CNCI Recruitment 2022 | সিএনসিআই নিয়োগ ২০২২: লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউ-এ চাকরির সুযোগ! (Apply Now!)

CNCI Recruitment 2022, Chittaranjan National Cancer Institute Recruitment 2022, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিয়োগ, Govt Jobs in Wrst Bengal 2022, West Bengal Jobs

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর! সম্প্রতি রাজ্যের চিত্তরঞ্জন নেশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI Recruitment 2022) কর্তৃক একটি নতুন কর্মবিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

CNCI Recruitment 2022 (Chittaranjan National Cancer Institute Recruitment 2022) | সিএনসিআই নিয়োগ ২০২২

Organization Name (সংস্থার নাম)চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট
Post Details (পোস্টের নাম)ফিল্ড ওয়ার্কার
Total Vacancies (মোট শূন্যপদ)১টি
Salary (বেতন)২০,০০০ টাকা
Job Location (চাকরির স্থান)কলকাতা
Apply Mode (আবেদন মাধ্যম)ওয়াক-ইন ইন্টারভিউ
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.cnci.ac.in/

রাজ্যের চিত্তরঞ্জন নেশনাল ক্যান্সার ইনস্টিটিউটে (CNCI Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

CNCI Recruitment 2022: Vacancy Detail | সিএনসিআই নিয়োগ ২০২২: পদের নাম

পশ্চিমবঙ্গ চাকরির খবর ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- Field Worker.

CNCI Recruitment 2022: Age Limit | সিএনসিআই নিয়োগ ২০২২: বয়স সীমা

আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও মহিলা/ PWD/ SC/ ST/ OBC প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

CNCI Recruitment 2022: Selection Process | সিএনসিআই নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

CNCI Recruitment 2022: Salary | সিএনসিআই নিয়োগ ২০২২: বেতন

এই পদের চাকরির জন্য কর্মীদের মাসিক ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

How to Apply for CNCI Recruitment 2022: | সিএনসিআই নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আগে থেকে কোনো আবেদন করতে হবে না। আপনার যাবতীয় তথ্য নিয়ে নির্দিষ্ট দিনে আপনাকে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।

CNCI Recruitment 2022: Required Documents | সিএনসিআই নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

CNCI Recruitment 2022: Interview Date and Time | সিএনসিআই নিয়োগ ২০২২: ইন্টারভিউয়ের তারিখ এবং সময়

আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ১৪.০৯.২০২২ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১১টার মধ্যে ইন্টারভিউ দিতে যেতে হবে।

CNCI Recruitment 2022: Interview Venue | সিএনসিআই নিয়োগ ২০২২: ইন্টারভিউয়ের স্থান

যে ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন তা হলো-

The Chamber of the Officer In-Charge (Hospital), CNCI Hazra campus (1st floor of Hospital Wing).

CNCI Recruitment 2022: Recruitment Duration | সিএনসিআই নিয়োগ ২০২২: নিয়োগের সময়সীমা

এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। এরপর কাজের ওপর ভিত্তি করে নিয়োগের সময়সীমা ৩ বছর করা হবে।

CNCI Recruitment 2022

CNCI Recruitment 2022: Educational Qualification | সিএনসিআই নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও আপনার ক্যান্সার স্ক্রিনিং প্রজেক্টে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
CNCI Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
CNCI Recruitment 2022 2022 Official Website এখানে দেখুন

🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 WB Airport Group-C Recruitment 2022

🔥 HDFC Bank Recruitment 2022 Apply Online

🔥 WBPSC Recruitment 2022

🔥 West Bengal Scheme

🔥 WB Volunteers Recruitment 2022

🔥 DRDO Recruitment 2022

FAQ: CNCI Recruitment 2022 (সিএনসিআই নিয়োগ ২০২২)

Q: CNCI Recruitment 2022 (সিএনসিআই নিয়োগ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: আগে থেকে কোনো আবেদন করতে হবে না। আপনার যাবতীয় তথ্য নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: CNCI Recruitment 2022 (সিএনসিআই নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও আপনার ক্যান্সার স্ক্রিনিং প্রজেক্টে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: CNCI Recruitment 2022 (সিএনসিআই নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৪০ বছরের মধ্যে। এছাড়াও মহিলা/ PWD/ SC/ ST/ OBC প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment