7th Pay Commission-
১/৯: কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীরা বর্তমানে ৩৮% হারে ডিএ (DA) পান। গত ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল।
২/৯: শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধন করা হয়ে থাকে মহার্ঘ ভাতা (DA) ।
৩/৯: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA গণনা করা হয় CPI-IW সূচকের ভিত্তিতে। শ্রম ব্যুরো (শ্রম মন্ত্রণালয়ের একটি শাখা) CPI-IW ডেটা প্রকাশ করে প্রত্যেক মাসে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pan Card Update: ১ লক্ষ টাকা পাবেন প্যান কার্ড থাকলেই! কারা কীভাবে পাবেন? জেনে নিন এক ক্লিকেই
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Savings option: ৩১ মার্চের আগে শেষ করুন এই কয়েকটি কাজ, না হলে ভারী জরিমানা গুনতে হবে!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Bangla Sahayata Kendra Recruitment 2023
৪/৯: সূত্র মারফত জানা গেছে যে, ৪২.৩৭% হারে ডিএ বাড়তে পারে। কেন্দ্রীয় সরকারের তরফে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৪২% করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
৫/৯: এখন কেন্দ্রীয় কর্মীরা এবং পেনশনভোগীরা ৩৮% হারে ডিএ পান। গত বছর ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার শেষ ডিএ বৃদ্ধির বিষয়ে ঘোষণা করেছিল।
৬/৯: সূত্র মারফত জানা গেছে যে, মহার্ঘ ভাতা ৪% হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ডিএ ৩৮% থেকে বৃদ্ধি পেয়ে ৪২% হবে।
৭/৯: বর্ধিত মহার্ঘ ভাতা প্রযোজ্য হবে ১ জানুয়ারি ২০২৩ থেকে। ডিএ মূল বেতনের ওপর ভিত্তি করে গণনা করা হয়। প্রতিটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ডিএ পেয়ে থাকেন।
৮/৯: যদি কোনো কেন্দ্রীয় কর্মীর মাসিক বেতন ২৫,৫০০ টাকা হয়ে থাকে, তাহলে তিনি ৩৮% হিসেবে মহার্ঘ ভাতা পান ৯,৬৯০ টাকা।
৯/৯: যদি ডিএ-এর হার ৪২% হয়, তাহলে মহার্ঘ ভাতা হবে ১০,৭১০ টাকা। সেক্ষেত্রে ডিএ ১,০২০ টাকা ডিএ বৃদ্ধি পাবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Update Online: বিনামূল্যে ৩ মাস আধার কার্ড আপডেটের ঘোষণা UIDAI এর! জানুন বিস্তারিত
👉 Aadhaar card: আপনার আধার কার্ডে করে ফেলুন এই আপডেট, পেতে পারেন এই সব সুবিধা!
👉 Lottery Tips: লটারি জিতে কোটিপতি হওয়ার এই বৈজ্ঞানিক কৌশল জেনে নিন! জানতে পারলেই কেল্লাফতে!
👉 Online Earning: বাড়ি বসেই ইনকাম করার এই ৫টি সহজ উপায় জেনে নিন, মিলবে চাকরির থেকেও বেশি মুনাফা