Central Pollution Control Board Recruitment 2022, CPCB Recruitment 2022, CPCB Recruitment 2022 Official Website, Central Pollution Control Board Official Website, (সিপিসিবি নিয়োগ ২০২২), Cenral Govt Jobs 2022, Central Government Jobs 2022
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে ভালো বেতনে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষারত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। ইতিমধ্যেই এই কর্মবিজ্ঞপ্তিটি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 CPCB Recruitment 2022 (Central Pollution Control Board Recruitment 2022) | সিপিসিবি নিয়োগ ২০২২
- 2 (CPCB) Central Pollution Control Board Recruitment 2022: Vacancy Detail | সিপিসিবি নিয়োগ ২০২২: পদের নাম
- 3 CPCB Recruitment 2022: Age Limit | সিপিসিবি নিয়োগ ২০২২: বয়স সীমা
- 4 CPCB Recruitment 2022: Selection Process | সিপিসিবি নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
- 5 CPCB Recruitment 2022: Salary | সিপিসিবি নিয়োগ ২০২২: বেতন
- 6 How to Apply for CPCB Recruitment 2022: | সিপিসিবি নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 7 CPCB Recruitment 2022: Required Documents | সিপিসিবি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 8 CPCB Recruitment 2022: Educational Qualification | সিপিসিবি নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
- 9 CPCB Recruitment 2022: Last Date of Apply | সিপিসিবি নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
- 10 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 11 FAQ: CPCB Recruitment 2022 (সিপিসিবি নিয়োগ ২০২২)
CPCB Recruitment 2022 (Central Pollution Control Board Recruitment 2022) | সিপিসিবি নিয়োগ ২০২২
🔥 Organization Name (সংস্থার নাম) | সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) |
🔥 Post Details (পোস্টের নাম) | সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং অন্যান্য |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১৪টি |
🔥 Salary (বেতন) | ৩৪,৪০০ থেকে ২,০৯,২০০ টাকা পর্যন্ত |
🔥 Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অফলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | cpcb.nic.in |
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে (Central Pollution Control Board) কর্মী নিয়োগ করা হতে চলেছে।এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
(CPCB) Central Pollution Control Board Recruitment 2022: Vacancy Detail | সিপিসিবি নিয়োগ ২০২২: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 SeniorAdministrativeOfficer | ১টি |
🔥 Law Officer | ১টি |
🔥 Senior ScientificAssistant | ৫টি |
🔥 Private Secretary | ৭টি |
CPCB Recruitment 2022: Age Limit | সিপিসিবি নিয়োগ ২০২২: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৭.১০.২০২২ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে।
CPCB Recruitment 2022: Selection Process | সিপিসিবি নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
CPCB Recruitment 2022: Salary | সিপিসিবি নিয়োগ ২০২২: বেতন
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Salary (বেতন) |
🔥 SeniorAdministrativeOfficer | ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা পর্যন্ত |
🔥 Law Officer | ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা পর্যন্ত |
🔥 Senior ScientificAssistant | ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত |
🔥 Private Secretary | ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত |
How to Apply for CPCB Recruitment 2022: | সিপিসিবি নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
The Administrative Officer (Recruitment), Central Pollution Control Board,
“Parivesh Bhawan”, East Arjun Nagar, Shahdara, Delhi-110032.
CPCB Recruitment 2022: Required Documents | সিপিসিবি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
CPCB Recruitment 2022: Educational Qualification | সিপিসিবি নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) |
🔥 SeniorAdministrativeOfficer | যেকোনো বিষয়ে ডিগ্রী |
🔥 Law Officer | ল বিষয়ে ডিগ্রী |
🔥 Senior ScientificAssistant | সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রী |
CPCB Recruitment 2022: Last Date of Apply | সিপিসিবি নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১৭.১০.২০২২ অর্থাৎ ১৭ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
CPCB Recruitment 2022 Official Notice | ডাউনলোড করুন |
CPCB Recruitment 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Spice Board Recruitment 2022
🔥 Oil and Natural Gas Corporation Recruitment 2022
FAQ: CPCB Recruitment 2022 (সিপিসিবি নিয়োগ ২০২২)
Q: CPCB Recruitment 2022 (সিপিসিবি নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ১৭ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: CPCB Recruitment 2022 (সিপিসিবি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী অথবা মাস্টার্স ডিগ্রী। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: CPCB Recruitment 2022 (সিপিসিবি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ৫৬ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)