Colgate Scholarship 2022 Apply Online| কোলগেট স্কলারশিপ ২০২২: ৩০ হাজার টাকা পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদন করে। (Apply Now!)

Colgate Scholarship 2022, Colgate Scholarship 2022 Apply Online Colgate Scholarship 2022, Colgate Scholarship 2022 Last Date, কোলগেট স্কলারশিপ ২০২২

ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল সুখবর! বিশেষত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের জন্য রয়েছে দারুন সুযোগ। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে পড়ুয়াদের জন্য। এবারও একটি বেসরকারি সংস্থা একটি স্কলারশিপের ব্যবস্থা করেছে। এই স্কলারশিপের (Colgate Scholarship 2022) জন্য যদি পড়ুয়ারা আবেদন করতে চান তাহলে সেই পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে। যেহেতু এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই ছাত্রছাত্রীরা যদি কোনো সরকারি স্কলারশিপের জন্য আবেদন করে থেকে তাহলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। যেকোনো কাস্টের প্রার্থীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Colgate Scholarship 2022: Scholarship Detail | কোলগেট স্কলারশিপ ২০২২: স্কলারশিপের নাম

ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে তা হলো- Colgate Scholarship/ Keep India Smiling Foundational Scholarship & Mentorship programme.

Colgate Scholarship 2022: Scholarship Ammount | কোলগেট স্কলারশিপ ২০২২: বৃত্তির পরিমাণ

এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের ৩০,০০০ টাকা দেওয়া হবে।

Colgate Scholarship 2022: Condition for Apply | কোলগেট স্কলারশিপ ২০২২: আবেদনের শর্ত

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

২) মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিকে ৭৫% এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর পেতে হবে।

৩) আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনাকে পরের শ্রেণীতে এবং আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলেও আপনাকে অবশ্যই পরের শ্রেণীতে ভর্তি হতে হবে। তাহলেই আপনি এই  স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

How to Apply for Colgate Scholarship 2022: | কোলগেট স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) গুগল ক্রোমে Colgate Scholarship অথবা অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/keep-india-smiling-foundational-scholarship-programme-এ যেতে হবে। সরাসরি লঙ্ক নিচে দেওয়া হয়েছে।

৩) এরপর সেখানে ‘Apply Now’ অপশনে ক্লিক করে ‘Register’ অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর সেখানে আপনার নাম, বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।

৫) তারপর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘OK’ অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপর আপনাকে ‘Start Application’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে প্রার্থীদের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। 

৭) এরপর ‘Save and Continue’ অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ খুলে যাবে যেখানে একটি বক্স থাকবে সেই বক্সে একটা রাইট চিহ্ন দিতে হবে । অর্থাৎ আপনি রাজি এই স্কলারশিপে আবেদন করার জন্য।

৮) এরপর আপনাকে ‘Preview’ অপশনে ক্লিক করতে হবে।

৯) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করতে হবে।

Colgate Scholarship 2022: Required Documents | কোলগেট স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদনের জন্য মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার মাধ্যমিকের এডমিট ও মার্কশিট
  • আপনার পরবর্তী শ্রেণীতে ভর্তি রশিদ
  • আপনার আধার কার্ড অথবা প্যান কার্ড
  • আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট অথবা বিপিএল কার্ড 
  • আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট (যদি থাকে)

এই স্কলারশিপে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার উচ্চমাধ্যমিকের এডমিট ও মার্কশিট 
  • আপনার পরবর্তী শ্রেণীতে ভর্তি রশিদ অথবা কলেজ আইডি কার্ড অথবা আপনার এডমিশন কপি
  • আপনার আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড
  • আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট অথবা বিপিএল কার্ড 
  • আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট (যদি থাকে)

Colgate Scholarship 2022: Last Date of Apply | কোলগেট স্কলারশিপ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনি শীঘ্রই আবেদন করে ফেলুন। এখানে আবেদনের শেষ তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে এখানে ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

colgate scholarship 2022 apply online

Colgate Scholarship 2022 Apply Online: আবেদন পদ্ধতি

এই স্কলারশিপ-এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Colgate Scholarship 2022 Apply Online আবেদন করুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 JK Lakshmi Vidya Scholarship 2022 

🔥 SBI Asha Scholarship 2022 

🔥 Sitaram Jindal Scholarship 2022

🔥 Swami Vivekananda Scholarship 2022

🔥 Oasis Scholarship 2022-23 

🔥 Tata Scholarship 2022

FAQ: Colgate Scholarship 2022 (কোলগেট স্কলারশিপ ২০২২)

Q: Colgate Scholarship 2022 (কোলগেট স্কলারশিপ ২০২২)-এ আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Colgate Scholarship 2022 (কোলগেট স্কলারশিপ ২০২২)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Colgate Scholarship 2022 (কোলগেট স্কলারশিপ ২০২২)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment