ATM কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন? এভাবে ফোনের মাধ্যমেই টাকা তুলুন

১/৮: যদি আপনার কাছে স্মার্টফোন (Smart Phone) থাকে, তাহলে ATM থেকে কার্ড ছাড়াই টাকা তোলা যাবে। তাহলে চলুন কিভাবে টাকা তুলবেন তা জেনে নেওয়া যাক।

২/৮: আমরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ভুল করে ফেলি, যার জন্য আমাদের অস্বস্তির মুখে পড়তে হয়। যেমন ধরুন, এমনও অনেক সময় হয় যে, আমরা হয়তো বাইরে বেরিয়েছি কিন্তু আমাদের কাছে নগদ টাকা নেই। এমনকি ডেবিট কার্ড (Debit Card) অথবা ক্রেডিট কার্ডও (Credit Card) সাথে নেই। স্বাভাবিকভাবেই সেই সময় আমাদের চিন্তায় পড়তে হয়।

৩/৮: এখন নিশ্চয় আপনি ভাববেন যে, বর্তমান যুগ হলো UPI অতটা অনলাইন পেমেন্টের যুগ। শুধু তাই নয়, দোকান-বাজার, এমনকি অটো রিকশাতেও ইন্টারনেট এবং স্মার্টফোনের মাধ্যমে পেমেন্ট করা যায়। তাহলে আবার এতো চিন্তা করার কি আছে?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card: আপনার আধার কার্ড এই ভাবে ঘরে বসেই করে ফেলুন সুরক্ষিত। দেরি করবেন না!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ২ লক্ষ টাকা পাবেন এই কার্ড থাকলেই! কিভাবে পাবেন? নিয়ম জেনে নিন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 DA Latest Update: ডিএ নিয়ে বড় আপডেট! ৪৪ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা!

৪/৮: কিন্তু এবার যদি আপনাদের বলি যে, এমন কোন জায়গা যেখানে কেবলমাত্র নগদ টাকা অথবা ক্যাশেরই সুবিধা রয়েছে, কোনো UPI অথবা অনলাইন পেমেন্টের সুবিধা নেই। তখন তাহলে আপনি কি করবেন? তাহলে চলুন এই সমস্যার সমাধানের উপায় জেনে নেওয়া যাক।

ATM থেকে টাকা তোলা যাবে UPI দিয়েই

৫/৮: যদি সমস্ত জায়গায় UPI পরিষেবা উপলব্ধ না থাকে কিংবা এই UPI পেমেন্ট গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনি এটিএম থেকে ইউপিআই-এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। বর্তমানে এমন একটি সুবিধা বিদ্যমান রয়েছে, যার মাধ্যমে আপনি কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এই সুবিধার নাম হলো- ইন্টারওপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল অথবা ICCW

৬/৮: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC) এবং অন্যান্য কিছু ব্যাংকের এটিএম পরিষেবার ক্ষেত্রে এই সুবিধা উপলব্ধ রয়েছে। Google pay, PhonePe, Paytm-এর মতো অ্যাপ ব্যবহার করেই আপনি টাকা তুলতে পারবেন।

ATM থেকে কিভাবে UPI ব্যবহার করে নগদ টাকা তুলবেন?

৭/৮:  (১) আপনি যদি ইউপিআই গিয়ে এটিএম থেকে নগদ টাকা তুলতে চান, তাহলে প্রথমে আপনাকে যেকোনো এটিএম মেশিনের কাছে গিয়ে স্ক্রিনে প্রদর্শিত Cash Withdrawal অপশনে ট্যাপ করতে হবে।

(২) তারপর আপনাকে UPI অপশনটিকে বেছে নিতে হবে।

(৩) তারপর এটিএম স্ক্রিনে QR কোড প্রদর্শিত হবে। আপনার মোবাইলের যেকোনো ইউপিআই অ্যাপ খুলে এটিএম মেশিনের ওই কোডটিকে স্ক্যান করতে হবে।

(৪) এরপর আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন যে, এই পদ্ধতিতে আপনি নগদ ৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।

Forgot to take the ATM card  Withdraw money through the phone in this way

(৫) এরপর আপনাকে আপনার ইউপিআই পিন এবং Proceed অপশনে ক্লিক করতে হবে। এরপরই আপনি এটিএম মেশিন থেকে নগদ টাকা নিতে পারবেন।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB MDM Supervisor Recruitment 2023

👉 Swami Vivekananda Scholarship Payment Update

👉 SBI Alert: সাবধান! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা! গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট!

👉 Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খবর! বিশেষ এই ব্যবস্থা নিলো সরকার!

👉 Business ideas in Bengali

Leave a Comment