Cyclone Mocha Landfall Timing: ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল ঠিক কখন হবে? সময় জানাল হাওয়া অফিস

(১/৯) আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেট দিয়েছেন। যেখানে বলা হচ্ছে আর কিছু সময়ের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোখা (Mocha)। আবহাওয়া দপ্তর আশঙ্কা করেছে এর ল্যান্ডফলের সময় ২১০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে।

(২/৯) তবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোখার (Mocha) প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকাগুলিতে। এই সময়ে বিভিন্ন মানুষ উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। লাখ লাখ মানুষ চিন্তিত ও শঙ্কিত

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(৩/৯) আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের উপকূলের পাশ দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোখা। তবে উপকূলের দিকে কিছুটা কম গতিতেই ছুটে আসছে মোখা। আবার অন্যদিকে  উত্তর-উত্তরপূর্ব দিকে ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়। 

🔥 আরও পড়ুন:

Business Ideas: ১ লাখ টাকা মাসে আয় করুন ৫ ঘন্টা কাজ করেই! জেনে নিন পদ্ধতি

🔥 আরও পড়ুন:

👉 প্রচুর শূন্যপদে নিয়োগ করছে RBI, এই ভাবে আবেদন করে ফেলুন

🔥 আরও পড়ুন:

👉 7th Pay Commission: এবার সরকার দেবে হাজার হাজার টাকা! এই মাসে সরকারি কর্মীরা ব্যাপক লাভবান হবেন

(৪/৯) সূত্রের খবর অনুযায়ী ল্যান্ডফলের সময় মোখার (Mocha) বাতাসের গতিবেগ থাকবে ১৮০ থেকে ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই গতিবেগ আরো বাড়তে পারে বলে জানা গেছে। এবং তা ছুয়ে ফেলতে পারে ২১০ কিমি পার ঘন্টা। মোখা র প্রভাবিত অঞ্চল গুলি হল উপকূলীয় অঞ্চল বিশেষ করে  দক্ষিণপূর্ব বাংলাদেশ বাংলাদেশের কক্সবাজার এবং উত্তর মায়ানমার উপকূলের কিয়াকফিউয়ের মাঝামাঝি জায়গায়

(৫/৯) ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাব শুরু হয়ে গেছে। এর প্রভাবে আজ সকালে আন্দামান দ্বীপপুঞ্জে হাওয়ার গতি ছিল ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। সূত্রের খবর মাঝে মাঝে দমকা হাওয়ার বেগ ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে আন্দামান সাগরে  জলোচ্ছ্বাসের পরিস্থিতিও তৈরি হবে।

(৬/৯) আবার এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা এবং দুই ২৪ পরগনায় সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। রাতের আবহাওয়াও ছিল বেশ মনোরম।জন্য গেছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরেও আকাশ মেঘলা সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(৭/৯) গতকালকের মধ্যরাতের শেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং পায়রা বন্দর থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছিল।

Cyclone Mocha Landfall Timing announced

(৮/৯) এই সময়ে সেই  ঘূর্ণিঝড়টি ভারতে অবস্থান করেছিল পোর্টব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৭২০ কিমি দূরে। এবং মায়ানমারে সিটওয়ের থেকে এটি ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল

(/৯) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment