১/১১: কোনটা সেরা তা বেছে নেওয়াটাই অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আজ আমরা আপনাদের কিছু সেরা সেভিংস প্ল্যান (Savings Plan) সম্পর্কে জানাবো, তাই শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
২/১১: একটা সময় বাবা মায়েরা তাদের সন্তানদের হাতে তুলে দিতেন লক্ষ্মীর ভাঁড়। আর সেখান থেকেই সন্তানদের সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠতো। অর্থনীতির উন্নতির পাশাপাশি এই সঞ্চয় শব্দটিরও বিবর্তন ঘটেছে।
৩/১১: বর্তমানে লক্ষ্মীর ভাঁড়ে নয়, ব্যাংক অথবা অফিসিয়াল স্কিমে টাকা জমানোই হলো সঞ্চয়। বাজারে পোস্ট অফিস, সরকার, ব্যাংক অথবা কর্পোরেটরা নানা ধরনের সঞ্চয় পরিকল্পনা নিয়ে এসেছে। তবে এর মধ্যে কোনটা সেরা তা বেছে নেওয়াটাই অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আজ আমরা আপনাদের কিছু সেরা সেভিংস প্ল্যান সম্পর্কে জানাবো।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 DA Update: DA নিয়ে সরকারি কর্মীদের জন্য এলো বিশাল খবর! ডিএ বৃদ্ধির হার বদলেছে
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৮ হাজার টাকা পাবেন প্রতিমাসে! কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই ধনলাভ!
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/১১: সেভিংস প্ল্যান সরকারি সেভিংস, ব্যাংক সেভিংস এবং মার্কেট লিংকড সেভিংস-এই ৩ রকমের হয়। নাগরিকদের ক্ষুদ্র সঞ্চয়ে উৎসাহিত করাই হলো সরকারি সেভিংস স্কিমের মূল উদ্দেশ্য। আর তাই কন্যা সন্তান অথবা অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য সরকার বিশেষ স্কিম নিয়ে এসেছে।
৫/১১: ব্যাংকের সেভিংস স্কিমগুলি সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য। এটি সুদ এবং রিটার্নও নির্দিষ্ট। বিভিন্ন কোম্পানি মার্কেট লিংকড সেভিংস স্কিম অফার করে। মার্কেট লিংকড সিকিউরিটিতে ইক্যুইটির মতো বিনিয়োগ করা হয়। তবে এখানে রিটার্ন সুনিশ্চিত নয়। কিন্তু সুদের হার এখানে অনেক বেশি। স্পষ্টভাবে বলতে গেলে, এখানে বিনিয়োগ করাটা বেশ ঝুঁকির।
বিষয় তালিকা
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit):
৬/১১: ভারতীয় নাগরিকদের কাছে প্রায় কয়েক দশক ধরে সঞ্চয় করার সেরা বিকল্প হল এই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। ইনভেস্টকারীরা এখানে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। এখানে ৫ বছরের লক ইন পিরিয়ড থাকে। সুদের হার এখানে পূর্ব নির্ধারিত। সেই অনুযায়ী মেয়াদপূর্তিতে রিটার্ন পাওয়া যায় এখানে। বাজারের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই ধরা হয় ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ।
রেকারিং ডিপোজিট (Recurring Deposit):
৭/১১: রেকারিং ডিপোজিট করা যায় ব্যাংক (Bank) অথবা পোস্ট অফিসে (Post Office)। বিনিয়োগকারীরা এখানে প্রত্যেক মাসে অর্থাৎ কিস্তিতে টাকা দেয়। মেয়াদ শেষ হলে এখানে সুদসহ রিটার্ন পাওয়া যায়। রেকারিং ডিপোজিট ব্যাংকে করা যায় মাত্র ৫০০ টাকায়। অপরদিকে, পোস্ট অফিসে করা যায় ১০ টাকায়। ব্যাংক থেকে ব্যাংকে পরিবর্তিত হয় সুদের হার। এই সেভিংস প্ল্যানের মেয়াদ হলো ৫ থেকে ১০ বছর।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund / PPF):
৮/১১: আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাহলে এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো উপযুক্ত। এখানে যদি আপনি বার্ষিক বিনিয়োগ করেন তাহলে আপনি বার্ষিক দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। এমনকি এখানে রিটার্নও সম্পূর্ণ করমুক্ত। পিপিএফে (PPF) সর্বাধিক বিনিয়োগ করা যায় ৫০০ টাকা এবং সর্বনিম্ন বিনিয়োগ করা যায় দেড় লক্ষ টাকা।
লিকুইড মিউচুয়াল ফান্ড (Liquid Mutual Fund)
৯/১১: এই লিকুইড মিউচুয়াল ফান্ড হলো ডেট মিউচুয়াল ফান্ড। স্বল্পমেয়াদী বাজারের উপকরণগুলিতে এটি বিনিয়োগ করে। এই স্বল্পমেয়াদী বাজারের উপকরণগুলির মধ্যে সরকারি সিকিউরিটিজ, ট্রেজারি বিল, কল মানি রয়েছে। ৪.৫% থেকে ৭.৫% হারে এই ফান্ডে রিটার্ন পাওয়া যায়।
ইক্যুইটি লিংকড সেভিংস স্কিম (Equity Linked Savings Scheme):
১০/১১: ইএলএসএস তহবিলে বিনিয়োগ করতে পারেন ভারতীয় নাগরিকরা অর্থাৎ আবাসিক এবং অনাবাসী ভারতীয়রা। এগুলি হলো ইক্যুইটি মিউচুয়াল ফান্ড। এগুলি বাজার মূলধন এবং সেক্টর জুড়ে বিনিয়োগ করে থাকে। এখানে ৩ বছরের লক ইন পিরিয়ড থাকে। এখানে রিটার্ন পাওয়া যায় ১২ থেকে ১৫% হারে।
১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সবজি বিক্রি করে চালাতেন সংসার, লটারি কেটে রাতারাতি কোটিপতি ভাঙড়ের যুবক!
👉 How to Apply for Pan Card in Bengali
👉 PAN Card আছে আপনার? প্যান কার্ড নিয়ে এই বড় ঘোষণা সরকারের! জেনে নিন এখনই
👉 Awas Yojana Status Check: আবাস যোজনার টাকা কবে পাবেন? ঘরে বসেই এই ভাবে চেক করে নিন!
👉 Lottery জেতার এই গোপন সূত্র জেনে নিন আর কোটি টাকা ঘরে আনুন! | Lottery Tricks Bengali