D.El.Ed. Part 2 Result: পরীক্ষার ফলাফল প্রকাশিত, এবার এত জন পরীক্ষার্থী অসফল হয়েছেন! বিস্তারিত দেখুন @wbbprimaryeducation.org @wbbpe.org

|| D EL ED Part 2 Result, (ডিএলএড রেজাল্ট) D EL Ed Result, DELEd Part 2 Result in West Bengal, wbbprimaryeducation.org, wbbpe.org ||

১/৬: প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২০-২২ শিক্ষাবর্ষে  D.El.Ed. পরীক্ষার ফল (D EL Ed Result) প্রকাশ করলো। ডিএলএড পরীক্ষা (D EL Ed Exam) নেওয়া হয় ২০২২ সালের নভেম্বর মাসে। সুষ্ঠুভাবে সমগ্র রাজ্যে পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর শীঘ্রই করা হলো ফলপ্রকাশ।

২/৬: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/৬: ৪২ হাজারেরও অধিক পরীক্ষার্থী  ২০২২ সালের D.El.Ed. পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ৩৯ হাজার প্রার্থীডিস্টিংসনসহ প্রথম বিভাগে পাস করেছেন ২৮৭২৬ জন১০২৪৫ জন পাশ করেছেন প্রথম বিভাগেদ্বিতীয় বিভাগ পেয়েছেন ৯ জন পরীক্ষার্থী২০ হাজারেরও অধিক মহিলা পরীক্ষার্থীর প্রথম বিভাগে পাশ করেছেন। কিন্তু ৩ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অসফল হয়েছেন।

D EL ED Part 2 Result

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary TET: অবশেষে প্রাইমারী টেট নিয়ে এই বড় সিদ্ধান্ত নিলো পর্ষদ! কি সিদ্ধান্ত? জানুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Breaking News: শিক্ষক নিয়োগের জন্য নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো SSC ! এক ক্লিকে দেখে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 UGC NET December 2022 পরীক্ষার বিজ্ঞপ্তি জারি! কোন কোন তারিখে কি করতে হবে? জানুন বিস্তারিত

৪/৬: এই রাজ্যে ৬০০টিরও বেশি D.El.Ed. কলেজ রয়েছে। প্রত্যেকটি সেমিস্টারে প্রায় ৪৫ হাজার পড়ুয়া পরীক্ষা দেন। যে সমস্ত চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষক হতে চান, তাদের জন্য D.El.Ed. কোর্স করা অত্যন্ত জরুরি। তবে NCTE-এর নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত চাকরি প্রার্থী B.ED. করেছেন তারাও শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেইক্ষেত্রে ৬ মাসের একটি ব্রিজ কোর্স করতে হয় তাঁদের।

D EL ED Part 2 Result published in west bengal  this time so many candidates failed

৫/৬: অপরদিকে, যাতে BED প্রার্থীরা প্রাথমিকের শিক্ষক পদের জন্য আবেদন না করতে পারেন, সেই দাবিতে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। প্রাথমিকে শিক্ষকপদে চাকরির ক্ষেত্রে BED করা প্রার্থীদের ভাগ্য সেই মামলার রায়ের ওপরই নির্ভর করবে।

৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন? এই ভাবে দেখে নিন তা অনুমোদন হয়েছে কী না ঘরে বসেই!

👉 Happy New Year 2023: নতুন বছরে উৎসবে আনন্দের আগে জেনে নিন নিয়ম! নইলে সমস্যায় পড়তে হবে!

👉 Jio Happy New Year 2023 Plans: নতুন বছরের জন্য এই ২ টি ধামাকা অফার আনল রিলায়েন্স জিও!

👉 Axis Bank Recruitment 2023

Leave a Comment