১/৮: বর্তমানে অনেকেই প্রথাগত চাকরি ছেড়ে ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন। ব্যবসা করেই অনেকেই অল্প সময়ের মধ্যে অনেক টাকা রোজগার করতে চান। সঠিকভাবে যদি আপনি কোনো ব্যবসা শুরু করেন, তাহলে আপনি খুব সহজেই প্রচুর পরিমাণ অর্থ উপার্জন (Income) করতে পারবেন।
২/৮: সমাজমাধ্যমে অনেক সময় এই ধরনের নানা ব্যবসার আইডিয়া দেখতে পাওয়া যায়। আজ আমরা আপনাদের সেই রকমই একটি ব্যবসা সম্পর্কে জানাবো।
৩/৮: খুব স্বল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা করে আপনি প্রচুর টাকা আয়ও করতে পারবেন। এই ব্যবসা হলো চিঁড়া উৎপাদনের ব্যবসা। চিঁড়া একটি পুষ্টিকর খাবার। অনেকেই সকালের জলখাবারে এটি খেতে পছন্দ করেন। খুব সহজেই এই চিঁড়ে দিয়ে যেকোনো খাবার তৈরি করা যায়।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 প্রতিমাসে প্রচুর টাকা ইনকাম করতে চান? আজই জেনে নিন এই ব্যবসাগুলির ব্যাপারে | Business ideas in Bengali
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৮: বর্তমানে চিঁড়ার বাজার দর বাড়ছে। আপনি যদি একটি চিঁড়া উৎপাদন ইউনিট তৈরি করে আপনার বাড়িতে ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন।
৫/৮: Khadi Village Industries Commission অর্থাৎ KVIC-এর রিপোর্টে জানা গেছে যে, আপনাকে প্রায় ২.৪৩ লক্ষ টাকা খরচ করতে হবে এই চিঁড়া উৎপাদন ইউনিটের জন্য। সরকার থেকে এর জন্য আপনি ৯০% পর্যন্ত ঋণও নিতে পারবেন।
৬/৮: অর্থাৎ আপনি এই ব্যবসা মাত্র ২৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন। আপনি যদি এই ইউনিট স্থাপন করতে চান, তাহলে আপনাকে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হবে। এই ইউনিট স্থাপন করার জন্য প্রয়োজন ৫০০ বর্গফুট জায়গার। পাশাপাশি চিঁড়া মেশিন, চালুনি, প্যাকিং মেশিন, ড্রাম, এইসবের জন্য আপনার আরও ১ লক্ষ টাকা খরচ হবে। অর্থাৎ আপনাকে মোট ২ লক্ষ টাকা খরচ করতে হবে।
৭/৮: এছাড়াও কার্যকরী মূলধন হিসেবে ৪৩ হাজার টাকা ব্যয় হবে। প্রায় ৬ লক্ষ টাকা খরচ হবে কাঁচামাল বাবদ। আপনি যদি এই খরচ করে ১০০০ কুইন্টাল চিঁড়া উৎপাদন করেন, তাহলে আপনার মোট খরচ হবে প্রায় ৮.৬০ লক্ষ টাকা। সেটি আপনি বিক্রি করতে পারবেন ১০ লক্ষ টাকায়।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ATM কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন? এভাবে ফোনের মাধ্যমেই টাকা তুলুন
👉 Aadhaar Card: আপনার আধার কার্ড এই ভাবে ঘরে বসেই করে ফেলুন সুরক্ষিত। দেরি করবেন না!
👉 DA Latest Update: ডিএ নিয়ে বড় আপডেট! ৪৪ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা!
👉 Kolkata Metro Recruitment 2023