(১/১১) বর্তমানের বেকারত্বের যুগে চাকরির চেয়ে মানুষ বেশি পরিমাণে ব্যবসার (Business) প্রতি ঝুঁকে যাচ্ছে। এতে ঠিকমত বিনিয়োগ করতে পারলে অনেক টাকা মুনাফা লাভের সুযোগ থাকে। এক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদটিকে বেছে নিতে হবে তবে লাভের পরিমাণ ভালো পাওয়া যাবে।
(২/১১) আপনিও যদি এমন কোন ব্যবসা শুরু করতে চান তবে আজকে এই প্রতিবেদনটি আপনার জন্যই। আমরা আজকের এই প্রতিবেদনে একটি বিশেষ ব্যবসার ব্যাপারে আলোচনা করব, যেখানে আপনি কম অর্থাৎ ৫০,০০০ টাকা থেকে বিনিয়োগ করে ভালো মুনাফা লাভের সুযোগ পাবেন।
(৩/১১) আপনি চাইলে কিছু কাঁচামালার ব্যবসা করতে পারেন, বাজারে যেগুলোর চাহিদা প্রতিনিয়ত অনেক বেশি রয়েছে। পাশাপাশি এই কাঁচামালের যোগানের ক্ষেত্রেও এবং এগুলি বিক্রির ক্ষেত্রেও কোন সমস্যা হবে না। আমরা আপনাকে যে ব্যবসার কথা জানাচ্ছিলাম তা হল, কলার চিপসের ব্যবসা যা একটি অতি উচ্চমানের স্বাস্থ্যসম্মত ব্যবসা। মাত্র কয়েকটি বড় বড় কোম্পানি এর ব্যবসা করে থাকে।
🔥আরও পড়ুন:
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
🔥আরও পড়ুন:
👉 মানিব্যাগে এই নোট থাকলে এখনই হয়ে যাবেন লাখপতি! জানুন কি ভাবে?
🔥আরও পড়ুন:
👉 বিনামূল্যে জমি দেবে সরকার রাজ্যের বাসিন্দা হলেই! এভাবে করতে হবে আবেদন
(৪/১১) তাই আপনি যদি এর ব্যবসা (Business) শুরু করে থাকেন তবে আশা করা যায় বেশ ভালই লাভবান হবেন। এবং আলুর চিপসের মতই বিকল্প খাদ্য হিসেবে মানুষ এটিকে গ্রহণ করে থাকে। সঙ্গে এর চাহিদাও রয়েছে প্রচুর।
(৫/১১) এ ব্যবসা অন্যান্যর তুলনায় খুব বেশি খাটনির প্রয়োজন হয় না। এবং এক্ষেত্রে কাঁচামাল ও অন্যান্যর তুলনায় কম লাগে। এই চিপস তৈরিতে কয়েকটি বড় বড় যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং কাঁচামাল হিসেবে প্রধানত কাঁচা কলা, লবণ, ভোজ্য তেল এবং অন্যান্য কিছু মশলা প্রয়োজন হয়।
(৬/১১) মেশিনগুলি মূলত যে সমস্ত কাজের জন্য প্রয়োজন হয় তা হল প্রথমে কলা ধোয়ার জন্য একটি ট্রাংক এর প্রয়োজন হয়। এরপর কলার খোসা ছাড়ানোর জন্য এবং এই কলা গুলিকে পাতলা টুকরোতে কাটার জন্য মেশিনের প্রয়োজন হয়। এরপর পিস ফ্রাইং, মেশিন স্পাইস মিক্সিং মেশিন, হাউজ প্রিন্টিং মেশিন ইত্যাদি দরকার পড়ে।
(৭/১১) এই মেশিন গুলি আপনি অনলাইন, অফলাইন যে কোন মাধ্যমে কিনতে পারবেন। এগুলি ইন্ডিয়া মার্ট, আলিবাবার মতো ই-কমার্স ওয়েবসাইটগুলি ছাড়াও অফলাইনেও কিনতে পারেন আপনি। এতে আপনার সহজলভ্য হবে।
(৮/১১) এগুলি কিনতে আপনার মোট খরচ হবে প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা। তবে এই মেশিনগুলো রাখার জন্য ৪,০০০ থেকে ৬,০০০ বর্গফুটের একটি ঘর বা জায়গা প্রয়োজন হবে।
ব্যবসা আপনার খরচ কত হবে?
(৯/১১) ধরা যাক আপনি ১০০ কেজি চিপস বানাতে চান। তাহলে এর জন্য আপনার কাচা কলা প্রয়োজন হবে প্রায় ২৪০ কেজি। এর জন্য খরচ হবে প্রায় ২,০০০ টাকা। এই চিপস গুলি ভাজার জন্য ২৫ থেকে ৩০ লিটার তেলের প্রয়োজন হবে।
(১০/১১) আবার এদিকে, চিপস ফ্রায়ার মেশিন প্রতি ঘন্টায় প্রায় ১০ লিটার ডিজেল খরচ করে। তাই এক্ষেত্রে ডিজেল লাগবে প্রায় ২০ থেকে ২২ লিটার। এর সঙ্গে লবণ ও মশলার দাম পড়বে প্রায় ৫০০ টাকা।
(১১/১১) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA News: দারুন খবর! এবারে ২ লাখ টাকা এক ধাক্কায় আসবে কর্মীদের অ্যাকাউন্টে, বিস্তারিত জানুন
👉 নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! টেট-উত্তীর্ণ শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব CBI-এর
👉 WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন
👉 Dhirubhai Ambani Scholarship 2023