Business Idea: ঘরে বসেই আয় করুন এই ব্যবসা থেকে, লাখ লাখ টাকা আসবে সারা বছর

১/১০: বর্তমানে এই মূল্যবৃদ্ধির বাজারে কেবলমাত্র চাকরি করে সংসার চালানোটা খুবই কষ্টকর। তাই প্রত্যেকেই চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করার পথ খুঁজে থাকেন।

২/১০: চাকরি করার পাশাপাশিই আপনি যদি বর্তমানে ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে আপনারই ভাবনাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আজকালকার দিনে প্রায় প্রত্যেকেই দ্বিতীয় আয়ের পথ তৈরি করার চেষ্টা করছেন। আজ আমরা আপনাদের এমন একটি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানাবো, যা প্রত্যেক মরশুমে চলবে এবং এই ব্যবসা থেকে আপনি মোটা টাকা আয়ও করতে পারবেন।

৩/১০: ব্যবসা শুরু করার সময় প্রত্যেকেই চান তার ব্যবসা যাতে প্রত্যেকটা মরশুমেই চলে। কিন্তু সমস্ত ব্যবসা একরকম হয় না। আজ আমরা আপনাদের এই ব্যবসার সম্পর্কে জানাবো তা হলো টমেটো সসের ব্যবসা। এই ব্যবসাটি আপনি বাড়িতে বসেই শুরু করতে পারবেন।

🔥 আরও পড়ুন:

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

🔥 আরও পড়ুন:

👉 WB DA Update: সুখবর! রাজ্যের ডিএ নিয়ে এলো এই বিরাট আপডেট! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

৪/১০: দেশে টমেটোর ব্যাপক ব্যবহার রয়েছে। প্রায় প্রত্যেকের খাদ্য তালিকার মধ্যেই টমেটো অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয়রা বর্তমানে চাটনি ছাড়াও সস অথবা কেচাপ সবকিছু মাধ্যমেই টমেটোকে পছন্দ করেন। এই টমেটোর ব্যবহার রয়েছে পিজ্জা, বার্গার ইত্যাদি ক্ষেত্রেও।

৫/১০: বাজারে ১২ মাসই টমেটোর চাহিদা থাকে। এছাড়াও টমেটো সস অথবা টমেটো কেচাপের চাহিদাও সবসময়ই থাকে। তাই আপনি যদি এই ব্যবসা শুরু করেন, তাহলে সারা বছর আপনার ব্যবসা রমরমিয়ে চলবে

৬/১০: আপনাকে এই ব্যবসা করতে সাহায্য করবে সরকার। টমেটো সস ব্যবসা শুরু করার জন্য আপনি প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের মাধ্যমে সাহায্য পাবেন।

৭/১০: প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের প্রোফাইলের তথ্য অনুযায়ী, এই টমেটো সসের ব্যবসা শুরু করতে খরচ হয় মোট ৭.৮২ লক্ষ টাকাআপনার পকেট থেকে খরচ করতে হবে ১.৯৫ লক্ষ টাকাঅবশিষ্ট টাকা আপনি প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের মাধ্যমে ঋণ নিতে পারবেন। এর মধ্যে ২ লক্ষ টাকা খরচা হবে সমস্ত ধরনের যন্ত্রপাতির জন্য৫.৮২ লক্ষ টাকা খরচ হবে কাঁচামাল, উপকরণ, শ্রমিকদের বেতন, প্যাকিং, টেলিফোন এবং ভাড়ার জন্যদেড় লক্ষ টাকা যদি আপনার মেয়াদী ঋণ হয়ে থাকে, তাহলে ৪.৩৬ লক্ষ টাকা হবে আপনার ওয়ার্কিং ক্যাপিটালমুদ্রা যোজনার অধীনে যেকোনো ব্যাংক থেকে আপনি খুব সহজেই এই ঋণ পেয়ে যাবেন।

Earn from home with this business, lakhs of rupees will come throughout the year

৮/১০: ৮ থেকে ৮০, সব বয়সের মানুষই খাবারে টমেটো ব্যবহার করে থাকেন। টমেটোর দাম কয়েকটি মৌসুমে অনেকটাই কম থাকে। তবে এর দাম রেকর্ড ভাবে বৃদ্ধি পায় অফ সিজনে। গ্রাম থেকে শহর কিংবা মেট্রো শহর সমস্ত জায়গাতেই টমেটো চাহিদা ব্যাপক। তাই এই ব্যবসা শুরু করলে আপনি লাভবান হতে পারবেন।

৯/১০: এই টমেটো সস তৈরির জন্য ইউনিট সেটআপ করতে হলে খুব একটা বড় জায়গার প্রয়োজন হবে না। সস তৈরি করার জন্য প্রথমেই আপনাকে কাঁচা এবং পাকা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে টিম কেটলিতে সেদ্ধ করতে হবে। তারপর আপনাকে সেই টমেটো থেকে বীজ আলাদা করে আদা, রসুন, লবঙ্গ, গোলমরিচ, নুন, চিনি, ভিনিগার ইত্যাদি যোগ করে প্রিজারভেটিভ যোগ করে পাল্প তৈরি করতে হবে। তাহলেই আপনার টমেটো কেচাপ অথবা সস দীর্ঘ সময়ের জন্য স্থায়ী থাকবে।

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন:

👉 WB Clerk Assistant Teacher Recruitment 2023

👉 Aadhaar link: এইসব প্রকল্পে আধার লিঙ্ক না করা থাকলে আর চলবে না! সতর্ক করে দিল নবান্ন

👉 Big News: এবার Aadhaar Card তৈরিতে থাকবে হবে এই যোগ্যতা! জেনে নিন এখনই

👉 এবার ৯০,০০০ টাকা প্রতি মাসে বাড়িতে বসেই রোজগার করুন SBI-এর সাহায্যে! কি ভাবে? জেনে নিন

👉 SIM Card আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে! এসব ভুল ভুলেও করবেন না!

Leave a Comment