|| CTET 2022, CTET 2022 Application Form, CTET Online Form 2022 Last Date And Time, ctet.nic.in, CTET Notification 2022, Last Date of CTET Form 2022, CTET Last Date 2022, CTET Form Last Date, টেট পরীক্ষা ২০২২, সিটেট ২০২২ ||
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন করে টেট পরীক্ষার (CTET 2022) ঘোষণা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। হ্যাঁ, একদম ঠিক। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষাপর্ষদ আবার টেট পরীক্ষার মাধ্যমে (CTET 2022 Application Form) কর্মী নিয়োগের ঘোষণা করেছে। যেসব ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা শেষ করে বিদ্যালয়ে পড়ানোর জন্য অপেক্ষা করে রয়েছেন তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। খুব সম্ভবত ২০২২ সালের ডিসেম্বর মাসেই এই পরীক্ষা (সিটেট ২০২২) নেওয়া হবে। যেকোনো জায়গার ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। এই কর্মবিজ্ঞপ্তিটি অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 CTET 2022: সিটেট ২০২২
- 2 CTET 2022: Vacancy Detail | সিটেট ২০২২: পদের নাম
- 3 CTET 2022: Educational Qualification | সিটেট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
- 4 CTET 2022: Age Limit | সিটেট ২০২২: বয়স সীমা
- 5 CTET 2022: Selection Process | (সিটেট ২০২২: নিয়োগ প্রক্রিয়া)
- 6 How to Apply for CTET 2022 | সিটেট ২০২২: আবেদন প্রক্রিয়া
- 7 CTET 2022: Application Fees | সিটেট ২০২২: আবেদন মূল্য
- 8 CTET Online Form 2022 Last Date And Time (Last Date of CTET Form 2022): আবেদনের শেষ তারিখ
- 9 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
- 10 FAQ: CTET 2022 (সিটেট ২০২২)
CTET 2022: সিটেট ২০২২
কেন্দ্রীয় সরকারের আয়তাধীন CBSE বোর্ড-এ টেট পরীক্ষার (CTET 2022) মাধ্যমে শিক্ষাদপ্তরে কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
CTET 2022: Vacancy Detail | সিটেট ২০২২: পদের নাম
টেট নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হল-
- প্রাইমারি
- আপার প্রাইমারি
CTET 2022: Educational Qualification | সিটেট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি প্রাইমারি শিক্ষকতা পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্থাৎ d.el.ed থাকতে হবে। যদি আপনি আপার প্রাইমারি শিক্ষকতা পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৫০% নম্বরসহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed থাকতে হবে। এছাড়াও আপনার দুই বছরের প্রাথমিক শিক্ষা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্থাৎ D.El.Ed থাকা আবশ্যক।
CTET 2022: Age Limit | সিটেট ২০২২: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর।
CTET 2022: Selection Process | (সিটেট ২০২২: নিয়োগ প্রক্রিয়া)
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের CBT অর্থাৎ কম্পিউটার নির্ভর পরীক্ষা নেওয়া হবে। এরপর সেই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখানে সাধারণ কিছু প্রশ্ন এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। দেশের সর্বমোট ২০টি ভাষায় এই পরীক্ষার প্রশ্নপত্র থাকবে।
How to Apply for CTET 2022 | সিটেট ২০২২: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://ctet.nic.in-এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে। যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে তা হল-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
CTET 2022: Application Fees | সিটেট ২০২২: আবেদন মূল্য
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আবেদনপত্রটি পূরণের জন্য যে মূল্য দিতে হবে তা হল-
Category | Only Paper I or II | Both Paper I & II |
General/OBC | Rs. 1000/- | Rs. 1200/- |
SC/ST/Diff. Abled Person | Rs. 500/- | Rs. 600/- |
CTET Online Form 2022 Last Date And Time (Last Date of CTET Form 2022): আবেদনের শেষ তারিখ
সিটেট 2022 পরীক্ষার (CTET 2022 Exam) আবেদনের শেষ তারিখ (CTET Last Date 2022) সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
CTET 2022 Official Notice Pdf Download | ডাউনলোড করুন |
CTET 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হলেই ১০ হাজার করে টাকা দিচ্ছে রাজ্য সরকার।
🔥 Lower Division Clerk Recruitment 2022
🔥 Indian Railway Recruitment 2022 Group C
🔥 Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হলেই ১০ হাজার করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত দেখুন!
🔥 ভারতীয় ডাক বিভাগে নিয়োগ ২০২২
🔥 West Bengal Health Recruitment 2022
FAQ: CTET 2022 (সিটেট ২০২২)
Q: CTET 2022 (সিটেট ২০২২)-তে আবেদনের কিভাবে করতে হবে?
Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: CTET 2022 (সিটেট ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: প্রাইমারি শিক্ষকতা পদের জন্য আবেদন করতে হলে ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্থাৎ d.el.ed থাকতে হবে। যদি আপার প্রাইমারি শিক্ষকতা পদের জন্য আবেদন করতে চান তাহলে ৫০% নম্বরসহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed থাকতে হবে। এছাড়াও দুই বছরের প্রাথমিক শিক্ষা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্থাৎ D.El.Ed থাকা আবশ্যক। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: CTET 2022-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)