Savings option: ৩১ মার্চের আগে শেষ করুন এই কয়েকটি কাজ, না হলে ভারী জরিমানা গুনতে হবে!

১/৭: আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করানোর পাশাপাশি আপনাকে প্রধানমন্ত্রী যোজনার অন্তর্ভুক্ত হওয়ার মতো সমস্ত কাজ সম্পন্ন করতে হবে।

২/৭: আধার কার্ডের (Aadhar Card) সাথে প্যান কার্ডের (PAN Card) লিঙ্ক করার শেষ তারিখ হলো ৩১ মার্চ ২০২৩। পাশাপাশি আর্থিক বছর শেষ হওয়ার কারনে ১ এপ্রিলের পূর্বে বহু আর্থিক কাজ শেষ করতে হবে। আয়কর রিটার্ন থেকে শুরু করে বিনিয়োগের যাবতীয় কাজ সেরে ফেলতে হবে। আগামি বছরে অনেক কাজের খরচ বৃদ্ধি পাবে। যদি এই বছরের আয়কর রিটার্ন জমা করার তারিখ পেরিয়ে যায়, তাহলে আপনি হয়তো অনেকক্ষেত্রেই সুযোগ সুবিধা পাবেন না। তাহলে চলুন যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে তা জেনে নেওয়া যাক।

৩/৭: যদি ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে আধারী সাথে প্যান কার্ড লিঙ্ক না করা হয়, তাহলে আয়কর বিভাগের নির্দেশ অনুযায়ী প্যান কার্ড (PAN Card) নিষ্ক্রিয় হয়ে যাবে। বহুবার সময়সীমা বাড়ানো হলেও এবারে আর তা বাড়াবে না আয়কর বিভাগ। তাই এই সময়ের মধ্যেই এই কাজ সারতে হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Update Online: বিনামূল্যে ৩ মাস আধার কার্ড আপডেটের ঘোষণা UIDAI এর! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Bangla Sahayata Kendra Recruitment 2023

৪/৭: এছাড়াও ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ২০১৯-২০ অথবা অ্যাসেসমেন্ট ইয়ার ২০২০-২১-এর জন্য আপডেট করা আয়কর রিটার্ন দাখিল (Income Tax Return) করতে হবে। করদাতা যদি মনে করেন যে, ই- ভেরিফিকেশনে উল্লিখিত অসঙ্গতি ঠিক, তাহলে এর জন্য তিনি একটি আয়কর বিভাগে উত্তর পাঠাতে পারেন। এর সহিত হালনাগাদ রিটার্নও দাখিল করতে পারবেন করদাতারা।

বিনিয়োগের শেষ সুযোগ পিএম ভায়া বন্দনা যোজনায়-

৫/৭: ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে এই স্কিমে আপনাকে বিনিয়োগ করতে হবে। সরকারের তরফে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো আপডেট আসেনি। তাই বিনিয়োগ করতে হলে আপনাকে চলতি মাসের মধ্যেই করতে হবে।

৬/৭: অতিরিক্ত ট্যাক্স বাঁচাতে হলে PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ELSS স্কিমে ৩১ মার্চের মধ্যে বিনিয়োগ করা যেতে পারে। এই সময়সীমা অতিক্রম হয়ে গেলে আর ট্যাক্স বাঁচানো যাবে না। তাই শীঘ্রই এই কাজ সম্পন্ন করতে হবে। 

Complete these tasks before March 31, or face heavy penalties

৭/৭: চলতি অর্থবর্ষ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। করদাতারা এই সমস্ত প্রকল্পে বিনিয়োগ করে ট্যাক্স বাঁচাতে পারেন। আয়করের ধারা ৮০C এর অধীনে, বিনিয়োগে ছাড় পাওয়া যায় ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত। বিনিয়োগকারী এই মুহূর্তে সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করে ছাড় পেতে পারেন। এর পাশাপাশি বিনিয়োগ করা যেতে পারে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট স্কিমেও

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৫০০০ টাকা করে রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীদের দিচ্ছে সরকার এই প্রকল্পের মাধ্যমে! এর লাভ উঠিয়ে নিন বিস্তারিত জেনে

👉 Post Office Scheme: মাত্র ৫ বছরেই হয়ে যাবে টাকা ডবল পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন এখনই

👉 নগদ ৪০,০০০ টাকা করে সকলকে দিচ্ছে কেন্দ্রী সরকার এই নয়া প্রকল্পের মাধ্যমে! কিভাবে পাবেন? জানুন।

👉 ৩১ লাখ টাকা পাবেন মাত্র ১৫১ টাকা বিনিয়োগে! বাজার কাঁপানো এই স্কিম নিয়ে হাজির LIC

👉 NPS: মাসে ৫০০০ টাকা রেখে হতে পারেন কোটিপতি, এই সরকারি স্কিমে পাবেন সুবিধা, জেনে নিন কীভাবে?

Leave a Comment