আপনার স্ত্রীর নামে প্যান কার্ড আছে? তবে ১০,০০০ টাকা আপনিও পেয়ে যাবেন! কারা পাবেন এই সুবিধা? জেনে নিন

১/৮: বর্তমানে প্যান কার্ড (PAN Card) হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই কার্ডের মাধ্যমে অনেক কাজ বিশেষত ব্যাংকের কাজ খুব সহজেই করা যায়।

২/৮: বর্তমান সময়ে প্যান কার্ড (PAN Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে ব্যবহৃত হয়। যেকোনো অর্থ সংক্রান্ত কাজ আপনি এই নথি ব্যবহার করে করতে পারবেন। প্যান কার্ড ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে অর্থ সংক্রান্ত কোনো কাজ করা যায় না। এটি আয়কর বিভাগের তরফে জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি।

৩/৮: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হয়েছে যে, যে সমস্ত মহিলারা প্যান কার্ড ব্যবহার করেন, কেন্দ্রীয় সরকার নাকি তাদেরকে আর্থিক সাহায্য করতে চলেছেতাহলে এই সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar link: মোবাইল নম্বর বদলেছেন? মাত্র ৫০ টাকা দিয়ে এভাবে আধারের সাথে লিঙ্ক করুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PAN Aadhaar Link: আপনার বাবা-মারও কী প্যান আধার লিঙ্ক করা জরুরি? এক ক্লিকে জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar card: আধার কার্ড আপডেট নিয়ে এলো বড় ঘোষণা! না জানলে সমস্যায় পড়তে পারেন

৪/৮: বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের খবর ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় সম্পতি একটি খবর ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই খবরে দাবী করা হয়েছে যে, মহিলা প্যান কার্ডহোল্ডারদের প্রত্যেক মাসেই নগদ ১০ হাজার টাকা প্রদান করছে কেন্দ্রীয় সরকার। তবে এই পোস্টটি সম্পূর্ণরূপে ভুয়ো। এই খবরের কোনো সারবত্তা নেই

৫/৮: ভারত সরকারের তথ্য যাচাইকারী সংস্থা PIB ইতিমধ্যেই এই পোস্টের সত্যতা যাচাই করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের ট্যুইট বার্তায় লিখেছে যে, Yojna 4U নামক একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে দাবি করা হয়েছে যে, মহিলা প্যান কার্ডহোল্ডারদের কেন্দ্রীয় সরকারের তরফে ১০ হাজার টাকা প্রদান করা হচ্ছে।

৬/৮: সত্যতা যাচাই করার পর দেখা গেছে যে, এই খবরটি সম্পূর্ণরূপে ভুয়ো। এই মুহূর্তে এই ধরনের কোনো প্রকল্প চালাচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই ধরনের কোনো ভাইরাল মেসেজ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে তার থেকে দূরে থাকার চেষ্টা করুন।

Do you have PAN card in your wife's name so you will also get 10,000 rupees

৭/৮: এই ধরনের কোনো প্রকল্প কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে চালাচ্ছে না। এই মুহূর্তে এই ধরনের কোনো প্রকল্পের নাম সরকারি ওয়েবসাইটেও উল্লেখ করা নেই। তাই এই ধরনের কোনো খবর পেলে আপনি চিন্তা করবেন না। পাশাপাশি এই ধরনের ভুয়ো খবর অন্য করার সাথে শেয়ারও করবেন না। এছাড়াও যেকোনো খবরের সত্যতা যাচাই করতে আপনি প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বিরাট সুখবর! রেশন কার্ড থাকলেই পাবেন ১০০০ টাকা করে! জানুন বিস্তারিত

👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন

👉 New Scholarship: ছেলেদের জন্য ৩০,০০০ টাকা ও মেয়েদের জন্য ৩৬,০০০ টাকা এই স্কলারশিপের মাধ্যমে! (Apply Now!)

👉 WB Asha Karmi Recruitment 2023 West Bengal

👉 ৫ লাখ টাকা মাথাপিছু অ্যাডভান্স প্রাইমারি-আপার প্রাইমারির জন্য! ৫০ হাজার টাকা শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য!

Leave a Comment