WhatsApp দিয়ে কল করেন? এই খবর আপনাকে খুশি করবেই!

WhatsApp-এ এবার কল করা হবে আরও সহজ, আসছে নতুন শর্টকাট ফিচার।

১/১১: সমগ্র বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হলো WhatsApp। সমগ্র বিশ্বের কোটি কোটি প্রত্যেকদিন বিভিন্ন মেসেজ, ফটো, ভিডিও, জিআইএফ সহ নানা ধরনের মিডিয়া ফাইল শেয়ার করার জন্য এই অ্যাপটি ব্যবহার করে থাকেন।

২/১১: শুধু তাই নয়, Meta মালিকানাধীন এই অ্যাপটির মাধ্যমে বহু মানুষ ভয়েস কল অথবা ভিডিও কল করে থাকেন। তার কারণ যদি কোনসময় ফোনে ব্যালেন্স না থাকে তাহলে কেবলমাত্র ইন্টারনেট কানেকশন উপলব্ধ থাকলেই এই অ্যাপটির মাধ্যমে ফোন করা যায়।

৩/১১: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই অ্যাপটির মাধ্যমে কল করলে বেশি ডেটা ব্যালেন্সও কাটা যায় না। ফলে যত দিন যাচ্ছে কল করার ক্ষেত্রে এই অ্যাপটির প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যবহারকারীদের সুবিধার জন্য এই সংস্থাটি এবার নতুন একটি ফিচার আনতে চলেছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 DA Update: DA নিয়ে সরকারি কর্মীদের জন্য এলো বিশাল খবর! ডিএ বৃদ্ধির হার বদলেছে

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Awas Yojana Status Check: আবাস যোজনার টাকা কবে পাবেন? ঘরে বসেই এই ভাবে চেক করে নিন!

৪/১১: নতুন এই ফিচারের মাধ্যমে ইউজারদের জন্য WhatsApp-এর মাধ্যমে কল করাটা আরও সহজ হয়ে যাবে। তাহলে চলুন কি সেই নতুন ফিচার তা জেনে নেওয়া যাক।

WhatsApp-এ এবার কল করা হবে আরও সহজ, আসছে নতুন শর্টকাট ফিচার।

৫/১১: হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী, মেটা মালিকানাধীন এই কোম্পানিটি সম্প্রতি পরিকল্পনা করেছে কলিং শর্টকাট (Calling Shortcut) ফিচার রোলআউট করার। এর মাধ্যমে শীঘ্র কল ডায়াল করার জন্য ইউজাররা কলিং শর্টকাট তৈরি করতে পারবেন।

৬/১১: বর্তমানে ইউজাররা যদি কাউকে কল করতে চান তাহলে অ্যাপটি ওপেন করে সংশ্লিষ্ট নম্বর খুঁজে বের করার জন্য কয়েক সেকেন্ডে করতে হয়। আগামী দিনে যাতে সেই কয়েক সেকেন্ড সময়টাও ব্যয় করতে না হয়, সেই জন্যই এই সংস্থাটি কলিং শর্টকাট ফিচারটি রোল আউট করার পরিকল্পনা করেছে। রিপোর্ট অনুযায়ী আশা করা হচ্ছে যে, বর্তমানে এই কলিং শর্টকাট ফিচারটি বিকাশাধীন রয়েছে। এই অ্যাপটির পরবর্তী যেকোনো আপডেটে এই ফিচারটি পাওয়া যেতে পারে।

৭/১১: এই ফিচারটি উপলব্ধ হলেকন্ট্যাক্ট লিস্টের মধ্যে থাকা কন্ট্যাক্ট সেলে ট্যাপ করে ইউজাররা WhatsApp কলিং শর্টকাট তৈরি করতে পারবেন। এরপর ইউজারটি তৈরি করা এই কলিং শর্টকাটটি অটোমেটিক্যালি তাদের ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। এর ফলে কল করার জন্য ইউজারদেরকে আর অ্যাপ ওপেন করে সংশ্লিষ্ট নম্বর খোঁজ করার জন্য সময় নষ্ট করতে হবে না। খুব সহজেই এই শর্টকাটের মাধ্যমে ইউজাররা কাউকে কল করতে পারবেন।

৮/১১: ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্টসের ক্ষেত্রে অর্থাৎ যাদের সাথে প্রতিনিয়ত কথা বলার দরকার হয়, সেই সমস্ত ব্যবহারকারীদের কল করার জন্য এই শর্টকাট ফিচারটি কাজে লাগবে।

ব্যবহারকারীরা এবার WhatsApp-এর মাধ্যমে যেকোনো ফটো অরিজিনাল কোয়ালিটিতে শেয়ার করতে পারবেন

৯/১১: WABetaInfo-র অপর একটি প্রতিবেদন অনুযায়ী, একটি বিশেষ ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করছে WhatsApp। এর মাধ্যমে ব্যবহারকারীরা WhatsApp-এর মাধ্যমে যেকোনো ফটো অরিজিনাল কোয়ালিটিতে শেয়ার করতে পারবেন।

Calling with WhatsApp? This news will make you happy!

১০/১১: যেকোনো ডেটা ট্রান্সফার এই WhatsApp-এর মাধ্যমে দ্রুত করা যায়, তাই ফটো অথবা ভিডিও শেয়ারের ক্ষেত্রে WhatsApp অটোমেটিক্যালি কমিয়ে দেয় ৭০% রেজোলিউশন। তাই যত ভালো ছবি ফোনের ক্যামেরা দিয়ে তোলা হোক না কেন, কোনোভাবেই সেই কোয়ালিটির ছবি এই অ্যাপের মাধ্যমে সরাসরি অন্য কাউকে সেন্ড করা যায় না। কিন্তু আশা করা যাচ্ছে যে, এই ফিচারটি উপলব্ধ হলে এই সমস্যা সমাধান হবে।

১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Domestic violence Act: স্ত্রী অত্যাচার করে? স্বামীর সুরক্ষা নিয়ে যা বলল আদালত! জেনে নিন এখনই

👉 PAN Card আছে আপনার? প্যান কার্ড নিয়ে এই বড় ঘোষণা সরকারের! জেনে নিন এখনই

👉 SSC: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই বড় খবর সামনে এল! জেনে নিন এখনই

👉 সবজি বিক্রি করে চালাতেন সংসার, লটারি কেটে রাতারাতি কোটিপতি ভাঙড়ের যুবক!

👉 How to Apply for Pan Card in Bengali

Leave a Comment