DA News Today: ডিএ নিয়ে এলো এই বড় আপডেট! হতে পারে বড়ো ঘোষণা!

(১/১০) প্রতি বছর দুইবার করে ডিএ (DA) বৃদ্ধি করা হয়। একবার জানুয়ারি মাসে এবং দ্বিতীয় বার জুলাই মাসে। চলতি বছর জানুয়ারি মাসে একবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করা হয়ে গেছে। সেই নিয়ম অনুযায়ী এইবার সামনে যেহেতু জুলাই মাস আগত তাই এইবারও ডিএ বাড়ানো হবে বলে সবাই মনে করছে।

 (২/১০) তবে ৪ শতাংশ ভাবে যে ডিএ (DA) বৃদ্ধি করানো হয় সেটি এবার শতাংশ হবে না ৩ শতাংশ হারে বাড়বে তা নিয়ে অনিশ্চিত রয়েছে সবাই। এই নিয়ে সম্প্রতি একটি বড় আপডেট সামনে এলো। এই নিয়ে আগামী ৩১ মে একটি বড় ঘোষণা হতে চলেছে।

(৩/১০) এই বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য গত এপ্রিল মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য শতাংশ হারে ডিআর বাড়ানো হয়েছিল। এটি কার্যকর হয়েছিল জানুয়ারি মাসে। বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে মনে করা হচ্ছে আগামী দিনে এই ভাতা আরও বাড়তে পারে।

🔥 আরও পড়ুন:

Summer Vacation: এই সময় থেকে শেষ হচ্ছে গরমের ছুটি! স্কুল খুলবে এই তারিখ থেকে

🔥 আরও পড়ুন:

Aadhaar Card আছে? তাহলে এখনই এটি করুন! নইলে অতিরিক্ত চার্জ দিতে হবে!

🔥 আরও পড়ুন:

২০০০ টাকা করে প্রতি মাসে এবার প্রত্যেকে পাবেন!

(৪/১০) ডি এ কতটা বাড়বে সেটি নির্ভর করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই মাসে আবারও ডি এ বৃদ্ধি পাওয়ার কথা। এই প্রসঙ্গে শ্রম মন্ত্রক একটি রিপোর্ট পেশ করেছে।

(৫/১০) সেই রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কমেছিল মাত্র ০.১ পয়েন্ট। তার আগে জানুয়ারিতে ছিল ১৩২.৮ পয়েন্ট। এবং  ফেব্রুয়ারিতে হয়েছে ১৩২.৭। এই নিয়ম কার্যকর থাকলে সরকারি কর্মীদের ডিএ বাড়ত মাত্র শতাংশ। 

(৬/১০) গত মার্চ মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সংক্রান্ত তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সেই তথ্য অনুযায়ী, সূচক বেড়েছে ০.৬ পয়েন্ট। এতে এআইসিপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৩৩.৩ পয়েন্টে। এই ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে জুলাই মাসে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে থেকেশতাংশ।

(৭/১০) আর যদি  মার্চ মাসের মতোই এপ্রিল এবং জুন মাসের সূচকও ঊর্ধ্বমুখী হয়, তবে সেক্ষেত্রে ডিএ বাড়তে পারে শতাংশ। প্রসঙ্গ সূত্রে খবর আগামী ৩১ মে এপ্রিল মাসের এআইসিপিআই সূচক প্রকাশিত হবে। সেইদিন অপস্ত জানা যাবে জুলাই মাস থেকে ডি এ কতটা বাড়তে পারে।

(৮/১০) বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডি এ পান ৪২ শতাংশ হারে। তবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যদি ফেব্রুয়ারি মাসের মতোই স্থিতিশীল থাকে তবে আগামী জুলাই মাসে এই ডি এর পরিমাণ ৪৫ শতাংশ হতে পারে। আর যদি পূর্বের মাসগুলোর মতই এটি বাড়তে থাকে তবে সেই হিসেব আলাদা হবে। এখন সব কিছু বোঝা যাবে ৩১ মে তারিখে।

DA News Today Maybe a big announcement with in 31 may

(৯/১০) আগামী জুলাই মাসে যে ডি এ বৃদ্ধি করা হবে তার ঘোষণা আগেই করে দেওয়া হবে।সরকার সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে সরকার বছরের দ্বিতীয়ার্ধের ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়ে থাকে। তবে এবার সেটি অগস্টের মধ্যেই অনুমোদন দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।    

(৯/৯) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment