১/৮: নতুন বছরে গ্রাহকদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। সূত্র মারফত খবর পাওয়া গেছে যে, দেশের সমস্ত ব্যাংকগুলিতে কিছু নিয়মের বদল হতে চলেছে। তাহলে চলুন নতুন এই নিয়মগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
২/৮: বর্তমানে প্রায় সকলের কাছে ৫০০ এবং ২০০০ টাকার নোট রয়েছে। সম্প্রতি সরকার ৫০০ এবং ২০০০ টাকার নোট নিয়ে নতুন নোটিফিকেশন প্রকাশ করেছেন। এই নতুন নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।
৩/৮: RBI-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, গত ১ বছরে দ্বিগুণ ভাবে বেড়েছে জাল ৫০০ টাকার নোটের প্রচলন। এই কারচুপিতে বাদ পড়েনি ২০০০ টাকার নোটগুলিও। এই জাল নোটের প্রচলন আরও বৃদ্ধি পেয়েছে ২০২১-২০২২ অর্থবছরে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এই সরকারি ব্যাঙ্কগুলি নিয়ে হলো বিরাট ঘোষণা! জানলে বিশাল খুশি হবেন গ্রাহকরা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এই দিনগুলিতে দেশজুড়ে চলবে ব্যাঙ্ক হরতাল! ATM থেকেও তুলতে পারবেন না টাকা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 SIP Investment: ৩ কোটি টাকার মালিক হতে পারবেন এটি করলে! জানুন কি ভাবে করতে হবে?
৪/৮: এর মধ্যে ৫০০ টাকার নোট নকল করার হার প্রায় ১০২%। এছাড়াও ৫৪% হারে বেড়েছে ২০০০ টাকার জাল নোটের সংখ্যা। এই কারচুপিতে ১০ টাকা এবং ২০ টাকার নোটগুলিও বাদ পড়েনি। ১০ টাকা এবং ২০ টাকার নকল নোট প্রায় ১৬.৪% এবং ১১.৭% হারে বেড়েছে।
৫/৮: কিন্তু ৫০ টাকা এবং ১০০ টাকার নোট জাল হওয়ার সংখ্যা কমেছে। বার্ষিক ভিত্তিতে ৫০ টাকার জাল নোটের সংখ্যা কমেছে ২৮.৭% এবং ১০০ টাকার নোটের সংখ্যা কমেছে ১৬.৭%। ৫০০ এবং ২০০০ টাকার নোটের মূল্য ৮৭.১%। ৩১.০৩.২০২২ তারিখ পাওয়া খবর অনুযায়ী, এই ২টি নোটের শেয়ার ৮৫.৭% ছিল।
আসল নোট চিনবেন কিভাবে?
৬/৮: RBI জানিয়েছে যে, আসল ৫০০ টাকার নোটের পাশে দেবনাগরী হরফে লেখা থাকে ৫০০ নম্বরটি। তার সাথে নোটের মাঝখানে থাকে মহত্মা গান্ধীর ছবি। এর মধ্যে মাইক্রো অক্ষরে লেখা থাকে ভারত এবং ইন্ডিয়া শব্দটি।
৭/৭: RBI আরও জানিয়েছে যে, যদি কোনো ৫০০ টাকার নোটে সবুজ স্ট্রিপ আরবিআই গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে যায় অথবা গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে তাহলে সেইরকম কোনো নোট যাতে সাধারন মানুষ না নেয়।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Reliance Foundation Scholarship 2023
👉 গান করেও শেয়ার করা যাবে WhatsApp স্টেটাসে! আসছে মজার এই ফিচার
👉 Jio Postpaid: কম খরচে আনলিমিটেড কলের সুবিধা পাবেন জিও-র এই প্ল্যানগুলিতে, রয়েছে আরো অফার
👉 WB School Teacher Recruitment 2023: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্কুলে শিক্ষক পদে নিয়োগ চলছে (Apply Now!)