Darjeeling Sub Divisional Recruitment 2022: দার্জিলিং-এ সরকারি চাকরির সুযোগ! (Apply Now!)

Darjeeling Sub Divisional Recruitment 2022 | Darjeeling Recruitment 2022 | দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২, দার্জিলিং নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি অফিস অফ দ্যা সাব ডিভিশনাল অফিসারের (Darjeeling Sub Divisional Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি। 

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Darjeeling Sub Divisional Recruitment 2022 |  দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)Office of The Sub-Divisional Officer
🔥 Post Details (পোস্টের নাম)ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর (আশা)
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)১০টি
🔥 Salary (বেতন)১৫,০০০ টাকা
🔥 Job Location (চাকরির স্থান)দার্জিলিং 
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)darjeeling.gov.in

দার্জিলিং সাব ডিভিশনাল অফিসে (Darjeeling Sub Divisional Recruitment 2022) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি। 

Darjeeling Recruitment 2022: Vacancy Details |  দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া  

দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো – Block Programme Coordinator, Asha ( BPC,Asha)

আরও পড়ুন: 👇👇👇

🔥 Ramakishan Mission Vidyapith Recruitment 2022

🔥 ATM ব্যবহারের নিয়মে বড়সড় বদল আনল RBI! দেখে নিন এই নতুন নিয়ম!

🔥 PMAYG Scheme 2022

🔥 Aadhaar Card Rules

Darjeeling Sub Divisional Recruitment 2022: Age Limit |  দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: বয়স সীমা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

Darjeeling Sub Divisional Recruitment 2022: Selection Process |  দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া  

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে। এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Darjeeling Sub Divisional Recruitment 2022: Salary  |  দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: বেতন  

এই চাকরির জন্য কর্মীদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।

How to apply Darjeeling Sub Divisional Recruitment 2022: | দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

সদরের আবেদনকারী প্রার্থীরা যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

The Member Secretary, BPC, ASHA Selection Committee, Office of The Sub Divisional Officer, Sadar Darjeeling, Kutchery Compound, Lebong Cart Road, P.O. Darjeeling, P.S. Sadar, Dist. Darjeeling, West Bengal, Pin Code: 734101.

কার্শিয়াং-এর আবেদনকারী প্রার্থীরা যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

The Member Secretary, ASHA Selection Committee, Office of the Sub-Divisional Officer, Kurseong P.O.: Kurseong, Dist: Darjeeling, West Bengal. PIN 734203.

মিরিকের আবেদনকারী প্রার্থীরা যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

The Member Secretary, ASHA Selection Committee. Office of the Sub-Divisional, Mirk P.O. Mirik, Dist. Darjeeling, West Bengal. PIN 734214.

Darjeeling Sub Divisional Recruitment 2022: Required Documents |  দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র  

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

Darjeeling Sub Divisional Recruitment 2022: Application Fees  |  দার্জিলিং  সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: আবেদন মুল্য 

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

Darjeeling Sub Divisional Recruitment 2022: Education Qualification | দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা 

এই চাকরিতে আবেদনের জন্য  আবেদনকারী প্রার্থীকে সোসিওলজি/ সোশ্যাল সায়েন্স/ সোশ্যাল ওয়ার্কার/সোশ্যাল অ্যান্থ্রোপোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকেতে হবে।

Darjeeling Sub Divisional Recruitment 2022

Darjeeling Sub Divisional Recruitment 2022: Important Date | দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ণ তারিখসমুহ 

  • আবেদন শুরু তারিখ: ১৫.১০.২০২২ অর্থাৎ ১৫ অক্টোবর ২০২২ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ১৭.১১.২০২২ অর্থাৎ ১৭ নভেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Darjeeling Sub Divisional Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Darjeeling Sub Divisional Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥 Ramakishan Mission Vidyapith Recruitment 2022

🔥 ATM ব্যবহারের নিয়মে বড়সড় বদল আনল RBI! দেখে নিন এই নতুন নিয়ম!

🔥 PMAYG Scheme 2022

🔥 Aadhaar Card Rules

FAQ:  Darjeeling Sub Divisional Recruitment 2022 (দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২)

Q: Darjeeling Sub Divisional Recruitment 2022 (দার্জিলিং  সাব ডিভিশনাল নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৭ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Darjeeling Sub Divisional Recruitment 2022 (দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সোসিওলজি/ সোশ্যাল সায়েন্স/ সোশ্যাল ওয়ার্কার/সোশ্যাল অ্যান্থ্রোপোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Darjeeling Sub Divisional Recruitment 2022 ( দার্জিলিং সাব ডিভিশনাল নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৪০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment