WBSSC Scam: এসএসসি ভবনের সার্ভার হ্যাকের আশঙ্কা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই

এসএসসি (WBSSC)-এর দুর্নীতি নিয়ে টানাপোড়েনের মাঝেই আরেক নতুন আশঙ্কা! আশঙ্কা এসএসসি ভবনের সার্ভার হ্যাকের! সে কারণে ওই সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই। বাইরে থেকে যাতে কেউ ওই সার্ভার রুমের ইন্টারনেট ব্যবহার করতে না পারেন, তাই এই সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত। বিস্তারিত জানতে আপনাকে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

আমরা সকলেই জানি এসএসসি দুর্নীতি মামলার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। গত ১৮ মে আদালতের নির্দেশ অনুযায়ী সল্টলেকের এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব সামলেছে CRPF। অনুমতি ছাড়া সেখানে কারও ঢোকা এবং বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। 

আপাতত এসএসসি’র (SSC) চেয়ারম্যান, চেয়ারম্যানের পরামর্শদাতা, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছাড়া আর কেউই ঢুকতে পারবেন না এসএসসি ভবনে। সার্ভার এবং ডেটাবেস রুমও সিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এছাড়াও এসএসসি ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার এবং ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টিও সিল করে দেওয়া হয়েছে। এবার এসএসসি ভবনের সার্ভার রুমে বিচ্ছিন্ন করা হলো ইন্টারনেট সংযোগও। সার্ভার হ্যাক করে যাতে নথি নষ্ট না করতে পারে, সে কারণে এই সিদ্ধান্ত। কারণ, নথি নষ্ট হলে ধাক্কা খেতে পারে তদন্তের গতিপ্রকৃতি।

cbi disconnect the internet connection of wbssc server room

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বর্তমানে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী শিক্ষিকার চাকরি হারিয়েছেন। দুই কিস্তিতে মোট ৪১ মাসের প্রাপ্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরির মধ্যস্থতা কে করলো, তা নিয়ে চিন্তিত সিবিআই। সে কারণে মোট তিনবার পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সেই জিজ্ঞাসাবাদ পর্বের পুরো ভিডিওগ্রাফিও করে সিবিআই। তবে সূত্রের খবর, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কাছ থেকে এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। 

এদিকে, নিয়োগে স্বচ্ছতা আনতে বাড়ছে তৎপরতা। শিক্ষাদপ্তর সূত্রে খবর, এবার থেকে ওএমআর (OMR) শিটে পরীক্ষা নেওয়া হবে। তাতে দুর্নীতি ঠেকানো যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Leave a Comment