WB TET, West Bengal TET, WBBPE TET, Praimary TET, প্রাইমারী টেট
একই প্রচুর অভিযোগ রয়েছে রাজ্যের সমস্ত কেলেঙ্কারি নিয়ে, তা সত্ত্বেও রাজ্যের শিক্ষক নিয়োগ সংস্থাতে (Teachers Recruitment Process) স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট সংস্থা তৎপর। প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতি গৌতম পাল গত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরসা যুগিয়ে বলেন, এবার থেকে স্বচ্ছতার সঙ্গে বছরে দুইবার করে নিয়োগ করা হবে।
তিনি টেট উত্তীর্ণদের আশ্বাস দিয়েছেন যাতে তারা রেজিস্ট্রেশনের পদ্ধতিতে অংশ নেয়। ফলস্বরুপ গত বুধবার পর্ষদ কর্তৃক জারি করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তিতে শিথিল করা হয়েছে টেট (TET) পরীক্ষায় বসার জন্য যোগ্যতা। প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীরা প্রশিক্ষিত না হলেও এই পরীক্ষা দেবার যোগ্য। কিন্তু তারা কোনোরকম প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছিলেন এরূপ প্রমাণ দেওয়া আবশ্যিক।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
রাজ্যের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করতে আবেদনকারীদের প্রয়োজন বেশ কিছু প্রশিক্ষণের। প্রার্থীর ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন অথবা B.El.Ed ডিগ্রি অবশ্যই থাকতে হবে প্রাথমিক স্তরে পড়ানোর জন্য।
এছাড়াও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য B.Ed প্রশিক্ষণকেও যোগ্যতার অধীনে বিবেচনা করা হয়। এই নিয়মাবলি NCTE অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে।
ইতিমধ্যেই এই নিয়মে কিছু ক্ষুদ্র পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত বুধবার একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে, যে সমস্ত প্রার্থীরা ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন অথবা B.El.Ed বা B.Ed কোর্সে ভর্তি হয়েছেন, তারাও একইভাবে এই পরীক্ষায় বসার জন্য যোগ্য।
চাকরিপ্রার্থীরা আগামী ২১ অক্টোবর থেকে আবেদন করার সুযোগ পাবেন। পর্ষদ জানিয়েছে আবেদন সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী করা যাবে। এই সংশোধিত বিজ্ঞপ্তির নিয়মানুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আরও অনেকে সুযোগ পাবেন। এই নিয়োগ পদ্ধতি দুর্নীতির বেড়াজালে এমনভাবে জড়িয়ে রয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ স্বচ্ছভাবে নিয়োগ করতে এই মুহূর্তে মরিয়া।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Ind vs SA: ওয়ান ডে সিরিজের তিন ম্যাচে তিন অধিনায়ক! বিরল রেকর্ড দক্ষিণ আফ্রিকার
🔥 T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সর্বােচ্চ রানের মালিক কে?
🔥 Vidyasagar University Recruitment 2022
🔥 Darjeeling Group D Recruitment 2022