Primary TET-এ সবাই full নম্বর পাবেন এই প্রশ্নের উত্তর করে থাকলে! কোন প্রশ্ন এবং কেন? জেনে নিন

১/৮: কোনটা সঠিক উত্তর হবে সেটা নিয়ে টেট পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়েছিলেন। প্রশ্ন বিভ্রান্তি নিয়ে কি সিদ্ধান্ত নিলেন পর্ষদ (WBBPE) সভাপতি Gautam Paul কি জানালেন? সেই সম্পর্কিত বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো।

২/৮: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/৮: প্রায় দীর্ঘ ৫ বছর পর রাজ্যে টেট (TET) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাও আবার নজিরবিহীন নিরাপত্তার মধ্যে। কিন্তু এক পরীক্ষার্থীর দাবি সেই টেট পরীক্ষার একটি প্রশ্নে ছিল বিভ্রান্তি। এই বিষয়ে অভিযোগ করেছেন মুর্শিদাবাদের কান্দির একজন পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থী কি অভিযোগ করেছেন?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Primary TET Result: টেট-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট নিয়ে বড় বার্তা পর্ষদ সভাপতির!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 আপনার কাছে কি ছেঁড়া নোট আছে? তাহলে জেনে নিন এই নির্দেশিকা, নাহলে সমস্যায় পড়বেন!

৪/৮: মুর্শিদাবাদের কান্দির সেই পরীক্ষার্থী প্রশ্নপত্র দেখিয়ে উল্লেখ করেছিলেন যে, প্রশ্নের চারটি অপশন ABCD থাকার কথা। কিন্তু তার পরিবর্তে রয়েছে AACC। তাই কোনটা এখানে সঠিক উত্তর হবে সেটা নিয়ে টেট পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়েছিলেন। তার কারণ ২টি ক্ষেত্রে একই অপশন দেওয়া রয়েছে। এই বিভ্রান্তি ছড়িয়েছে 04D সিরিজের প্রশ্নে ১০৪ নম্বর প্রশ্নপত্রকে কেন্দ্র করে। এই প্রশ্ন নিয়ে পর্ষদ কি সিদ্ধান্ত নিয়েছে?

৫/৮: এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পালকে সংবাদমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের প্রত্যুত্তরে তিনি বলেন যে, “একটি সেটে ১০৪ নম্বরের যে প্রশ্ন তার বিষয়বস্তুতে কোনও ভুল নেই। ইংরেজিতে প্রশ্ন ও অপশন দুইই ঠিক আছে। বাংলাতেও প্রশ্ন ঠিকই আছে। তবে উত্তরের জন্য় যে চারটি অপশন এ,বি, সি, ডি থাকে সেটি এ, সি, এ, সি রয়েছে। আমরা এই প্রশ্নের ব্য়াপারে যেসব পরীক্ষার্থী 04D সিরিজ পেয়েছেন তাঁরা যাতে বঞ্চিত না হন সেব্যাপারে পর্ষদ যথাযথ সিদ্ধান্ত নেবে।”

৬/৮: পর্যদ এই বিষয়টির সমস্ত বিভ্রান্তি দূর করে সম্পূর্ণ ব্যাপারটি স্পষ্ট করেছে। পর্ষদ সভাপতি ইঙ্গিত দিয়েছেন যে, অ্যাড হক কমিটি সিদ্ধান্ত নিলে ওই প্রশ্নে প্রত্যেকেই নম্বর পাবেন। তিনি প্রশ্নপত্রে অপশনের যে ভুল হয়েছে তা একপ্রকার মেনে নিয়েছেন।

Everyone will get full marks in Primary TET 2022 if they answer this question

৭/৮: তাই এটা স্পষ্ট হয়ে গেছে যে যদি কোনো পরীক্ষার্থী ওই প্রশ্নে করে থাকেন তাহলে তিনি ছাঁকা নম্বর পেতে পারেন।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!

👉 Purba Medinipur CMOH Recruitment 2022

👉 Swami Vivekananda Scholarship-এর অধীনে কোন কোর্সে কতো টাকা পাবেন? জানুন

👉 Bankura Sub Division Office Recruitment 2022

Leave a Comment