করতে পারে। এনএসসির আসল মেয়াদ হলো ৫ বছর।
৬/১২: বর্তমানে এই স্কিমে সুদ দেওয়া হচ্ছে বার্ষিক ৬.৮% হারে। এই সুদের হার যেকোনো ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে অনেকটা বেশি।
৭/১২: এই স্কিমে আপনি নুন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী আগামী যেকোনো পরিমাণ এনএসসি-তে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে আপনি আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ছাড়ও পাবেন।
৮/১২: দেশের প্রবীণ নাগরিকদের কথা ভেবে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম শুরু করা হয়েছিল। এই স্কিমে ৬০ বছর অথবা তার বেশি বয়সের যেকোনো আমানতকারী বিনিয়োগ করতে পারেন।
৯/১২: সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বর্তমানে সুদ দেওয়া হচ্ছে বার্ষিক ৮% হারে। এই স্কিমের মেয়াদ হলো ৫ বছর। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি যদি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি আয়কর আইনের ধারা ৮০সি-র আওতায় কর ছাড়ের সুবিধা পাবেন।
১০/১২: ভবিষ্যতে আপনার মেয়ের পড়াশোনা অথবা বিয়ের কথা ভেবে আপনি যদি অর্থ সঞ্চয় করতে চান, তাহলে সেইক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনায়। আপনার মেয়ের বয়স যদি ৩ বছর হয় এবং প্রত্যেক মাসে আপনি যদি ২,৫০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে আপনার মেয়ের যখন বিয়ের বয়স হবে তখন এই টাকার পরিমাণ ১৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে।
১১/১২: এই স্কিমে বর্তমানে ৭.৬৯% হারে সুদ দেওয়া হচ্ছে। এছাড়াও আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন, তাহলে আপনি আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও পাবেন।
১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Swastha Sathi Prakalpa: স্বাস্থ্যসাথীতে কোন ক্ষেত্রে কত টাকা পাবে বেসরকারি হাসপাতাল? জানাল রাজ্য