১/১৫: বিনা পরিশ্রমে কোটিপতি হওয়ার জন্য অনেকেই নিয়মিত লটারি কাটেন। কিন্তু এই লটারি কাটার আগে দেখেশুনে Lottery Ticket কাটুন। নচেৎ আপনার পুরো টাকাই যাবে জলে। এই লটারি কাটা নিয়ে ওয়েবসাইটে নিশ্চয় অনেক টিপস দেখেছেন।
২/১৫: তবে যদি টিকিটই ভুল হয়, তাহলে যতই হিসেব করুন না কেনো, যতই টেকনিক অ্যাপ্লাই করুন না কেনো, কোনোভাবেই পুরষ্কার পাবেন না। তাই আমাদের আজকের এই প্রতিবেদনটি ভালো করে পড়ে নিয়ে, তারপর বুঝেশুনে টিকিট কাটুন।
৩/১৫: আমাদের জীবনের বেশিরভাগ স্বপ্নপূরণের জন্যই প্রয়োজন হয় টাকার। কিন্তু চাইলেই তো টাকা পাওয়া যায় না। ফলে অনেক স্বপ্ন অধরাই থেকে যায়। বিলাসিতার মধ্যে নিজের জীবনযাপন করতে কে না চান! আর তার জন্যই প্রয়োজন টাকা। ২,১ টাকা নয়, হয়ে হবে লাখপতি অথবা কোটিপতি। আর সেই স্বপ্নপূরণের জন্যই অনেকেই নিয়মিত লটারি টিকিট (Lottery Ticket) কাটেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Voter List: ১৭ বছর হলেই ভোটার হওয়ার আবেদন! আর নয় ১৮-র অপেক্ষা! নিয়ম বদলাল নির্বাচন কমিশন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এই শর্ত না মানলে বাতিল হয়ে যাবে আপনার PAN কার্ড! বিপদ এড়াতে এখনই নিন পদক্ষেপ
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/১৫: অনেক সময় দেখা যায় যে, কিছু ছোটখাটো পুরস্কার মিলেছে। আবার অনেকে সময় সেটাও জোট না। কিন্তু প্রত্যেকদিন লটারির টিকিট কাটার জন্য গাঁটের কড়ি খরচ হচ্ছে।
৫/১৫: এই ছোটো পুরষ্কার পাওয়ার পর অনেকেরই লটারি কাটার নেশা হয়ে যায়। কিন্তু যদি এমনটা জানা যায় যে, পকেটের টাকা খরচ করে এতদিন ধরে যে লটারির টিকিট আপনি কেটেছেন তা সম্পূর্ণ জাল।
লটারি টিকিট জালিয়াতি-
৬/১৫: টাকা দিয়ে নকল লটারির টিকিট কেটেছেন। এমন ঘটনাই ঘটেছে রাজ্যে। আসানসোলের জামুড়িয়া থানার পুলিশ ঝাড়খন্ড ডেলি লটারির নামে এক জাল লটারি পাচারকারী চক্রের হদিশ পেয়েছে।
৭/১৫: ওই পাচারকারী চক্র ঝাড়খন্ড লটারির নামে জাল লটারি বিক্রি করে ভালো মুনাফা তুলে নিচ্ছিল। সেখান থেকেই সাধারণ মানুষেরা টিকিট কাটছিলেন। এরপর দেখা যায় যে, লটারি টিকিটে ভালো অংকের পুরস্কার ঘোষিত হওয়ার পরেও পুরস্কারের টাকা সেই লটারি বিক্রেতারা দিতে পারছিলেন না।
৮/১৫: এরপর কয়েকজন লটারি ক্রেতা অভিযোগ দায়ের করেন জামুরিয়া থানায়। তারপরই লটারি টিকিট পাচারকারী চক্রের ওপর আসানসোলের জামুরিয়া থানার পুলিশ নজরদারি বাড়ায়। প্রায় কোটি টাকার জাল লটারিসহ ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে।
৯/১৫: পুলিশ সূত্রে জানা গেছে যে, এই জাল লটারি ঝাড়খন্ড লটারির নামে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকায় তৈরি হতো। এরপর তা যোগান দেওয়া হতো আসানসোল দুর্গাপুর অঞ্চলের দোকানে।
১০/১৫: জানা গেছে যে, ধৃতদের মধ্যে ৩ জন হলেন কুলটি থানার নিয়ামতপুরের বাসিন্দা এবং আর ১ জন হলেন বার্নপুরের বাসিন্দা।
১১/১৫: পুলিশ সূত্রে জানা গেছে যে, এই জাল লটারির পেছনে রয়েছে বড়ো কোনো চক্র। ঝাড়খন্ড লটারির নামে প্রিন্ট করে বাজারে বিক্রি করা হচ্ছে।
১২/১৫: এই ডেইলি লটারির ওপরে ঝাড়খন্ড রাজ্যে নিষেধাজ্ঞা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, ঝাড়খন্ড রাজ্যে এই লটারির ওপর নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে এই রাজ্যে তা বিক্রি হচ্ছে।
১৩/১৫: এই জাল লটারি পাচারকারীদের আসানসোল আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে চায় পুলিশ। তারপরই এই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে জামুরিয়া থানার পুলিশ।
১৪/১৫: আর এরপরই আশংকা তৈরি হয়েছে লটারি টিকিট ক্রেতাদের মধ্যে। যে আপনি যে টিকিট টি কিনছেন সেটি আসল টিকিটই তো? তাই লটারি কাটার আগে বুঝেশুনে লটারির টিকিট কাটুন।
১৫/১৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB TET Exam: ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কারা নিয়েছিলেন ইন্টারভিউ? তথ্য তলব পর্ষদের
👉 MTS Group-D Recruitment 2023
👉 এই ৫ কৌশল Whatsapp-এ নিরাপদ থাকার অবশ্যই জেনে নিন!
👉 BSNL আনল ৬৬ টাকার দুর্দান্ত প্ল্যান! সারা বছর মিলবে আনলিমিটেড কল, থাকছে SMS ও ডেটার সুবিধাও