Aadhaar Card: আধার কার্ডের এই কাজ এক্ষুনি করুন! না হলে সমস্যায় পড়তে পারেন

১/৭: বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) ভারতীয় নাগরিকদের কাছে পরিচয়য়ের একটি গুরুত্বপূর্ণ নথি। এতে রয়েছে বায়োমেট্রিক তথ্য

২/৭: আধার কার্ড (Aadhaar Card) এমন একটি নথি যা বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভারতীয় নাগরিকদের বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে। বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনার আধারে সংরক্ষিত তথ্যগুলি অবশ্যই সঠিক এবং আপডেটেড হতে হবে।

৩/৭: অনেকেই বর্তমানে আধার কার্ডের বেশ কিছু তথ্য পরিবর্তন করতে চান। তাহলে আপনাদের বলি যে, এর জন্য আপনাদেরকে আর আপনাদের সময় ব্যয় করে অফিসে যেতে হবে না। আধার কার্ডের তথ্য আপনার বাড়িতে বসেই আপনি আপডেট করতে পারবেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এবার আধারের সব সমস্যার সমাধান হবে নিমেষে! UIDAI লঞ্চ করল এই দুর্দান্ত পরিষেবা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar card: আধার তথ্যের নিরাপত্তা বাড়াতে আরও কড়াকড়ি UIDAI

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বাতিল হয়ে যাবে PAN Card! ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

৪/৭: আপনার আধার কার্ডে (Aadhaar Card) আপনার নাম অথবা অন্যান্য বিবরণ পরিবর্তন করতে হলে আপনি কোনো ঝুট ঝামেলা ছাড়াই করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে, আধার কার্ডে নামের বানান ভুলভাবে প্রবেশ করানো হয়েছে। এটি আপনি পরে পরিবর্তন করতে পারবেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI এই পরিবর্তনে সম্মতি দেয়।

৫/৭: আপনি অনলাইন মাধ্যমে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ইমেল ঠিকানা, মোবাইল নম্বর, লিঙ্গ, সম্পর্কের স্থিতি ইত্যাদি তথ্য পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আপনি এই কাজ করবেন তা জেনে নেওয়া যাক।

অনলাইনে আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া-

৬/৭:  (১) প্রথমে আপনাকে UIDAI-এর সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল (SSUP) https://ssup.uidai.gov.in/ssup/-এ যেতে হবে।

(২) তারপর আপনাকে ‘লগইন’ অপশনে ক্লিক করতে হবে এবং আপনার ১২ ডিজিটে আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে।

(৩) তারপর আপনাকে ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করে আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে পাঠানো ওটিপি লিখতে হবে।

(৪) লগইন করার পর আপনাকে পরিষেবা ট্যাবের অধীনে ‘আপডেট আধার অনলাইন’ অপশনটি নির্বাচন করতে হবে।

(৫) তারপর আপনাকে ‘Proceed to Update Aadhaar’ অপশনে ক্লিক করে আপনি যে বিবরণ পরিবর্তন করতে চান তা নির্বাচন করতে হবে।

Do this Aadhaar card work instantly! Otherwise you may get into trouble

(৬) এরপর আপনার আধার কার্ডে বিদ্যমান নামটি স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনি প্রয়োজনীয় নথি আপলোড করে আপনার নামে পরিবর্তন করতে পারেন।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio Recharge Plans: Jio-র ৭৫ টাকার এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ২.৫ GB ডেটা! জেনে নিন এই প্ল্যান সম্পর্কে

👉 WB Volunteers Recruitment 2023

👉 বিরাট সুখবর সরকারি কর্মচারীদের জন্য! লাফিয়ে বাড়বে বেতন! মিলবে পুরোনো পেনশনও

👉 Make Money Online: ১ লাখ টাকা করে প্রতি মাসে আয় করুন শুধু গেম খেলে! এই ৩ টি কাজ করলেই টাকা পাওয়া যাবে

👉 WB HS Exam 2023: উচ্চ মাধ্যমিক নিয়ে এই ২০ দফা নির্দেশিকা জারি করলো পর্ষদ! কি কি নির্দেশিকা? জেনে নিন

Leave a Comment