WB College Admission: বদলে গেল কলেজে ভরতির পদ্ধতি! এই নিয়মে এবার ভর্তি হতে হবে

১/৮: ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার পালা পরীক্ষার ফল প্রকাশের। আর তারপরই কলেজে ভর্তি হওয়া। কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকেই বেশ চিন্তিত থাকেন। স্নাতক স্তরে ভর্তি হতে চাওয়া পড়ুয়ারা, নিজেদের পছন্দের কলেজে অনেক সময় পছন্দের বিষয় বেছে নিতে পারেন নাকলেজের ‘দাদারা’ এই সুযোগকেই হাতিয়ার করে। আর সেখান থেকেই শুরু হয় দুর্নীতি। এতদিন ধরে এই প্রথাই চলে আসছে।

২/৮: রাজ্য ইতিমধ্যেই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিতে জর্জরিত হয়ে রয়েছে। এবার যদি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও দুর্নীতি সামনে আসে, তাহলে শাসকদলের জন্য যে তা বড়ই অস্বস্তিকর হবে, তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভা একটি মাত্র পোর্টালের মাধ্যমে কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার ইতিমধ্যেই এই ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে তা বিস্তারিতভাবে জানিয়েছে।

৩/৮: রাজ্যে অনেক আগেই কলেজে অনলাইনে ভর্তির বিষয়টি চালু হয়েছিল। কিন্তু প্রত্যেকটি কলই অথবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ভর্তি হতে হতো। আর তাতেই কলেজের দুর্নীতিবাজ দাদারা ছাত্র ভর্তির সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা চালিয়ে যেত।

🔥 আরও পড়ুন:

👉 WBCHSE HS Result 2023: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নির্ধারিত সময়ের আগেই! মোবাইলেই কিভাবে দেখবেন রেজাল্ট?

🔥 আরও পড়ুন:

👉 7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য উপহার! এ বার বেতন বাড়বে ৮০০০ টাকা!

🔥 আরও পড়ুন:

👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!

৪/৮: পড়ুয়ারা নিজেদের পছন্দের বিষয় ভর্তি হতে না পারলে পরবর্তীতে ‘ডিপার্টমেন্ট পরিবর্তনের’ নাম করে সেই পড়ুয়ার থেকে টাকা নিয়ে তাকে তার পছন্দের বিষয় পাইয়ে দেওয়া হতো। তবে এবার সরকার আশা করছে যে, নতুন ভর্তির ব্যবস্থায় এই সমস্ত দুর্নীতি বন্ধ হবে।

৫/৮: পড়ুয়ারা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে মোট ২৫ টি বিষয়ে এই অনলাইন সেন্ট্রাল পোর্টাল থেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে অনলাইন মাধ্যমে। রাজ্যের শিক্ষামন্ত্রী গত শিক্ষাবর্ষেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে পড়ুয়া ভর্তি নিয়ে ঘোষণা করেছিলেন। তবে সময় মত সেই পোর্টাল তৈরি না হওয়ায় পড়ুয়াদের আগের নিয়মে ভর্তি হতে হয়েছিল।

৬/৮: এরপর গত ফেব্রুয়ারিতে অনলাইনে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকার পোর্টাল তৈরির কাজ শুরু করে। এই পোর্টালের দেখাশোনা করার জন্য সরকার ১০ সদস্যের একটি কমিটি গঠন করে। নতুন ভর্তি প্রক্রিয়ায় কলেজগুলির আলাদা আলাদা মেধা তালিকা তৈরি হবে না বলেই জানা গেছে। একটি মেধাতালিকা থেকেই বিভিন্ন কলেজে কাউন্সিল পদ্ধতিতে পড়ুয়াদের ভর্তি করা হবে।

Changed the college admission method! Admission should be done by online in west bengal

৭/৮: নতুন পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে, এমনটাই জানা গেছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। মেধাতালিকার ভিত্তিতে আবেদনকারী পড়ুয়ারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ এবার আশুতোষ কলেজ কিংবা জয়পুরিয়ায় ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের আর আলাদা আলাদা করে আবেদন করতে হবে নাএকটি মেধাতালিকা থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Breaking News!: স্কুল-কলেজে ছুটি নিয়ে জারি হলো এই বিজ্ঞপ্তি! শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্যও নির্দেশিকা

👉 এপ্রিলেই রেশন কার্ড বন্ধ হয়ে যাবে! বিপদে পড়ার আগে শীঘ্রই সেরে নিন এই ছোট্ট কাজ

👉 Summer Vacation: গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দপ্তর! কবে থেকে ছুটি? জেনে নিন এখনই

👉 WB Bandhan Bank Recruitment

👉 Primary TET Certificate: প্রাইমারী টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে এই বড় খবর সামনে এল! জেনে নিন এখনই

Leave a Comment