Central Railway Recruitment 2023: ২,৪২২ টি শূন্য পদে মাধ্যমিক পাসেই ভারতীয় সেন্ট্রাল রেলে নিয়োগ চলছে (Apply Now!) @rrccr.com

Central Railway Recruitment 2023, (সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩, ভারতীয় রেলে নিয়োগ ২০২৩), rrccr.com, Central Railway Recruitment 2023 Apply Online, Central Railway Recruitment 2023 Official Notice Pdf Download, Indian Railway Recruitment 2022, Central Railway Job 2023

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ে (Central Railway Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার নাম পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা:

Central Railway Recruitment 2023 | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)Central Railway
🔥 Post Details (পোস্টের নাম)অ্যাপ্রেন্টাইস 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)২৪২২ টি
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.rrccr.com/

সেন্ট্রাল রেলওয়েতে (Central Railway Recruitment) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Central Railway Recruitment 2023: Vacancy Detail | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Apprentices২৪২২ টি
🔥 Total২৪২২ টি 

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Kotak Kanya Scholarship

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 উচ্চশিক্ষায় এবার বিরাট পরিবর্তন! এখনকার মতো আর অনার্স ডিগ্রী করতে পারবেন না। জানুন এই নয়া নিয়ম

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 আপনার এইসব ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে লটারি! RBI-এর এই ঘোষণার পরে আপনার হবে বাম্পার লাভ!

Central Railway Vacancy 2023: Cluster Wise Vacancy Detail | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: ক্লাস্টার ভিত্তিক শূন্যপদের সংখ্যা  

🔥 Cluster Name (ক্লাস্টারের নাম)🔥 Cluster Wise Vacancy Detail (ক্লাস্টার ভিত্তিক শূন্যপদের সংখ্যা)
🔥 Mumbai Cluster১৬৫৯ টি 
🔥 Bhusawal Cluster৪১৮ টি 
🔥 Pune Cluster১৫২ টি 
🔥 Nagpur Cluster১১৪ টি 
🔥 Solapur Cluster৭৯ টি 
🔥 Total২৪২২ টি 

Central Railway Recruitment 2023: Age Limit | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: বয়স সীমা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এছাড়া আপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

Central Railway Job 2023 : Selection Process | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট বের করা হবে। এরপর প্রার্থীদের ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Central Railway Recruitment 2023 Apply Online: | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের সেন্ট্রাল রেলওয়ের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন। 

Central Railway Recruitment 2023: Required Documents | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Central Railway Recruitment 2023: Application Fees | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ১০০ টাকা আবেদন মুল্য দিতে হবে।

Central Railway Recruitment 2023: Education Qualification | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৫০% নম্বরসহ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও নেশনাল ট্রেড সার্টিফিকেট করতে হবে।

Central Railway Recruitment

Central Railway Recruitment 2023: Important Dates | সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদনের শুরুর তারিখ: ১৫.১২.২০২২ অর্থাৎ ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ১৫.০১.২০২৩ অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Central Railway Recruitment 2023 Apply Online আবেদন করুন
Central Railway Recruitment 2023 Official Notice ডাউনলোড করুন
Central Railway Recruitment 2023 Official Website এখানে দেখুন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে SBI, এভাবে তুলে নিন ফায়দা!

👉 অ্যাকাউন্টে টাকা নেই? এইভাবে বেতনের ৩ গুণ টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন! জানুন কিভাবে?

👉 LIC Big Update: বদলে যাচ্ছে LIC-র নিয়ম! কী প্রভাব পরবে আপনার বিমায়? অবশ্যই জেনে নিন

👉 Laduma Dhamecha Yuva Scholarship

FAQ: Central Railway Recruitment 2023 (সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩)

Q: Central Railway Recruitment 2023 (সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৫ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Central Railway Recruitment 2023 (সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ৫০% নম্বরসহ মাধ্যমিক পাস। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Central Railway Recruitment 2023 (সেন্ট্রাল রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment