২০০০ টাকা করে প্রতি মাসে এবার প্রত্যেকে পাবেন!

(১/১০) রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা  রাজ্য বিজেপি সভাপতির। প্রত্যেকে পাবে ২০০০ টাকা। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার কে টেক্কা দিতে এক নতুন প্রকল্পের ঘোষণা করলেন সুকান্ত মজুমদার। রাজ্যের মহিলাদের পাশাপাশি পুরুষরাও পাবেন এই ভাতা।

(২/১০) আপনিও পেতে পারেন এ প্রকল্পের অনুদান তাই আবেদন করতে চাইলে চলুন জেনে নেওয়া যাক এতে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? আবেদন কিভাবে করতে হবে?  কি কি ডকুমেন্টস এতে লাগবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

(৩/১০) রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য প্রতি মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে অনুদান দিয়ে চলেছে।

🔥 আরও পড়ুন:

👉 Aadhaar Card আছে? তাহলে এখনই এটি করুন! নইলে অতিরিক্ত চার্জ দিতে হবে!

🔥 আরও পড়ুন:

👉 এই ভাবে চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি বছরের পর বছর ভাল থাকবে, সঠিক পদ্ধতি জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 চেক লেখার সময় এই কাজটি করলে ফকির হতে পারেন!

 (৪/১০) এই লক্ষীর ভান্ডার প্রকল্পের অনুকরণে এদিন  বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নতুন একটি প্রকল্পের ঘোষণা দিল, যার নাম হল নারায়ণ ভান্ডার।  মঙ্গলবার হুগলির পাণ্ডুয়ায় গেরুয়া শিবিরের সকল জনসাধারণকে সাক্ষী রেখে রাজ্য বিজেপি সভাপতি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই নতুন প্রকল্প চালু করবেন তারা।

(৫/১০) কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র রাজ্যের মহিলারা ভাতা পান এবং সেটি মাসে ৫০০ টাকা করে। বিজেপি ক্ষমতায় এলে যদি এই প্রকল্প চালু করা হয় তবে তারা প্রত্যেকে মাসে ২০০০ টাকা করে অনুদান পাবে। সঙ্গে মহিলাদের সাথে সাথে পুরুষরাও পাবে একই অনুদান।

(৬/১০) এর সঙ্গে সুকান্ত মজুমদার আরও জানান যে বিজেপি ক্ষমতায় এলে নারায়ণ ভান্ডার প্রকল্পের সঙ্গে সঙ্গে লক্ষীর ভান্ডার প্রকল্পও অব্যাহত থাকবে।

(৭/১০) এ সম্পর্কে বিশেষ উল্লেখযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রচলিত লক্ষীর ভান্ডার প্রকল্পটি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছে। শুধু তাই নয় এর অনুকরণে বিভিন্ন জায়গা গুলিতে একই রকম জনকল্যাণমুখী প্রকল্পের চালু করা হয়েছে।

Everyone will get 2000 rupees every month

(৮/১০) বিজেপি মুখপাত্র সুকান্ত মজুমদার এরূপ ঘোষণা রাজনৈতিক মহলে বিশেষ সাড়া দিয়েছে। তবে সামনে রয়েছে পঞ্চায়েতলোকসভা ভোট।

(৯/১০) ভোট পাওয়ার জন্যই যে বিজেপি নেতা এরূপ ঘোষণা দিয়েছেন তা বলায় বাহুল্য। তবে সামনের ভোটে বিজেপি সরকার যদি জেতে, তাহলে যে এই প্রকল্প কার্যকর করা হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। তাই এই প্রকল্পের অবতারণা করবে এই সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

(৯/৯) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত 

🔥 আরও পড়ুন:

👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment