১/৯: তাহলে কি বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি যাবে? প্রাথমিকের ৪৩ হাজার শিক্ষকের চাকরি নিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উঠল প্রশ্ন। প্রাথমিকর ২০১৬-১৭ সালে নিয়োগ হয় ৪২,৯৪৯ জন শিক্ষকের। এবার প্রশ্ন উঠছে সেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে।
২/৯: আদালতের কাছে এত তথ্যপ্রমাণ রয়েছে যে, এগুলোর ভিত্তিতে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ২০১৬ সালে নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া যায়, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
৩/৯: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগের অভিযোগ এবং সেই বিষয়ে সিবিআই তদন্তের রিপোর্ট দেখে পর্যবেক্ষণ করেন যে, একের পর এক অনিয়মের অভিযোগ উঠে আসছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio-র সবচেয়ে সস্তা প্ল্যান! মাত্র ৯১ টাকায় সারামাস আনলিমিটেড কল, সাথে ডেটা, এসএমএস বেনিফিটও
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বাড়ানো হলো PAN Aadhar লিংকের মেয়াদ! কত দিন সময় পাবেন? জেনে নিন
৪/৯: ২০১৬-১৭ সালের শিক্ষক নিয়োগের অতিরিক্ত প্যানেল কেনো প্রকাশ করা হলো না, সেই বিষয়ে যে মামলা দায়ের করা হয়েছে তাতেই আদালতের এই পর্যবেক্ষণ।
৫/৯: বিচারপতি জানিয়েছেন যে, এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, ৪ থেকে ৬ এপ্রিল, টানা ৩ দিন এই মামলার সম্পর্কে আইনজীবীর বক্তব্য শোনার পরই এই বিষয়ে নির্দেশ দেওয়া হবে।
৬/৯: পাশাপাশি বিচারপতি বলেন যে, ‘নিয়োগে অবশ্যই কিছু যোগ্য প্রার্থী আছেন। তাই সমস্যা হচ্ছে, সব নিয়োগ খারিজ করলে বৈধ ভাবে চাকরি পাওয়া কিছু ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত হতে পারে। এক জনও বৈধ প্রার্থী ক্ষতিগ্রস্ত হলে আদালতের তা ভালো লাগবে না।’
৭/৯: বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পাল্টা প্রশ্ন তোলেন যে, কিভাবে ন্যায্যদের চিহ্নিত করা যাবে? সমস্ত OMR সিট নষ্ট করে দেওয়া হয়েছে। প্যানেল যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে আদালত ন্যায্যদের বক্তব্য আলাদাভাবে শুনতে পারে। তাঁরা আদালতে স্বচ্ছ নিয়োগের প্রমাণ নিয়ে আসতে পারেন।
৮/৯: এই প্রশ্ন শোনার পর বিচারপতি বলেন যে, ‘সব ওএমআর শিটই তো নষ্ট করা হয়েছে। কেউ আসতে চাইলেও উপায় কই! অন্য কিছু পদ্ধতি বার করার কথা ভাবছি। আমি তাঁদের কথা ভাবছি, যে পরিবারে এক জনের আয়ে সংসার চলে।’
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।
👉 Primary Teacher: প্রাইমারি শিক্ষক নিয়োগের এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! দেখে নিন এখনই
👉 একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে UPSC, কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন
👉 এবার ২০০ টাকা ভর্তুকি মিলবে LPG গ্যাসে! কেন্দ্রের ঘোষণায় গোটা দেশে খুশির হাওয়া
👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি