কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেটের ওএমআর শিট নষ্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়ে দিলেন, সিবিআই নতুন করে এফআইআর করে এর তদন্ত করবে।
টেট পরীক্ষায় উত্তরপত্র বা ওএমআর শিট নষ্ট করার মামলায় নতুন করে এফআইআর দায়ের করা হবে কি না, সিবিআইয়ের উপরেই সেই সিদ্ধান্তের ভার কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত মঙ্গলবার তিনি এ বিষয়ে সিবিআইকে যে নির্দেশ দিয়েছিলেন তাতে আজ কিছুটা পরিবর্তন করলেন বিচারপতি।
বিচারপতি গঙ্গোপাধ্যায় গত মঙ্গলবার টেটের ওএমআর শিট নষ্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, নতুন করে এফআইআর করে ওএমআর শিট নষ্টের তদন্ত করবে CBI।
আজ বুধবার সেই নির্দেশে পরিবর্তন করে আদালত জানায়, সিবিআই চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে যে মামলা দায়ের করা হয়েছিল সেই এফআইআরের ভিত্তিতেই তদন্ত করতে পারবে। নতুন করে আর প্রয়োজন নেই এফআইআর করার।
২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ ওএমআরশিট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। সেই বছর প্রায় ২০ লক্ষ ৯০ হাজার চাকরিপ্রার্থী টেট পরীক্ষা দিয়েছিলেন। অভিযোগ উঠেছে সেখান থেকে ১২ লক্ষেরও বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে। এ বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, কাদের উত্তরপত্র নষ্ট হয়েছে সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। পর্ষদের ভূমিকা ‘ঢিলেঢালা’ এবং ‘সন্দেহজনক’ এও মন্তব্য করেছিলেন বিচারপতি।
টেটের উত্তরপত্র কেন নষ্ট করা হল, সে বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে হাই কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা করতে হবে।
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Indian Post Office Group D Recruitment 2022
🔥 Latest Paramparik Scholarship 2022
🔥 Bank of India Recruitment 2022