১/৭: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের কাছে KYC (Know Your Customer) আপডেট করার জন্য সময় দিয়েছে। যদি আপনার KYC আগামী আপডেট করা না হয় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করার সময় আপনি অসুবিধেয় পড়তে পারেন।
২/৭: সংশ্লিষ্ট ব্যাংক জানিয়েছে যে, এই ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা কেওয়াইসি আপডেট করেন না তাদের অ্যাকাউন্ট থেকে তারা আর টাকা তুলতে পারবেন না। রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নিয়মানুযায়ী, গ্রাহকদের KYC আপডেট করা উচিত, এমনটাই জানিয়েছে পিএনবি।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 How to win lottery: লাখপতি হতে চান? এই ৩ টি সহজ টিপস লটারি কাটার সময় মেনে চলুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
৩/৭: পিএনবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল যে, যে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট এখনো পর্যন্ত মুলতুবি রয়েছে তাদের নিবন্ধিত ঠিকানায় ২টি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়াও সেই গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে এই বিষয়ে তথ্য পাঠানো হয়েছে এসএমএসের মাধ্যমে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে।
৪/৭: একটি ট্যুইটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার বলেছিল- ‘রিজার্ভের নির্দেশিকা অনুসারে, সমস্ত গ্রাহকদের জন্য কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। যদি আপনার অ্যাকাউন্ট ৩০.০৯.২০২২ পর্যন্ত KYC আপডেট না করা হয়, তাহলে আপনাকে ইতিমধ্যেই এই বিষয়ে জানানো হয়েছে। …আপনার কেওয়াইসি আপডেট করার জন্য আপনাকে বেস শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপডেট না করার কারণে, আপনার অ্যাকাউন্টের অপারেশন ব্যান হয়ে যেতে পারে।’
৫/৭: গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার জন্য ঠিকানা প্রমাণ, ছবি, প্যান, আধার নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। গ্রাহকরা একটি ইমেলের মাধ্যমেও কাজটি করতে পারবেন। আপনি ব্যাঙ্কের শাখায় গিয়েও এই কাজটি সম্পন্ন করতে পারেন। ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে যে, ব্যাঙ্ক কেওয়াইসি আপডেট করার জন্য কোনো গ্রাহককে ফোন করে না। তাই এই ধরনের কল থেকে গ্রাহকদের সতর্ক হওয়া উচিত।
৬/৭: অনলাইনে জালিয়াতির পরিপ্রেক্ষিতে ব্যাংক জানিয়েছে যে, দেশের সমস্ত ব্যাঙ্ক’কে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নিয়মিত কেওয়াইসি আপডেট করার পরামর্শ দেয়। এর পূর্বে ব্যাঙ্কগুলি গ্রাহকদের KYC আপডেট করতে বলত ১০ বছরে একবার। তবে বর্তমানে অনেক ব্যাঙ্ক ৩ বছর অন্তর KYC আপডেট করতে বলছে।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
👉 Purba Medinipur CMOH Recruitment 2022
👉 Swami Vivekananda Scholarship-এর অধীনে কোন কোর্সে কতো টাকা পাবেন? জানুন
👉 Bankura Sub Division Office Recruitment 2022