DA বাড়তে পারে আজই! ৪৬ শতাংশ বাড়তে পারে! আজ সন্ধায় সুখবর পেতে পারেন কর্মীরা

১/৭: ৪৭.৫৮ লক্ষ কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছেন DA বৃদ্ধির কারণে।

২/৭: সমগ্র দেশ বর্তমানে DA বৃদ্ধি নিয়ে সরগরম হয়ে রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা একদিকে বাংলা সরকার মাত্র ৩% DA বৃদ্ধি করার জন্য আন্দোলনে নেমেছে। অপরদিকে, কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য DA বৃদ্ধি করেছে ৪%। এর ফলে আগের ৩৮% বেড়ে কেন্দ্রীয় সরকারী কর্মী এবং পেনশনভোগীদের DA হয়েছে ৪২%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এতে বেজায় খুশি।

৩/৭: এই DA বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের ৪৭.৫৮ লক্ষ কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছেন। ১ জানুয়ারী ২০২৩ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বর্ধিত DA কার্যকর হয়েছে। জুন পর্যন্ত এটি চলবে। এরপর আবার DA বাড়বে ১ জুলাই থেকে

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১২,৫৮৯ জন প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা হাইকোর্টকে জানাল SSC

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Post Office Recruitment 2023

৪/৭: সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, DA প্রত্যেক ৬ মাসে সংশোধন করতে হবে। জানুয়ারি ২০২৩-এর জন্য মহার্ঘ ভাতা ৪% বৃদ্ধি করা হয়েছিল ২৪ মার্চ ২০২৩-এ। ফলত বর্তমানে ৪২%-তে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা। গত বছরের জুলাই-ডিসেম্বর ২০২২-এর CPI-IW ডেটার উপর ভিত্তি করে এই বৃদ্ধি হয়েছে।

৫/৭: এবার শুরু হয়েছে নতুন মহার্ঘ ভাতার হিসেব। AICPI সূচক বাড়ছে নতুন বছরে। এরপর আসতে চলেছে মার্চ, এপ্রিল, মে, জুনের CPI-IW সংখ্যাও। এই ভিত্তিতে নির্ধারণ করা হবে চূড়ান্ত ডিএ/ডিআর। বিশেষজ্ঞরা মনে করছেন যে, মূল্যস্ফীতি যে গতিতে বাড়ছে, তাতে আরও ৪% বাড়বে মহার্ঘ ভাতা

DA can increase today! 46 percent can increase! Employees can get good news this evening

৬/৭: শ্রম মন্ত্রকের শ্রম ব্যুরো প্রত্যেক মাসের শেষ তারিখে AICPI-IW জারি করে। ব্যুরো এতে অনেক আইটেমের তথ্য সংগ্রহ করে। সূচক নম্বর নির্ধারণ করা হয় এরই ভিত্তিতে। সূচকটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কেমন হবে তা ৩১ মার্চ সিদ্ধান্ত দেওয়া হবে। এই সংখ্যার ভিত্তিতে আরও গণনা করা হবে। এখন পরিসংখ্যানের ভিত্তিতে মনে করা হচ্ছে যে, মার্চের মধ্যেই মহার্ঘ ভাতা ৪৫-৪৬ শতাংশে পৌঁছাতে পারে।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 তবে কি বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে যাবে? প্রাথমিকের ৪৩ হাজার শিক্ষকের চাকরি নিয়েই উঠলো প্রশ্ন

👉 শিক্ষক নিয়োগ নিয়ে বড়ো খবর! আবারও নেওয়া হবে ‘টেট’! জেনে নিন এখনই

👉 Jio-র সবচেয়ে সস্তা প্ল্যান! মাত্র ৯১ টাকায় সারামাস আনলিমিটেড কল, সাথে ডেটা, এসএমএস বেনিফিটও

👉 রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও শিক্ষকদের নিয়ে এই জরুরী নির্দেশ! এপ্রিলে বেতন, পেনশন আটকে যাবে এটি না হলে!

👉 বাড়ানো হলো PAN Aadhar লিংকের মেয়াদ! কত দিন সময় পাবেন? জেনে নিন

Leave a Comment