Breaking NEWS: ‘টেট-এর প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করা হয়েছে’ আদালতে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের

১/৭: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতারও হয়েছেন। আর এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করেছে, “২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন যাঁরা, প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করে হয়েছে।”

Everyone's OMR Sheet of primary tet has been destroyed' claims the wbbpe in the court

২/৭: প্রায় ৮ বছর পর ২০১৪ সালের টেট পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে নতুন তথ্য পেশ করলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্বেই OMR শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

৩/৭: সর্বমোট ১২ লক্ষ ৯৫ হাজার প্রার্থী ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন। প্রত্যেকটি প্রার্থীর OMR Sheet নষ্ট করা হয়েছে বলে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী দাবি করেন।

৪/৭: বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, অপরাধমূলক উদ্দেশ্যেই নষ্ট করা হয়েছিল সমস্ত উত্তরপত্র। এই নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাছাই করা একটি সংস্থাকে। আদালতের মনে এই পদ্ধতিই সন্দেহ তৈরি করছে। এমনকি এই সিদ্ধান্ত পর্ষদের যে কর্তারা নিয়েছেন তাঁদের উদ্দেশ্য নিয়েও আদালতের যথেষ্ট সন্দেহ রয়েছে।

আরও পড়ুন:

🔥 প্রতি মাসে ৫৯,০০০ টাকা ঘরে বসেই কামিয়ে নিন! দেখুন SBI-এর অসাধারণ এই অফার!

🔥WB Primary TET 2022 New Notice: প্রাইমারি পর্ষদের নতুন সিদ্ধান্তে টেটে প্রতিযোগীতা অনেকটা বাড়লো! জারি হল আরো এক নতুন বিজ্ঞপ্তি!

৫/৭: এই OMR শীটের বিষয়টি গত সোমবার হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পুনরায় ওঠে। সেদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী ভুল প্রশ্ন সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালতে জানান যে, ২০ লক্ষ প্রার্থী নয়, ২০১৪ সালে টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লক্ষ ৯৫ হাজার।

৬/৭: প্রাথমিক টেট পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছিল ২০ লক্ষ। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার প্রার্থী। বাকি প্রার্থীরা উপস্থিত ছিলেন না। এই ১২ লক্ষ ৯৫ হাজার চাকরিপ্রার্থীর প্রত্যেকের OMR Sheet-ই নষ্ট করা হয়।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥 Madhyamik 2023 পরীক্ষার্থীদের সুখবর দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের। কড়াকড়ি হবে না, এবার পরীক্ষার ফি ও লাগবে না।

🔥 প্রতি মাসে ৫৯,০০০ টাকা ঘরে বসেই কামিয়ে নিন! দেখুন SBI-এর অসাধারণ এই অফার!

🔥 Duare Sarkar Camp: এবার ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে আরও এই দু’টি পরিষেবা!

🔥 6th Pay Commission DA

🔥 WB Primary TET 2022: শিশু বিকাশ এবং শিশুবিদ্যা বিষয়ে প্রাইমারী টেট-এর নমুনা প্রশ্নোত্তর

Leave a Comment