মুখ্যমন্ত্রীর পদে তৃতীয়বার বসার পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ইতিমধ্যেই চালু করেছেন ‘দুয়ারে রেশন’ প্রকল্প। রেশন ডিলাররাই বর্তমানে সাধারণ মানুষের ঘরে ঘরে রেশন সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যে, ‘এই প্রকল্পের আইনি বৈধতা নেই।’
কোনো উপায় না থাকায় বোঝা যাচ্ছে না যে এই প্রকল্প কীভাবে চালু রাখা যায়? ঠিক সেই কারনে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ রাজ্য এবার জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। যেখানে কপিল সিব্বল রাজ্যের পক্ষে লড়বেন।
‘দুয়ারে রেশন’ প্রকল্প এর মাধ্যমে তৃণমূল নেত্রী জানান যে দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না।শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয় এই প্রকল্প সম্মন্ধে সবাই কে অবগত করতে।
এখন আর দোকানে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন রেশন সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার। আর সেই প্রকল্পের নাম হলো- ‘দুয়ারে রেশন’। তৃতীয়বার মুখ্য়মন্ত্রীর কুর্সিতে বসার পর, রাজ্যে ‘দুয়ারে রেশন’-এর সূচনা করেন তিনি। শুধু তাই নয়, হোয়াটঅ্যাপ মারফৎ এই প্রকল্প নিয়ে অভিযোগ জানানোরও ব্যবস্থা করেছে সরকার।
অপরদিকে, রেশন ডিলারগণ এই বিষয় নিয়ে যান হাইকোর্টের দোরগোড়ায়। তারা কোর্টে জানান যে এই রাজ্যে বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকাঠামো নেই। তাই সমস্ত গ্রাহকদের রেশন দোকানে এসেই রেশনের সামগ্রী নিয়ে যেতে হবে। এছাড়াও গাড়ি ও প্রচারের খরচ দেওয়াও সম্ভবপর নয়। কিন্তু অবশেষে এই মামলাটি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়।
তবে রাজ্য ধাক্কা খায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। দুয়ারে রেশন প্রকল্পের খাদ্যসুরক্ষা আইনে কোনো বৈধতা নেই। এই দুয়ারে রেশন প্রকল্পটি খাদ্যসুরক্ষা আইন ২০১৩-এর বিরোধী, বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে এমনটাই রায় দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হয় সুপ্রিকোর্টের। কারণ নবান্ন বদ্ধপরিকর এই প্রকল্পকে সাফল্য দিতে।
অন্যদিকে, বছর শেষ হলেই পঞ্চায়েত ভোট। ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’ রাজ্য সরকারের এই দুই প্রকল্পই পুনরায় ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এরমধ্যেই জেলাশাসকদের সহিত আলোচনা সেরে ফেলেছেন। সেই আলোচনাসভায় তিনি সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন। রাজ্যবাসী এবার ‘দুয়ারে সরকার‘ ক্যাম্পে বিভিন্ন প্রকার সহায়তা পাবেন যার মধ্যে অন্যতম হল খাদ্যসাথী, জাতিগত শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট কার্ডসহ অন্যান্য ২৫ সরকারি পরিষেবা।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 West Bengal Primary TET: অগ্রাধিকারের প্রশ্নই নেই, চাকরি হবে মেধার ভিত্তিতে: পর্ষদ
🔥 WB Primary TET 2022: এর ভিত্তিতে প্রাইমারীতে নিয়োগ করা হবে, বড় ঘোষণা পর্ষদ সভাপতি গৌতম পালের!
🔥 Bandhan Bank Recruitment 2022
🔥 অবশেষে কালিপুজোর আগে বাড়ল DA, এই রাজ্যের কর্মচারীরা পাবেন বকেয়া এবং বোনাসও!