DA Update: অবশেষে বাড়ছে ডিএ! কোন স্তরের কর্মীরা কত টাকা বেশি পাবেন? এখনই জেনে নিন

১/৭: বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance)। সরকারি কর্মচারীরা আগামী হোলির মধ্যেই উপহার পেতে চলেছেন ডিএ। খবর পাওয়া গেছে যে, ডিএ (DA) এবং ডিআর ৪% বাড়তে চলেছেসরকারি কর্মচারীরা কত টাকা বেশি পাবেন?

২/৭: DA বৃদ্ধির পর কোন স্তরের কর্মীরা কত টাকা করে পাবেন? তা নিম্নে আলোচনা করা হলো। তাই আপনাকে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

এবার প্রশ্ন হল কোন স্তরের কর্মীদের কত টাকা ডিএ বাড়তে পারে?

৩/৭: প্রত্যেক বছর জানুয়ারির শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ডিএ এবং ডিআর বাড়ানোর নিয়ম রয়েছে। এবার বেতনের কথায় আসি। যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন অথবা বেসিক পে ১৮,০০০ টাকা হয় তাহলে তিনি ৩৮% হারে বছরে ৬,৮৪০ টাকা ডিএ পেয়ে থাকেন। তবে যদি এই ডিএ ৪২% হয়ে যায় তাহলে সেই কর্মচারীর ডিএ বেড়ে হবে ৭,৫৬০ টাকা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LPG Cylinder: গ্যাসের টাকা বাঁচাতে চান? মাত্র ৭৫০ টাকায় এই পদ্ধতিতে গ্যাস বুক করুন! জেনে নিন এখনই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 আবাস যোজনা নিয়ে বড়ো আপডেট! আরো ২০ হাজার লোক ঘর পেতে চলেছেন! | Pradhan Mantri Awas Yojana New Update

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LIC Scheme: দিনে মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার স্কিম আনল LIC ! জানুন বিস্তারিত

৪/৭: এবারে আসি সচিব স্তরের ক্ষেত্রে। এই স্তরে ৫৬ হাজার টাকা বেসিক পে-এর ভিত্তিতে তাঁরা ২১,২৮০ টাকা ডিএ পান। যদি ৪% ডিএ বৃদ্ধি পায়, তাহলে সেই ভাতা বেড়ে ২৩,৫২০ টাকা হবে।

৫/৭: দেখতে গেলে, যে সমস্ত কর্মীরা ন্যূনতম মূল বেতন পান তাঁরা প্রত্যেক মাসে ৭২০ টাকা এবং বার্ষিক ৮,৫০০ টাকার বেশি ডিএ পাবেন। অপরদিকে, যে সমস্ত কর্মচারীরা সর্বোচ্চ বেসিক বেতন পান তারা প্রত্যেক মাসে ২২৪০ টাকা যদি হয় তাহলে বছরে প্রায় ২৬,৮৮০ টাকা হবে।

DA is finally increasing! What level of workers will get more money?

৬/৭: বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, ২০২২ সালের ডিসেম্বর মাসের জন্য সিপিআই-আইডব্লিউ ছিল ১৩২.৩। সেই অনুযায়ী আশা করা হচ্ছে যে, মহার্ঘ ভাতা ৪% বাড়তে পারে২০২৪ সালের লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকার উপহার ঘোষণা করতে পারে, এই ডিএ এবং ডিআর বৃদ্ধির প্রত্যাশা করার এটি অন্যতম কারণ।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 প্রতিমাসে ১ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার এদের! জানুন কীভাবে পাবেন

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে আবারও বড়ো ঘোষণা! টাকা পাওয়া সহজ হলো! জেনে নিন এখনই

👉 ৯৫২ OMR শিট বিকৃতি মামলায় CBI-কে ভর্ৎসনার পাশাপাশি SSC-কে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের!

👉 ১০ দিনেই অ্যাকাউন্টে চলে আসবে PF-এর টাকা! এইভাবে করুন আবেদন

👉 একবার রিচার্জ করলেই গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ! জেনে নিন এখনই

Leave a Comment