৬০,০০০ টাকা মাসে আয় করুন SBI-এর সাহায্যে! এখনই করতে হবে এই কাজ

(১/১২) ভারতের প্রথম সারির ব্যাংকগুলোর মধ্যে অন্যতম হলো স্টেট ব্যাংক (State Bank of India)। মানুষের নিরাপত্তা এবং অধিক পরিষেবার জন্য সব সময় তৎপর রয়েছে এই ব্যাংক এবং মানুষকে অধিক সুবিধা প্রদান করতে সব সময় কোনো না কোনো নতুন পরিষেবা প্রচলন করে থাকে।

(২/১২) তেমনি সম্প্রতি স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবার কথা মাথায় রেখে নতুন কিছু নিয়ম চালু করেছে। তার মধ্যে একটি হল WhatsApp ব্যাংকিং এতে বহু মানুষ উপকৃত হয়েছে এই স্টেট ব্যাংক (State Bank) হল ভারতের বৃহত্তম ব্যাংক গুলির মধ্যে একটি যা বহু মানুষের কর্মসংস্থানের উপায় করে তাদের বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে।

(৩/১২) আবার দেশের অনেক মানুষকে উন্নতমানের সুযোগ-সুবিধা প্রদান করে আর্থিকভাবে সাহায্য করেছে। তেমনই ভারতীয় স্টেট ব্যাঙ্ক আবারো একটি নতুন স্কিম চালু করেছে যার দ্বারা দেশের সাধারণ মানুষ আবার বিশেষভাবে উপকৃত হবে। এর মাধ্যমে আপনি অনেক টাকা মুনাফা লাভ করতে পারবেন।

🔥 আরও পড়ুন:

PAN Card: প্যান কার্ড নিয়ে এই বড় নির্দেশ দিলো সরকার! এখনই সাবধান হন, নইলে জরিমানা গুনতে হবে।

🔥 আরও পড়ুন:

Teacher Recruitment: ১২৪৮৯টি শূন্যপদে স্কুলে শিক্ষক নিয়োগ করবে এই রাজ্য, বিস্তারিত জেনে নিন

🔥 আরও পড়ুন:

বিরাট সুখবর! সরকারি কর্মীদের DA ও বেতন আবারও একসাথে বাড়তে চলেছে

(৪/১২) বর্তমানে স্টেট ব্যাঙ্ক এখন এটিএম ফ্র্যাঞ্চাইজির পরিষেবা দিয়ে মানুষকে বিপুল পরিমাণ উপার্জনের সুযোগ করে দিচ্ছে। ভারতবর্ষে অধিক মাত্রায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই স্টেট ব্যাংকের এটিএম (ATM)। আপনি যদি  একজন বেকার হয়ে থাকেন এবং চাকরির সন্ধানে সময় অপচয় করতে থাকেন তবে এই সুবর্ণ সুযোগটি আপনার জন্যই। এর মাধ্যমে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন সঙ্গে আপনি বেকারত্ব থেকেও মুক্তি পাবেন।

(৫/১২) আপনি যদি এটিএম  ফ্র্যাঞ্চাইজি  এর মাধ্যমে মানুষকে পরিষেবা প্রদান করতে পারেন, তবে এর মাধ্যমে আপনি বাড়িতে বসে প্রতি মাসে প্রায় ষাট হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন।অর্থাৎ এর দ্বারা আপনি ১ বছরেই প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা উপার্জন করতে পারবেন।

(/১২) এর জন্য আপনার বাসস্থানের আশেপাশে থাকা কোন জমির প্রয়োজন হবে। যেখান থেকে সাধারণ মানুষ ভালো পরিষেবা পেতে পারবে। অর্থাৎ এসবিএম এ টি এম ফ্রঞ্জাইজির জন্য আপনার প্রাথমিক শর্ত এটিই। এটি থাকলে তবেই আপনি এটিএম ইনস্টলেশনের জন্য আবেদন করতে পারবেন

(৭/১২) আরো যে শর্তগুলি থাকতে হবে তা হল আপনি যে জায়গায় এটিএম টি স্থাপন করতে চান সেটি অবশ্যই ৫০-৮০ বর্গফুট এর হবে। এ সঙ্গে সঙ্গে এটি অন্য এটিএম থেকে কমসে কম ১০০ মিটার দূরে থাকবে।

(৮/১২)  এটি এমন একটি জায়গায় হবে যেখানে মানুষ ভালো এবং অধিক পরিষেবা পেতে পারবে যেমন জায়গাটি জনবহুল হবে এর সঙ্গে সঙ্গে যেখানে সবসময় বিদ্যুৎ পরিষেবা সহজলভ্য থাকবে, মানুষের যাতায়াত বেশি থাকবে এমন জায়গায় এটিএম ফ্রাঞ্জাইজিটি খুলতে হবে।

Earn Rs 60,000 per month with state bank of India

(৯/১২) সেখানে ভালো বিদ্যুৎ পরিষেবা বলতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে ১ কিলোওয়াট  সংযোগ ছাড়াই। এটিএম এ প্রতিদিন কমসে কম প্রায় ৩০০ টি লেনদেন থাকতে হবে।

(১০/১২) অতএব আপনিও যদি চাকরি না পেয়ে বেকার বসে থাকেন এবং ভালো কাজের সন্ধানে থাকেন তবে আপনার জন্য এটি সুবর্ণ সুযোগ। উপরি উক্ত বিষয়গুলি আপনার থেকে থাকলে আপনিও এটিএম ফ্রাঞ্জাইজি খুলতে পারেন এবং তার থেকে মাসে মাসে মোটা টাকা আয় করতে পারবেন

(১১/১২) তবে আপনার খালি জমিতে এসবিআই এটিএম ইনস্টল করতে আপনার কিছু নথি থাকতে হবে। এর জন্য প্রথমে আপনার আধার কার্ড, প্যান কার্ড, বিদ্যুৎ সংযোগের রসিদ, জমির প্রমাণপত্র অর্থাৎ দলিল, আবাসিক শংসাপত্র, জন্ম শংসাপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি থাকতে হবে। এই কাগজ গুলি সহ আপনাকে এস বি আই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment