১০০০ টাকা করে প্রতিমাসে সকলেই পাবেন এই প্রকল্পে আবেদন করলেই! এই ভাবে আবেদন করে ফেলুন  

রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যবাসীর জনগণের হিত সাধনের উদ্দেশ্যে একের পর এক প্রকল্পের অবতারণা করেছেন। তেমনিই সম্প্রতি তিনি এক নতুন প্রকল্প (Sarkari Scheme) চালু করলেন।

এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক আবেদনকারীকে এক হাজার টাকা অনুদান দেওয়া হবে। এর পাশাপাশি আবেদনকারী আরো অনেক সুযোগ সুবিধা পাবে। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তবে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের বিস্তারিত।

আমাদের দেশ ভারত বর্ষ যেমন সংস্কৃতি ও বৈচিত্রে ভরপুর তেমনি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে। এবং এখানকার অধিকাংশ মানুষ শিল্পকলায় বিশেষ পারদর্শী। বাংলার লোক শিল্প সমগ্র দুনিয়ায় বিখ্যাত

🔥 আরও পড়ুন:

এইভাবে এবার ফ্রীতে জিতে নিন ইন্টারনেট ডেটা! Reliance Jio আনল এই আকর্ষণীয় অফা

🔥 আরও পড়ুন:

এই কাজ দ্রুত না করলে রেশনে আর ফ্রি-তে চাল-গম পাবেন না!

🔥 আরও পড়ুন:

👉 Cyclone Mocha Landfall Timing: ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল ঠিক কখন হবে? সময় জানাল হাওয়া অফিস

লোকশিল্পীদের সম্মানিত করার উদ্দেশ্যে এবং তাদের কাজগুলি আরো অগ্রসর করার অভিপ্রায়ে পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প চালু করে যার মাধ্যমে তাদের মাসিক ১ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

এই প্রকল্প চালু করার উদ্দেশ্য হলো মূলত দুটি প্রথমত এর মাধ্যমে বাংলার যে সমস্ত লোকের শিল্পীগণ রয়েছেন তারা বংশ পরম্পরায় যেন নিজেদের কাজগুলি অব্যাহত রাখতে পারে, তার জন্য সামান্য তাদের আর্থিক সহায়তা করা এবং দ্বিতীয়ত প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ অন্যান্য জনকল্যাণমুখী প্রকল্পের ব্যাপারে জানতে পারবে এবং সেগুলোর সুবিধা নিতে পারবে।

এ প্রকল্পের সুবিধা এখনো অনেকেই পেয়ে যাচ্ছেন। তবে যারা এখনো আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নিন তাহলে খুব শীগ্রই এ প্রকল্পের থেকে অনুদান পেতে পারবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পটির নাম হললোক প্রসার প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে রাজ্যের প্রায় ১ লক্ষ ৯৪ হাজার লোকশিল্পী। আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে সহ বিস্তারিত সমস্ত কিছু।

এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে?

এই প্রকল্পে আবেদনের জন্য যে যোগ্যতা লাগবে সেগুলি হল –

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন লোকশিল্পী হতে হবে।এটা না হলে অন্তত পক্ষে বাংলার লোকশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকতে হবে।

২) আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হবে

৩) আবেদনকারীর নিজস্ব একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

বয়সসীমা

“লোক প্রসার প্রকল্প” এ আবেদন কারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা প্রদান করা হয়?

এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী শিল্পী কে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত সুযোগ-সুবিধা গুলি প্রদান করা হয় সেগুলি হল নিম্নরূপ –

১) আবেদনকারী শিল্পীকে প্রতি মাসে এক হাজার টাকা অনুদান দেওয়া হবে।

২) রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীকে একটি করে আইডেন্টি কার্ডও দেওয়া হয়ে থাকে।

৩) এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা লোকশিল্পীরা রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান গুলিতে অংশগ্রহণ করে সেখান থেকেও অর্থ উপার্জন করার সুবিধা পেয়ে থাকেন।

৪) এই প্রকল্পের নাম নথিভুক্ত শিল্পীদের সবচেয়ে ভালো সুবিধা টি হল এটাই যে ৬০ বছর পেরিয়ে যাওয়ার পর প্রত্যেক আবেদনকারী সরকারের পক্ষ থেকে পেনশন পাবে।

৫) এই প্রকল্পের আওতায় নাম লেখালে সর্বপরি যে সুবিধাটি পাওয়া যায় তা হল ৬০ বছর বয়সের পর থেকে রাজ্য সরকারের তরফ থেকে পেনশন পাওয়া যায়।

আবেদন কিভাবে করবেন?

এই প্রকল্প আবেদন করতে হলে প্রত্যেক আবেদনকারীকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট  https://wb.gov.in/government-schemes-details-lokprasar.aspx এ যেতে হবে।

সেখানে Contact Us অপশনে গিয়ে Districts এ ক্লিক করতে হবে। আবেদনকারী শিল্পী যে জেলার বাসিন্দা সেই জেলার নাম সেখানে উল্লেখ করতে হবে। এর মাধ্যমে লোক প্রসার প্রকল্পের রেজিস্ট্রেশন কোন জায়গায় চলছে সেই জায়গার ঠিকানা পেয়ে যাবেন। এরপর সেখানে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করে এবং সেটিকে সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসও জমা করতে হবে।

Everyone will get 1000 rupees per month if they apply for this sarkari scheme

কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে?

অফিসিয়াল ওয়েবসাইট প্রদত্ত খবর অনুযায়ী এই প্রকল্পে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা করতে হবে তা হল

  •  আধার কার্ড জেরক্স।
  • রেশন কার্ড  জেরক্স।
  • ব্যাঙ্কের পাস বুকের প্রথম পাতার জেরক্স।
  • কাস্ট সার্টিফিকেট।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনের শেষ সময়সীমা?

এই প্রকল্পে আবেদনের জন্য কোন শেষ সময়সীমা ধার্য করা হয়নি আপনি চাইলে যেকোনো সময় এই প্রকল্পে আবেদন করতে পারেন। এখনো এর আবেদন প্রক্রিয়া চলছে

(৫/৫) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! জেনে নিন এখনই

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment