(১/৯) রাজ্যে টেট পরীক্ষা (WB Primary TET) সম্পর্কিত বড় খবর। ২০১৪ সালে যে সমস্ত পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে সবাইকে ভুল প্রশ্নে নম্বর দেওয়ার জন্য নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। সব পরীক্ষার্থীকেই এই ৬ নাম্বার দিতে হবে।
(২/৯) যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, যারা প্রশ্নগুলি এড়িয়ে গিয়েছে বা যারা প্রশ্নের উত্তরই ভুল করেছে সবাইকে এই ছয় নম্বর দিতে হবে। কারণ এই প্রশ্নগুলিই ভুল ছিল, তাই সকলকেই পরিপূর্ণ নম্বর দিতে হবে বলে হাইকোর্টের নির্দেশ।
(৩/৯) ইতিমধ্যে হাইকোর্টের এই নির্দেশে, ভুল প্রশ্নের উত্তর দিয়েও অনেকেই চাকরি পেয়ে গেছেন। সম্প্রতি এই সম্পর্কে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বাড়তি এই ৬ নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হবে। তবে চাকরির সিদ্ধান্ত নিবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত
(৪/৯) ২০১৪ সালের এই টেট পরীক্ষায় মোট ১১টি প্রশ্নকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন, প্রশ্নগুলি সঠিক কিনা তা যাচাই করতে।
(৫/৯) বিচারপতির এই নির্দেশ মেনে বিশ্বভারতী প্রশ্নগুলি যাচাই করে জানায়, টেট পরীক্ষায় মোট ছটি প্রশ্ন ভুল ছিল। এই বিবৃতি শুনে তিনি মামলাকারীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার নির্দেশ দেন। তার এই নির্দেশ এর পর পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।
(৬/৯) অন্যদিকে, টেট পরীক্ষা নিয়ে বসির আহমেদ নামে এক পরীক্ষার্থী নতুন করে একটি মামলা করেন। তাঁর দাবিতে বলা ছিল, নম্বর শুধুমাত্র মামলাকারীদের নয়, সবাইকেই দিতে হবে। তার এই আবেদন বিচারপতি হরিশ ট্যান্ডন খারিজ করে দিলে সেই পরীক্ষার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
(৭/৯) সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে এর বিচারের জন্য নির্দেশ দেয়। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এর শুনানি শেষ করেছে এবং গত বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণাও হয়ে যায়।
(৮/৯) সব পরীক্ষার্থী এই ৬ টি প্রশ্নের উত্তর দেইনি। অনেকে নেগেটিভ মার্কিং এর ভয়ে সেই প্রশ্নগুলি হাতও দেইনি। এই অবস্থায় হাইকোর্ট প্রত্যেক পরীক্ষার্থীকে এই ৬ নম্বর দেয়ার নির্দেশ দেন। সকল পরীক্ষার্থীর নম্বর বাড়লে এ অবস্থায় পর্ষদের জটিলতা বাড়বে বলে মনে করেছেন সকলে। নিয়োগ প্রক্রিয়ার জটিলতা, নতুন করে মেধা তালিকা প্রকাশ হবে কিনা অনেক প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন