CISF Recruitment 2022, CISF Recruitment 2022 Apply Online Date, CISF Recruitment 2022 Notification, সিআইএসএফ নিয়োগ ২০২২
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর! সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 CISF Recruitment 2022 | সিআইএসএফ নিয়োগ ২০২২
- 2 CISF Recruitment 2022: Vacancy Detail | সিআইএসএফ নিয়োগ ২০২২: পদের নাম
- 3 CISF Recruitment 2022: Age Limit | সিআইএসএফ নিয়োগ ২০২২: বয়স সীমা
- 4 CISF Recruitment 2022: Selection Process | সিআইএসএফ নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
- 5 CISF Recruitment 2022: Salary | সিআইএসএফ নিয়োগ ২০২২: বেতন
- 6 CISF Recruitment 2022 Apply Online: | সিআইএসএফ নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 7 CISF Recruitment 2022: Required Documents | সিআইএসএফ নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 8 CISF Recruitment 2022: Educational Qualification | সিআইএসএফ নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
- 9 CISF Recruitment 2022: Last Date of Apply | সিআইএসএফ নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
- 10 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 11 FAQ: CISF Recruitment 2022 (সিআইএসএফ নিয়োগ ২০২২)
CISF Recruitment 2022 | সিআইএসএফ নিয়োগ ২০২২
🔥 Organization Name (সংস্থার নাম) | সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) |
🔥 Post Details (পোস্টের নাম) | অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কন্সটেবল |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ৫৪০টি |
🔥 Salary (বেতন) | ২৫,৫০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://cisfrectt.in/ |
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে (CISF Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
CISF Recruitment 2022: Vacancy Detail | সিআইএসএফ নিয়োগ ২০২২: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Assistant sub Inspector (Stenographer) | ১২২টি |
🔥 Head Constable (Ministerial) | ৪১৮টি |
CISF Recruitment 2022: Age Limit | সিআইএসএফ নিয়োগ ২০২২: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২৫.১০.২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
CISF Recruitment 2022: Selection Process | সিআইএসএফ নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর প্রার্থীদের স্কিল টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
CISF Recruitment 2022: Salary | সিআইএসএফ নিয়োগ ২০২২: বেতন
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Salary (বেতন) |
🔥 Assistant sub Inspector (Stenographer) | ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত |
🔥 Head Constable (Ministerial) | ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত |
CISF Recruitment 2022 Apply Online: | সিআইএসএফ নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে CISF-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।
৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের CISF-এর অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।
CISF Recruitment 2022: Required Documents | সিআইএসএফ নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
CISF Recruitment 2022: Educational Qualification | সিআইএসএফ নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
CISF Recruitment 2022: Last Date of Apply | সিআইএসএফ নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ২৫.১০.২০২২ অর্থাৎ ২৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
CISF Recruitment 2022 Official Notice | ডাউনলোড করুন |
CISF Recruitment 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Indian Post Office Group D Recruitment 2022
🔥 Bank of India Recruitment 2022
FAQ: CISF Recruitment 2022 (সিআইএসএফ নিয়োগ ২০২২)
Q: CISF Recruitment 2022 (সিআইএসএফ নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: CISF Recruitment 2022 (সিআইএসএফ নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: CISF Recruitment 2022 (সিআইএসএফ নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)