(১/১৩) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের জন্য ফের নতুন বিজ্ঞপ্তি দেওয়া হল। এই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারেই ডিএ (DA) তথা Dearness Allowance পেলেন। তবে কেন্দ্রীয় সরকারের এরূপ ডিএ ঘোষণায় বিতর্ক আরও তিব্রতর হচ্ছে বলে দাবি করছেন, আন্দোলনকারীরা।
(২/১৩) প্রসঙ্গত এই দাবি নিয়ে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। সরকারি কর্মীরা শহীদ মিনার চত্বরে এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এর সঙ্গে সঙ্গে তারা ধর্মঘট ও কর্মবিরোধীর মতো কর্মসূচিও গ্রহণ করেছে। এই ধর্মঘট কর্মসূচিতে সরকারি কর্মচারীদের মধ্যে যারা অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নবান্ন (Nabanna)।
(৩/১৩) কেন্দ্রীয় হারের ডিএ (DA) মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যৌথ সংগঠনে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের এই আন্দোলন শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে গিয়েছে।
🔥 আরও পড়ুন:
👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন
(৪/১৩) প্রসঙ্গ সূত্রে খবর সম্প্রতি আন্দোলনকারী প্রায় ৫০০ সরকারি কর্মচারী দিল্লির যন্তর মন্তরে গিয়েও ধরনা কর্মসূচি করেছে। আন্দোলনকারী এই সরকারি কর্মীরা উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে Dearness Allowance ইস্যুতে স্মারকলিপি পেশ করেছে।
(৫/১৩) আন্দোলনকারী এই কর্মীদের দিল্লি যাওয়া কে কেন্দ্র করে বেশ কিছু সমস্যার সূত্রপাত হয়। সেখানে তারা হিন্দু মহাসভার বাড়ি ভাড়া করেছিলেন মোটা অঙ্কের টাকা দিয়ে। এমনই খবর টুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।
(৬/১৩) আন্দোলনকারীরা বাড়ি ভাড়া নিয়েছিল প্রায় দুই লক্ষ টাকা দিয়ে। মনে করা হয় দিল্লিতে গিয়ে তাদের এই DA আন্দোলন করার পিছনে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর হাত রয়েছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো শুনানি দেয়নি। তবে এর মধ্যেই রাজ্য সরকার কেন্দ্রীয় হারেই রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেসের (West Bengal Judicial Services) কর্মীদের জন্য 4% Dearness Allowance ঘোষণা করে দিয়েছে।
(৭/১৩) সম্প্রতি এই নিয়ে ১৩ এপ্রিল জুডিশিয়াল ডিপার্টমেন্ট একটি বিজ্ঞপ্তি বের করেছে। সেখানে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে বর্তমানে যে সমস্ত কর্মীরা চাকরি করছেন ১ জানুয়ারি থেকে তাদের মোট ৪২ শতাংশ DA দেওয়া হবে।
(৮/১৩) তবে ডিএ নিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও একটি ঘোষণা দেন। তিনি জানান, রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আরও ৩ শতাংশ হারে ডি এ বৃদ্ধির ঘোষণা করেন। কিন্তু এতেও সন্তুষ্ট না যৌথ সংগ্রামী মঞ্চের কর্মীরা তারা দিল্লিতে গিয়ে ধর্নায় বসেন।
(৯/১৩) তবে এই আবহের মধ্যেই রাজ্য সরকার Dearness Allowance বা DA বৃদ্ধির কথা ঘোষণা করেন। বিচারব্যবস্থা দপ্তরে কর্মরত কর্মীদের জন্য এই ঘোষণা করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী এবার থেকে তারা মোট ৪২ শতাংশ DA পাবেন। সরকারের এর ঘোষণায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। তাদের মধ্যে একই যাত্রায় সকলের জন্য দ্বিমত বা দ্বিতীয় নিয়ম কেন হবে?
(১০/১৩) তাদের এই প্রশ্নের জবাবে এক সরকারি আধিকারিক জানান, সরকারি নিয়ম অনুযায়ী জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সকলেই কেন্দ্রীয় হারে ডিএ পান। এমনকি যারা দিল্লিতে রাজ্য সরকারের হয়ে চাকরি করেন তারাও কেন্দ্রীয় হারে ডিএ পান। এক্ষেত্রে দ্বিমত বা দ্বিতীয় নিয়ম এর কিছু নেই।
(১১/১৩) এ সম্পর্কে সরকারি যৌথ মঞ্চের সংগ্রামীরা জানিয়েছেন তাদের দাবি রাজ্য সরকার কিছুতেই মানছে না। তাদের মতে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের কেন্দ্রীয় হারে DA বা Dearness Allowance দেওয়া হচ্ছে।
(১২/১৩) কিন্তু অন্যান্য সরকারি কর্মচারীরা এইদিক থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরো জানিয়েছে তাদের এই DA নিয়ে আন্দোলন চলবে। জানা গিয়েছে তাদের সম্পর্কে এই বিষয়ে তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশনের কর্তৃক খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।
(১৩/১৩) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে