Durgapur Steel Plant Recruitment 2022 | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্টিল প্লান্টে চাকরি, (Apply Now!)

Durgapur Steel Plant Recruitment 2022, Durgapur Steel Plant Job Vacancy 2022, Durgapur Recruitment 2022, Durgapur Job Vacancy 2022, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (Durgapur Steel Plant Recruitment 2022) কর্তৃক একটি কর্মবিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এখানে কর্মী নিয়োগ করা হবে স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। এমনকি এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের স্টাইপেন্ডও দেওয়া হবে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Durgapur Steel Plant Recruitment 2022 | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২

Organization Name (সংস্থার নাম)দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
Post Details (পোস্টের নাম)প্রফিসিয়েন্সি ট্রেনিং
Total Vacancies (মোট শূন্যপদ)৫৬টি
Salary (বেতন)৮,০০০ টাকা
Job Location (চাকরির স্থান)দুর্গাপুর
Apply Mode (আবেদন মাধ্যম)ইমেল 
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)sailcareers.com

স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এর অধীনে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (Durgapur Steel Plant Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Durgapur Steel Plant Recruitment 2022: Vacancy Detail | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: পদের নাম

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- প্রফিসিয়েন্সি ট্রেনিং।

Durgapur Steel Plant Recruitment 2022: Age Limit | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: বয়স সীমা

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই হতে হবে ৩০ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

Durgapur Steel Plant Recruitment 2022: Selection Process | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Durgapur Steel Plant Recruitment 2022: Stipend | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: বৃত্তির পরিমাণ

এই পদের জন্য কর্মীদের মাসিক ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও আপনি যদি মাসে ২০ দিন অথবা তার বেশিদিন কাজ করেন তাহলে আপনি প্রতিদিন ২৬০ টাকা করে পাবেন এবং আপনি যদি মাসে ১৫ থেকে ১৯ দিন বেশি কাজ করেন তাহলে আপনি প্রতিদিন ১৩০ টাকা করে পাবেন।

How to Apply for Durgapur Steel Plant Recruitment 2022: | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে ভালো করে ফিল আপ করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

যে ইমেল আইডিতে আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো- [email protected]

Durgapur Steel Plant Recruitment 2022: Required Documents | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই পদের আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Durgapur Steel Plant Recruitment 2022: Recruitment Departments | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: নিয়োগের বিভাগ

এই পদের জন্য যে বিভাগে নিয়োগ করা হবে সেগুলি হলো-

  • আইসিইউ/ এনআইসিইউ/ বিআইসিইউ
  • মেডিসিন
  • সার্জারি
  • ওবিএস এবং জিওয়াইএন
  • পিডিয়াট্রিকস
  • ক্যাজুয়ালটি
  • অর্থোপেডিকস
  • কোভিড
  • চেষ্ট এবং অন্যান্য

Durgapur Steel Plant Recruitment 2022: Interview Date and Time | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: ইন্টারভিউয়ের তারিখ এবং সময়

এই পদের জন্য ইন্টারভিউ ৩০.০৮.২০২২ এবং ৩১.০৮.২০২২ অর্থাৎ ৩০ আগস্ট ২০২২ এবং ৩১ আগস্ট ২০২২ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে শুরু হবে।

Durgapur Steel Plant Recruitment 2022: Interview Venue | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: ইন্টারভিউয়ের স্থান

এই পদের জন্য যে ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন তা হলো-

DSP Main Hospital, J.M. Sengupta Road, B-Zone, Durgapur-713205.

এছাড়াও ইন্টারভিউয়ের জন্য আপনি যে নম্বরে যোগাযোগ করতে পারেন তা হলো-

মিস্টার এস. চৌধুরী

সিনিয়র ম্যানেজার  (Pers – M&HS)

যোগাযোগের নম্বর- ০৩৪৩-২৭৪৬২২৫

Durgapur Steel Plant Recruitment 2022

Durgapur Steel Plant Recruitment 2022: Educational Qualification | দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই নার্সিং-এ B.Sc পাশ করতে হবে অথবা জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Durgapur Steel Plant Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Durgapur Steel Plant Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Malda Medical College Recruitment 2022

🔥 RRB Group D Admit Card 2022

🔥 State Bank of India Recruitment 2022

🔥 India Post Recruitment 2022

🔥 Kolkata Metro Manager Recruitment 2022

 

FAQ: Durgapur Steel Plant Recruitment 2022 (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২)

Q: Durgapur Steel Plant Recruitment 2022 (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: ইমেলের মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Durgapur Steel Plant Recruitment 2022 (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: নার্সিং-এ B.Sc পাশ করতে হবে অথবা জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Durgapur Steel Plant Recruitment 2022 (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans:  ৩০ বছরের মধ্যে। এছাড়াও আপনি SC/ST প্রার্থী হলে অতিরিক্ত ৫ বছর এবং আপনি OBC প্রার্থী হলে অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment