DA Hike: ১ লাখ টাকার কাছাকাছি এক লাফে বাড়বে বেতন! বিরাট সুখবর চকুরিজীবীদের জন্য!

সরকারি কর্মচারীদের জন্য আবারো নতুন সুখবর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Government of India)। মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা (DA) আবার বাড়তে চলেছে।  এতে দারুন ভাবে লাভবান হতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীরা। মহার্ঘ ভাতা এর নিয়ম অনুযায়ী প্রতিবছর দুইবার এটি বৃদ্ধি করা হয়। প্রথমটি হল জানুয়ারি মাসে এবং দ্বিতীয়টি জুলাই মাসে এই নিয়ম অনুসারে এই বছরে ইতিমধ্যে জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবং এটি বৃদ্ধি হয়ে পূর্বের ৪ শতাংশ বেড়ে ৪৬ শতাংশ হয়েছে। পূর্বে সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতো। সে অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে আবারো চার শতাংশ বাড়তে পারে এই মহার্ঘ ভাতা। আবারো চার শতাংশ বাড়লে এটি বৃদ্ধি পেয়ে হবে ৫০ শতাংশ। আর ৫০ শতাংশ হয়ে গেলে এতে দারুন ভাবে লাভবান হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।

এই মহার্ঘ (DA) ভাতা বৃদ্ধি করা হয় মুদ্রাস্ফীতি বৃদ্ধি ঘটলে সেই অনুপাতে মহার্ঘ ভাতা বাড়লে সরকারি কর্মচারীদের বেতন ও স্বাভাবিকভাবে বেড়ে যায়।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

মহার্ঘ ভাতার (DA) দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর, ও অন্যটি হল অ্যাপ্রাইজাল।এই দুটোর উপর নির্ভর করে কেন্দ্রীয় কর্মচারীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়। কারণ, যদি ফিটমেন্ট বাড়ে তো স্বাভাবিক ভাবে বেতনও বাড়বে। তবে বর্তমানে যে খবরটি সামনে এসেছে তা হল এই ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়াই কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে।

🔥 আরও পড়ুন:

DA News: এক লাফে এতটা বেতন বেড়ে যাবে! DA নিয়ে এই বড়ো সিদ্ধান্তের পথে সরকার

🔥 আরও পড়ুন:

👉 PAN Card: আপনার ব্যক্তিগত তথ্য প্যান কার্ডের ১০ নম্বরেই রয়েছে, কোন নম্বরের কি অর্থ জানেন?

🔥 আরও পড়ুন:

👉 Summer Vacations: গরমের ছুটি নিয়ে জল্পনা! এই দিন থেকেই খুলতে স্কুল খোলার সিদ্ধান্ত! বিস্তারিত জেনে নিন

বেসিক বেতন কী ভাবে বাড়বে?

২০১৬  সালে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল, ওই সময় মহার্ঘ ভাতা ০-তে নেমে আসে। আর এই শূন্য মহার্ঘ ভাতার কারণে, কর্মচারীদের আগের মহার্ঘ ভাতা তাদের মূল বেতনের সঙ্গে যোগ করা হয়েছিল। তবে সেই সময়ের মতই এবারও একই কিছু ঘটতে চলেছে বলে সবাই মনে করছে। যদি মহার্ঘভাতা মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং পরে আবার বেশি বেতন বাড়ানো হয় তাহলে মহার্ঘ ভাতা শূন্য হয়ে যায়

মহার্ঘ ভাতা কেন ০-তে নামিয়ে আনা হবে?

২০১৬ সালের একটি স্মারকলিপিতে বলা হয়েছিল, যদি মহার্ঘ ভাতা ৫০  শতাংশ হয়ে যায় তবে তা তে নামিয়ে আনা হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন ৪২ শতাংশ হারে। নিয়ম অনুযায়ী যদি জুলাই মাসে আবারো চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয় তাহলে এটি হয় ৫০ শতাংশ। আবারও ৫০ শতাংশ যদি হয়ে যায় তখন এই ভাতা শূন্যতে নিয়ে আসা হবে।তারপরে নিয়মানুসারে আবার এটি বৃদ্ধি পাবে।

DA Hike Salary will increase by a jump of 1 lakh rupees! Great news for government employees!

মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কত বাড়বে?

কেন্দ্রীয় কর্মচারীদের বর্তমানে পে-বেড লেভেল-1-এতে মূল বেতন রয়েছে ১৮০০০ টাকা। কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন ৭৫৬০ টাকা। আবার যদি মহার্ঘ ভাতা বেড়ে ৫০ শতাংশ হয়, সেক্ষেত্রে এই পরিমাণ বেড়ে হবে ৯০০০ টাকা। আবার ডি যদি ৫০ শতাংশ হয় এবং এই ডিএ যদি মূল বেতনের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে ১৮০০০ টাকা বেতন ৯০০০ টাকা বেড়ে হবে ২৭০০০ টাকা

ডিএ (DA) কতটা বাড়বে এইবার?

গত মার্চ মাসে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তবে এর হিসেব জানুয়ারি মাস থেকেই ধরা হয়েছে। নিয়মানুযায়ী পরবর্তী মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে এই বছরে জুলাই মাসে। বিশেষজ্ঞদের একাংশের মত অনুযায়ী,  যে জায়গা গুলিতে মুদ্রাস্ফীতি রয়েছে, সঙ্গে দুই মাসের CPI-IW-এর যে পরিসংখ্যান এসেছে, তা থেকে এটা বোঝা যায় যে আগামী দিনে মহার্ঘ ভাতাও ৪ শতাংশ বাড়তে পারে।  আর এই ডি এ বেড়ে হতে পারে ৪৬ শতাংশ

(৬/৬) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment