১/৬: ২০১৪ সাল থেকে নানাবিধ জনমুখী প্রকল্প (Government Scheme) নিয়ে দেশের সকল মানুষকে সহায়তা করেছে মোদী সরকার (Modi Government)। শিশুর জন্ম থেকে প্রবীণ নাগরিক পর্যন্ত একাধিক প্রকল্পের মাধ্যমে সুবিধা দিয়েছে কেন্দ্র। প্রত্যেককে ব্যাঙ্কিং সুবিধা দিতে ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা’ কিংবা ‘মানধন যোজনা’ অথবা কৃষকদের জন্য ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’ (Krishak Samman Nidhi Prakalpa)।
২/৬: এছাড়াও মহিলাদের ক্ষেত্রে ‘পেনশন প্রকল্প’ (Pension Scheme) কিংবা দেশের গরীব মানুষ কে আর্থিক ভাবে সুরক্ষিত করতে ‘অটল পেনশন যোজনা’ দেওয়া হয়েছে। কন্যা সন্তানের ক্ষেত্রে ‘সু-কন্যা সমৃদ্ধি যোজনা’ এমনকি দেশের বেকার যুবক যুবতীদের জন্য ‘রোজগার মেলা’ কিংবা ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ দ্বারা সকলকে সেবা করা হয়েছে। পড়ুয়াদের জন্যে ‘ন্যাশেনাল স্কলারশিপ’। এই সমস্তই সাধারণ জনগণের হিতার্থে।
৩/৬: কেন্দ্রীয় সরকার আরও একটি জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই স্কিমের অধীনে দেশের যেকোনো ব্যক্তি ২০,০০০ টাকা পেতে পারেন। এই স্কিমের নাম হল ‘জাতীয় পরিবার সহায়তা প্রকল্প বা স্কিম’ (National Family Benifit Scheme)। দেশের সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হলেও, অনেকেই এই প্রকল্প সম্পর্কে ঠিকভাবে জানেন না। তাহলে চলুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১৮,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে! ১ এপ্রিল থেকে আর মিলবেনা এই সুবিধা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Awas Yojana New List: প্রকাশিত হলো আবাস যোজনার নতুন লিস্ট! এই ভাবে নিজের নাম এখনই চেক করে নিন!
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৬: (১) এই প্রকল্পটির নাম হলো- জাতীয় পরিবার সহায়তা প্রকল্প বা ন্যাশেনাল ফ্যামিলি বেনিফিট স্কিম (NATIONAL FAMILY BENIFIT SCHEME)।
(২) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী
প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
(৩) এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই।
(৪) যে কোনো বয়সের ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
(৫) কেবলমাত্র দারিদ্র্যসীমার নিচে থাকা ব্যক্তিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
(৬) এই প্রকল্পে যেকোনো মৃত ব্যক্তির উত্তরাধিকারী আবেদন দিতে পারবেন।
(৭) যদি পরিবারের কর্তা একাই ইনকাম করেন এবং তার মৃত্যু ঘটে, তাহলে তার উত্তরাধিকারী সরকারিভাবে ২০,০০০ টাকা পাবেন।
(৮) পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত ব্যক্তির বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
(৯) এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে।
(১০) ভারত সরকারের https://nsap.nic.in ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এছাড়া জেলা জনকল্যান বিভাগের অফিস (District Social Welfare Office) থেকেও আপনি এই আবেদনপত্র পেয়ে যাবেন।
(১১) আবেদনের জন্য আবেদনকারীকে আঁধার কার্ড,ভোটার কার্ড,রেশন কার্ড,ইনকাম সার্টিফিকেট,বাসস্থানের প্রমাণপত্র,ওয়ারেশন সার্টিফিকেট বা উত্তরাধিকারী সংশাপত্র,ব্যাঙ্কের পাশ বইয়ের বিবরণসহ পাসপোর্ট সাইজের ছবি,ইমেল আইডির তথ্য ইত্যাদি নিজের সাথে রাখতে হবে।
৫/৬: তবে আর সময় নষ্ট না করে শীঘ্রই আবেদন করুন ‘জাতীয় পরিবার সহায়তা’ প্রকল্পে। আর সরকারের থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ২০,০০০ টাকা পেয়ে যান।
৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?
👉 ৮ হাজার টাকা পাবেন প্রতিমাসে! কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই ধনলাভ!