WB Primary TET: অবশেষে প্রাইমারী টেট নিয়ে এই বড় সিদ্ধান্ত নিলো পর্ষদ! কি সিদ্ধান্ত? জানুন

১/১০: গত ২০১৭ সালের পর এই রাজ্যে আর কোনো টেট (WB Primary TET)পরীক্ষা হয়নি। ৫ বছর পর পুনরায় ২০২২ সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে যে, নিয়োগ করা হবে ১১ হাজারেরও অধিক শূন্যপদে

২/১০: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/১০: প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) পুনরায় প্রাথমিক টেট (Primary TET) নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো। পর্ষদ গত মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, বয়সের ক্ষেত্রে ২০১৭ সালের টেট প্রার্থীদের বিশেষ ছাড় দেওয়া হবে। অর্থাৎ ২০১৭ সালের টেট প্রার্থীদের বয়স যদি ৪০ বছর পেরিয়ে যায় তাহলেও তাঁরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Breaking News: শিক্ষক নিয়োগের জন্য নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো SSC ! এক ক্লিকে দেখে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 UGC NET December 2022 পরীক্ষার বিজ্ঞপ্তি জারি! কোন কোন তারিখে কি করতে হবে? জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary TET Interview Date: টেট-এর দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ নিয়ে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিলো পর্ষদ!

৪/১০: ওই প্রার্থীরা বহুদিন ধরে আন্দোলন করছেন। তাঁদের মধ্যেই অনেকে দাবি করেছিলেন যে, তাঁদের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই তাঁরা আর ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন না। পর্ষদ তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত নিলো।

৫/১০: পর্ষদ (WBBPE) জানিয়েছে যে, ওই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ হবে বিশেষ ভাবে২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা ২ বার ইন্টারভিউতে বসার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা একবারও ইন্টারভিউতে বসেননি। তাই এই বিশেষ সুযোগ তাঁদেরকে দেওয়া হলো। মনে করা হচ্ছে যে, এই সিদ্ধান্ত একটা বড় অংশের প্রার্থীদের জন্য সুখবর।

৬/১০: যাঁদের বয়স ২০১৭ সালের ১২ মে থেকে ২০২১ সালের মধ্যে ৪০ বছর পার করে ফেলেছে, এইক্ষেত্রে তাঁদেরকেই সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হবে।

৭/১০: দীর্ঘদিন ধরেই টেট পরীক্ষা নিয়ে জলঘোলা চলেছে। শিক্ষক নিয়োগ নিয়ে প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতির অভিযোগ। অবশেষে চলতি বছর অর্থাৎ ২০২২ সালে এই রাজ্যে গত ১১ ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষায় প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এই পরীক্ষা নেওয়া হয়েছে ১১ হাজারের অধিক শূন্যপদে নিয়োগের জন্য।

৮/১০: নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই আরও একধাপ এগিয়ে গেছে। ২০১৪ এবং ২০১৭ সালের যে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল গত মঙ্গলবার তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়। পর্ষদের অফিসে সেদিন প্রায় ২০০ জন চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন।

Finally west bengal board of primary education took this big decision on the wb primary tet interview

৯/১০: জানানো হয়েছে যে, বাকিদের নিয়োগ প্রক্রিয়াও ধাপে ধাপে সম্পন্ন করা হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় টেট উত্তীর্ণ প্রার্থীরাও এবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই কথাও এদিনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio Happy New Year 2023 Plans: নতুন বছরের জন্য এই ২ টি ধামাকা অফার আনল রিলায়েন্স জিও!

👉 Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে হবে এই ভাবে! এই গাইডলাইন দিল নবান্ন

👉 Axis Bank Recruitment 2023

👉 WhatsApp আর কাজ করবে না এই ৪৭ স্মার্টফোনে! তালিকায় আপনার ফোন নেই তো? দেখুন

Leave a Comment