১/৫: বর্তমানে সকল ভারতবাসীর কাছে অন্যতম গুরুত্বপূর্ন নথি হল আধার কার্ড (Aadhar Card)। এই কার্ড সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়। বর্তমানে আধার কার্ডের (Aadhar Mobile Number Link)) সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাটা আবশ্যিক। এতে সমস্ত কাজ সহজ হয়ে যায়।
২/৫: সাধারণত যেকোনো আধার সংক্রান্ত কাজের ক্ষেত্রে রেজিষ্টার করা নম্বরে OTP আসে। কিন্তু যদি কোনো কারণে আধার নম্বর পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে তা করবেন?
৩/৫: এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে, যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার পরে নম্বর পরিবর্তন করতে হয়, তাহলে আপনাকে আধারের ডিটেইলসও পরিবর্তন করতে হবে। আজকের প্রতিবেদনে সেই পদ্ধতি এবং খরচ সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাবো।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 আধার কার্ডের এই কাজ এক্ষুনি করুন! না হলে সমস্যায় পড়তে পারেন | Online Aadhar Update
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Aadhaar Link: আপনার বাবা-মারও কী প্যান আধার লিঙ্ক করা জরুরি? এক ক্লিকে জেনে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar card: আধার কার্ড আপডেট নিয়ে এলো বড় ঘোষণা! না জানলে সমস্যায় পড়তে পারেন
বিষয় তালিকা
Aadhaar Card-এ মোবাইল নম্বর পরিবর্তন করবেন কিভাবে?
৪/৫: আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা খুব একটা কঠিন কাজ নয়। তাই যদি কোনো কারণে আপনার নম্বর হারিয়ে যায় অথবা নম্বর বদল করতে হয়, তাহলে ইউআইডিএআই (UIDAI) অর্থাৎ আধার কর্তৃপক্ষের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনাকে কাজটি সারতে হবে-
১) প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী আধার তালিকাভুক্তি কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
২) সেখানে আপনাকে আধার আপডেট/কারেকশন ফর্ম পূরণ করে নতুন নম্বর প্রদান করতে হবে।
৩) ফর্মটি আপনাকে আধার অফিসারের কাছে সাবমিট করতে হবে।
৪) তারপর আপনাকে বায়োমেট্রিক্স দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
৫) ফি বাবদ আপনাকে ৫০ টাকা দিতে হবে।
৬) তারপর আপনাকে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) সম্বলিত রসিদ দেওয়া হবে। যার মাধ্যমে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন।
৭) আধার ডেটাবেসে নতুন নম্বর আপডেট হতে সময় লাগবে ৯০ দিন।
৫/৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন
👉 WB Asha Karmi Recruitment 2023 West Bengal
👉 রেশন কার্ড থাকলেই কেল্লাফতে! এবার থেকে ফ্রিতে মিলবে এই জিনিস প্রতিমাসে