আমাদের যখন হঠাৎ করেই টাকার প্রয়োজন হয়, তখন সবার প্রথমে আমাদের মাথায় আসে লোন (Loan) নেওয়ার কথা। কিন্তু লোন পাওয়ার জন্যও অনেকটা সময় লাগে। লোন নেওয়ার দীর্ঘ প্রক্রিয়া, বিভিন্ন ডকুমেন্টসের জটিলতা ঋণগ্রহীতাদের এরকম নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি যদি লোন নেওয়ার আবেদন গ্রহণ করা হয়েছে কি না সেটা জানার জন্যও ঋণগ্রহীতাদের অনেক সময় লাগে। তাই এবার এই সমস্যার সমাধান করার জন্য ময়দানে নেমেছে WhatsApp। বর্তমানে Meta মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহার করলে ব্যবহারকারীরা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে খুব সহজে ঋণ পেয়ে যাবেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
WhatsApp-এর মাধ্যমে ঋণ নেওয়ার জন্য কোনো নথিপত্রের প্রয়োজন নেই। এমনকি ফিল আপ করতে হবে না কোনো ফর্মও। লোন নেওয়ার জন্য কোনো বিশেষ আবেদনপত্র ডাউনলোড করতে হবে না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে, এটা কিভাবে সম্ভব?
ভারতীয় ব্যবহারকারীদেরকে ইনস্ট্যান্ট লোন দেওয়ার জন্য ফিনটেক কোম্পানি CasHe, হোয়াটসঅ্যাপ চ্যাটবট সলিউশন প্রোভাইডার জিও হ্যাপটিক (Jio Haptik)-এর সাথে পার্টনারশিপ করেছে। ফলে যেকোনো এমার্জেন্সী পরিস্থিতিতে কোনো নথিপত্রের জটিলতা ছাড়াই ইউজাররা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোন পাবেন। তাহলে চলুন CasHe-এর দৌলতে কিভাবে হোয়াটসঅ্যাপে ঋণ পাবেন তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Online Part Time Jobs: এই টেকনিকে ঘরে বসেই চাকরির থেকে বেশি আয় করুন! জানুন সেই গোপন টেকনিক!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এবার ঘরে বসেই এভাবে রেশন কার্ডের জন্য আবেদন করে ফেলুন! কিভাবে আবেদন করবেন? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
বিষয় তালিকা
কিভাবে WhatsApp-এ CASHe-এর মাধ্যমে লোন পাওয়া যাবে?
প্রথম ধাপ: প্রথমে আপনাকে আপনার মোবাইল CASHe-এর হোয়াটসঅ্যাপ নম্বর +৯১ ৮০৯৭৫ ৫৩১৯১ সেভ করতে হবে।
দ্বিতীয় ধাপ: এরপর আপনাকে WhatsApp ওপেন করতে হবে এবং উক্ত নম্বরটিতে CASHe-কে “Hi” লিখে পাঠাতে হবে।
তৃতীয় ধাপ: তারপর ব্যবহারকারীদের ইনস্ট্যান্ট লোন নেওয়ার জন্য “গেট ইন্টারেস্ট ক্রেডিট লাইন” অপশনে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপ: তারপর আপনার প্যান কার্ডে আপনার যে নামটি লেখা আছে সেটিকে এন্টার করতে হবে।
পঞ্চম ধাপ: এরপর এআই (AI) চালিত বট আপনার ইনপুট ভেরিফাই করবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ফর্মাল অ্যাপ্লিকেশন এবং কেওয়াইসি (KYC) চেক করবে।
ষষ্ঠ ধাপ: এরপর ভেরিফাই করা হলে আপনি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৫,০০০ টাকা পর্যন্ত ফ্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইন পেয়ে যাবেন।
এবার আপনি নিশ্চই ভাবছেন যে ৫,০০০ টাকার বেশি লোনের যদি প্রয়োজন হয় তাহলে কি করতে হবে?
সেইক্ষেত্রে আপনাকে সরাসরি CASHe-এর মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। ফলে ১,০০,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট লাইনসহ আপনি ৪,০০,০০০ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পাবেন। কিন্তু WhatsApp ইনস্ট্যান্ট ক্রেডিট লাইন ফেসিলিটি কেবলমাত্র বেতনভোগীদের জন্যই উপলব্ধ। CASHe-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও স্বপন রাজদেব মনে করছেন যে, ইউজাররা নতুন এই পরিষেবার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আধার নির্দেশিকায় দেওয়া হলো এই সাবধানতার বার্তা! না জানলে বিপদে পড়বেন
👉 নতুন বছরের শুরুতেই সুখবর! এবার আয়ের ওপর ধার্য হবে মাত্র ৫% Tax, অর্থমন্ত্রী কি নির্দেশ দিলেন? দেখুন
👉 Swastha Sathi Prakalpa: স্বাস্থ্যসাথীতে কোন ক্ষেত্রে কত টাকা পাবে বেসরকারি হাসপাতাল? জানাল রাজ্য