প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন

(১/১১) আপনি যদি জীবন বীমা পলিসির থেকে সুবিধা নিতে চান তবে আপনার জন্য এই আকর্ষণীয় সুযোগটি। জীবন বীমা পলিসির  গ্রাহকদের আর্থিক সুবিধা প্রদান করার জন্য Life Insurance Corporation (LIC) দিচ্ছে।

(২/১১) এক্ষেত্রে শুধুমাত্র একবার বিনিয়োগ করতে হয়। এবং এর থেকে আপনি পেয়ে যাবেন পেনশনের মত আর্থিক সুবিধা। প্রতিমাসে ৫২০৯ টাকা পেনশন পাওয়া যাবে। প্রসঙ্গ সূত্রে খবর জীবন বীমা পলিসির গ্রাহকদের আর্থিক সুবিধা প্রদান করতে Life Insurance Corporation (LIC)। এমনই একটি সুযোগ দানের কথা ঘোষণা করেছে।

(৩/১১) LIC-র প্রদত্ত  বিশেষ এক যোজনার নাম হল জীবন অক্ষয় যোজনা। এই বিমায় একবার মাত্র অর্থ বিনিয়োগ করতে হয় বিনিময়ে সারা জীবনের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। এক্ষেত্রে কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন LIC কর্মকর্তারা।

🔥 আরও পড়ুন: 👇👇👇

২০,০০০ টাকা বেতনে অষ্টম পাশেই ডাক বিভাগে চাকরির সুযোগ! জানুন বিস্তারিত | Post Office Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio-র সবচেয়ে সস্তা প্ল্যান! মাত্র ৯১ টাকায় সারামাস আনলিমিটেড কল, সাথে ডেটা, এসএমএস বেনিফিটও

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বাড়ানো হলো PAN Aadhar লিংকের মেয়াদ! কত দিন সময় পাবেন? জেনে নিন

Life Insurance Corporation-এ বিনিয়োগের নিয়ম

(৪/১১) আপনি যদি জীবন অক্ষয় যোজনায় বিনিয়োগ করতে ইচ্ছুক হন তবে এক্ষেত্রে বিনিয়োগের নিয়মকানুন জেনে নিন। এই যোজনায় ৫০০০ টাকার পেনশন পেতে আপনাকে LIC-র একটি বিশেষ বিকল্প বেছে নিতে হবে।

(৫/১১) এই বিকল্পটির নাম হল Annuity payable for life at a uniform rate। LIC প্রদত্ত এই জীবন অক্ষয় যোজনায় একবার মাত্র অর্থ বিনিয়োগ করতে হয়। এবং এর পরে প্রতি মাসে মোটা টাকার পেনশন পাওয়া যায়।  এক্ষেত্রে বয়সের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।এই স্কিমের জন্য বিনিয়োগকারীর বয়স ৩০ থেকে ৮৫ বছরের মধ্যে হতে হবে।

কত টাকা বিনিয়োগ করতে হবে ?

(৬/১১) জীবন অক্ষয় যোজনায় কমপক্ষে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগের কোনো সীমা রেখা নেই। আপনার সাধ্য মত আপনি যত বেশি রাখতে পারেন।

পেনশন স্কিম কীরকম?

(৭/১১) LIC-র এই স্কীমে অর্থ বিনিয়োগ করলে মোট ৪ রকম ভাবে আপনি  পেনশন পাবেন। যদি আপনি বছরে নিতে চান তাহলে ৬৪৮৪৫  টাকা,  বছরে দু’বার নিলে ৩১৭৯৩  টাকা, প্রতি তিন মাস অন্তর নিলে পাবে ১৫৭২৭ টাকা এবং প্রতি মাসে নিলে ৫২০৯ টাকা পেনশন মিলবে।

জীবন অক্ষয় যোজনায় বিনিয়োগের হিসেবনিকেশ

(৮/১১) এই যোজনায় যদি কোনো কোনো বিনিয়োগকারীর বয়স ৫৫ বছর হয়। এবং যদি তিনি এই পলিসিতে ৯,০০,০০০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাহলে তাকে একবারের জন্যই ট্যাক্স সহ মোট ৯,১৬,২০০ টাকা প্রিমিয়াম পরিশোধ করতে হবে৷ ৯,১৬,২০০ টাকা পরিশোধের পরেই পাওয়া যাবে পেনশন।

Do this soon to get extra Rs 5,000 per month

(৯/১১) প্রসঙ্গত, এই যোজনার কিছু নিয়মকানুনও রয়েছে। আয়করের ধারা ৪০c এর অধীনে কর দিতে হবে। আবার এই পেনশন পলিসির ক্ষেত্রে কোনরকম ছাড় দেওয়া হবে না। সঙ্গে ট্যাক্স সমেত সুদের নিয়ম মেনে চলতে হবে। এর একটি বিশেষ সুবিধা হলো কর নিয়ে অসুবিধা থাকলেও এক্ষেত্রে ঋণেরও সুবিধা রয়েছে।

(১০/১১) এই জীবন বীমায় আপনি চাইলে তিন মাস বিনিয়োগের পর প্রয়োজনে ঋণ নিতে পারবেন। পেনশনের স্থায়িত্বকাল হলো বিনিয়োগকারীর জীবদ্দশা পর্যন্ত।অর্থাৎ বিনিয়োগকারী যতদিন জীবিত থাকবেন তার জন্য পেনশনের সুবিধা ততদিন থাকবে।

১১/১১নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।

👉 Primary Teacher: প্রাইমারি শিক্ষক নিয়োগের এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! দেখে নিন এখনই

👉 একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে UPSC, কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন

👉 এবার ২০০ টাকা ভর্তুকি মিলবে LPG গ্যাসে! কেন্দ্রের ঘোষণায় গোটা দেশে খুশির হাওয়া

👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি

Leave a Comment