প্রতি মাসে ৫৯,০০০ টাকা ঘরে বসেই কামিয়ে নিন! দেখুন SBI-এর অসাধারণ এই অফার!

SBI Scheme, State Bank of India Scheme

State Bank of India Scheme

১/৮: এই অফারের মাধ্যমে আপনি নিজের জমিকে ব্যবহার করেই প্রতি মাসে অর্থ উপার্জন করতে পারেন।

২/৮: বর্তমানে দেশের সব থেকে বড়ো পাবলিক সেক্টর ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাংক আমাদের দেশে সবথেকে বেশি জনপ্রিয়। তাই দেশের বেশিরভাগ সাধারন মানুষেই নিজের অ্যাকাউন্ট বানিয়েছেন এই ব্যাংকে। বলা বাহুল্য যে বর্তমান সময়ে ব্যাংক বলতে সকলের মুখে প্রথমে আসে SBI-এর নাম। এই ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। আর সেই সমস্ত অ্যাকাউন্টে এই ব্যাংক ভালো সুদের হারও দেয়। এই ব্যাংকে টাকা রাখাও অনেকটাই নিরাপদ বলেই মনে করেন সাধারণ মানুষ।

৩/৮: এবার এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনার জন্য নিয়ে এসেছে দারুন সুযোগ। ভারতের সাধারণ মানুষের জন্য এই ব্যাংক এমন একটি স্কিম নিয়ে এসেছে যাতে আপনি বাড়িতে বসেই প্রত্যেক মাসে ৫৯,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। 

৪/৮: যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলেও আপনি পারবেন এই টাকা আয় করতে। আপনি এই সুবিধা নিজের জমির দ্বারা পেতে পারেন। তাহলে চলুন এই উক্ত স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 

আরও পড়ুন: 👇👇👇

🔥6th Pay Commission DA: নভেম্বরেই কি বকেয়া DA পাবেন সরকারি কর্মচারীরা? কত হারে মহার্ঘ ভাতা দেবে রাজ্য?

🔥Duare Sarkar Camp: এবার ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে আরও এই দু’টি পরিষেবা!

৫/৮: SBI-এর এই স্কিমের মাধ্যমে আপনি SBI-এর ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে প্রত্যেক মাসে প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন। যদি জনবহুল পরিবেশে রাস্তার ওপর আপনার কেনা জমি কেনা থাকে এবং সেখানে আশেপাশের মানুষ যদি ATM ব্যবহার করে থাকেন তাহলেই এই ব্যবসায় আপনার আমদানি অনেকটাই বাড়বে। আর তাও কোনো ঝুঁকি ছাড়াই।

৬/৮: দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক নিয়ে এসেছে এটিএম ফ্রাঞ্চাইজি বিক্রি করার একটা বিশেষ স্কিম। যদি কেউ এই ফ্রাঞ্চাইজি কিনে নিজের খালি জমিতে এটিএম বানান তাহলে সেই এটিএমে যত টাকার ট্রানজাকশন হবে, সেই অনুযায়ী আপনি কিছু টাকা কমিশন পাবেন।  মাধ্যমে আপনি মাসিক ৬০ হাজার টাকার কাছাকাছি অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ বছরে আপনার আয় হবে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি। এই ফ্রাঞ্চাইজি স্থাপনের টেন্ডার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক কোম্পানিকেই দিয়েছে। আপনি এই সমস্ত কোম্পানির টেন্ডার গ্রহণ নিয়ে এসবিআই এটিএম স্থাপন করতে পারবেন।

৭/৮: এই এসবিআই এটিএম তৈরি করতে কি কি প্রয়োজন?

১) আপনি যদি এই এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি পেতে চান তাহলে আপনার কাছে ৫০ থেকে ৮০ বর্গফুট জমি থাকতে হবে।

২) আপনার এটিএম থেকে অন্য এটিএম-এর দূরত্ব ১০০ মিটারের অধিক হতে হবে।

৩) এই জমিটি গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে যাতে তা সকলের কাছে দৃশ্যমান হয়।

৪) যেখানে আপনার এটিএম থাকবে সেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা থাকা আবশ্যিক। বিদ্যুতের কানেকশন থাকতে হবে এক কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট।

৫) এই এটিএমে প্রত্যেকদিন ৩০০টি ট্রানজাকশন করার ক্ষমতা থাকতে হবে।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 WB Primary TET 2022-এ এমন ধরনের প্রশ্ন আসবে, জানালো পর্ষদ! দেখে নিন প্রশ্নের নমুনা

🔥 WB Primary TET 2022: প্রাথমিক শিক্ষক নিয়োগে এই ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন! নতুন বিজ্ঞপ্তি পর্ষদের!

🔥 WB Primary TET 2022: টুকলি রুখতে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিলো পর্ষদ!

🔥 WB Primary TET 2022 পরীক্ষায় প্রতিযোগিতা আরও বাড়ল! যোগ্যতায় এই নতুন সংযোজন পর্ষদের!

🔥 WB Primary TET 2022: টেট নিয়ে বড় খবর! কারা পরীক্ষা দিতে পারবেন? ফের নয়া নির্দেশিকা!

Leave a Comment