(১/১৩) বর্তমানে আধার কার্ড (Aadhar Card) হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। যার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির লিংক করা অত্যন্ত জরুরি। এমনই আদেশ সরকারী মহলের।
(২/১৩) বর্তমানে প্যান কার্ডের (PAN Card) সঙ্গে এর লিঙ্ক করানো প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে আয়কর বিভাগ (Income Tax Department)। এটি সমস্ত প্যান কার্ড (PAN Card) হোল্ডারদের জন্য বাধ্যতামূলক। এর শেষ সময়সীমা হলো ৩১ মার্চ।
(৩/১৩) এই কাজের জন্য একাধিকবার অতিরিক্ত সময়সীমা দেওয়া হলেও এর জন্য আর কোনো সময় বাড়ানো হবেনা বলে স্পষ্ট জানিয়েছে আয়কর বিভাগ। আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আঁধার লিংক না করান তাহলে আপনার প্যান কার্ডটি অকেজো হয়ে যাবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 টানা ১ মাস সমস্ত স্কুল, কলেজ ছুটির ঘোষণা করলো শিক্ষা দপ্তর! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Primary TET Interview: টেট-এর নবম ইন্টারভিউ নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পর্ষদ!
(৪/১৩) পরে এটা পুনরায় করতে চাইলে ১০ হাজার টাকা জরিমানা করে প্যান লিংক করতে হবে। আপনার প্যানকার্ড অকেজো হয়ে গেলে আপনি আয়কর রিটার্নও (Income Tax Return) ফাইল করতে পারবেন না।
(৫/১৩) এই সম্পর্কিত মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের ক্ষেত্রেও নির্দেশ জারি করা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে তাদের মনোনয়নের কাজ সম্পূর্ণ করতে হবে।
(৬/১৩) কিন্তু যদি কোনো কারণে এই কাজ করতে তারা বার্থ হয় তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও ফ্রিজ করা হবে। পরে এটি পুনরায় ভাবে চালু করতে চাইলে আবারও সমস্ত নথিপত্র জমা করতে হবে। তবে এই কাজটি শেষ সময়সীমার আগে সম্পন্ন করতে হবে, অন্নথা এটি আর কার্যকরী হবে না।
(৭/১৩) এছাড়াও এর মাধ্যমে ২০২২-২৩ সালের আর্থিক কর ছাড় পেতে ট্যাক্স সেভিং স্কিমে বিনিয়োগ করার সুযোগ পাওয়া যাবে। তবে এক্ষেত্রেও শেষ সময়সীমা ৩১ মার্চের আগে পর্যন্ত। এর মাধ্যমে আপনি ছাড়ের সুযোগও পেতে পারেন।
(৮/১৩) এর অধীনে এমন যোজনাও রয়েছে যার মাধ্যমে আপনি ১.৫লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আয়করের ধারা ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড় পেতে চাইলে কিছু যোজনা আপনার জন্য রয়েছে।
(৯/১৩) এমন ট্যাক্স সেভিং ও দীর্ঘমেয়াদি যোজনা গুলি যেমন পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, অমৃত কলস যোজনার ইত্যাদির মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। তবে এর ফায়দা পেতে হলে আপনাকে ৩১ মার্চের মধ্যে বিনিয়োগ করতে হবে।
(১০/১৩) এই যোজনার সুযোগ সুবিধা পেতে হলে দ্রুত বিনিয়োগ করুন পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও সুকন্যা সমৃদ্ধি যোজনায়। তবে অবশ্যই সেটি ৩১মার্চের আগে।
(১১/১৩) এই কাজের ক্ষেত্রে আপনি যদি উদাসীন থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এবং পুনরায় এটি চালু করতে হলে জরিমানা সমেত চালু করতে হবে। এক্ষেত্রে নিজেদের সুবিধার্থে অ্যাকাউন্টে নূন্যতম কিছু টাকা জমা করুন।
(১২/১৩) এক্ষেত্রে পেনশনের সুবিধাও রয়েছে। এতে বিনিয়োগ করলে বয়স ষাটোর্ধ্ব হওয়ার পর আপনি এই পেনশন এর সুবিধাটি পাবেন। এক্ষেত্রে আপনাকে প্রধানমন্ত্রী বয়োঃ বন্দনা যোজনায় বিনিয়োগ করতে হবে। সরকার এই প্রকল্পের শেষ সময়সীমা ধার্য করেছে চলতি বছরের ৩১ মার্চ।
(১৩/১৩) এখনও পর্যন্ত এর সময়সীমা বাড়ানো নিয়ে কোনোরূপ ঘোষণা করা হয়নি। এই বিষয়ে আপনি বিনিয়োগ করতে ইচ্ছুক হলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে বিনিয়োগ করলে আপনি রিটার্ন পাবেন ৭.৪ শতাংশ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত
👉 ৮০ টাকারও কমে আনলিমিটেড কল ও ডেটা, চলবে ১১ মাস! Jio, Airtel ফেল এই প্ল্যানের সামনে
👉 দিন রাত নেট চালান ও আনলিমিটেড কল করুন, Jio-র সেরা এই ডেটা প্ল্যানগুলি এখনই জেনে নিন
👉 DA Hike News: আজই বাড়ছে ডিএ! কত টাকা বেশি বেতন পাবেন? জেনে নিন