Gail Recruitment 2022 | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: ১ লক্ষ ৩৮ হাজার টাকা পর্যন্ত বেতনে ভারতের গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ

Gail Recruitment 2022, Gail Recruitment 2022 Apply Online, Gail Recruitment 2022 Official Website, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (Gail Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Gail Recruitment 2022 | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২

Organization Name (সংস্থার নাম)গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (Gail)
Post Details (পোস্টের নাম)জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) এবং অন্যান্য 
Total Vacancies (মোট শূন্যপদ)২৮২টি
Salary (বেতন)২৪,৫০০ থেকে ১,৩৮,০০০ টাকা পর্যন্ত 
Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)gailonline.com

ভারতীয় গ্যাস অথরিটিতে (Gail Recruitment 2022) অনেক সংখ্যক কর্মী নিয়োগ করা হতে চলেছে।এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Gail Recruitment 2022: Vacancy Detail | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: পদের নাম

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো-

  • জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)
  • জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিকাল)
  • ফোরম্যান (ইলেকট্রিক্যাল)
  • ফোরম্যান (ইনস্ট্রুমেন্টেশন)
  • ফোরম্যান (মেকানিকাল)
  • ফোরম্যান (সিভিল)
  • জুনিয়র সুপারিনটেনডেন্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
  • জুনিয়র সুপারিনটেনডেন্ট (এইচআর)
  • জুনিয়র কেমিস্ট
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি)
  • অপারেটর (কেমিক্যাল)
  • টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)
  • টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন)
  • টেকনিশিয়ান (মেকানিকাল)
  • টেকনিশিয়ান (টেলিকম এবং টেলিমেট্রি)
  • অপারেটর (ফায়ার)
  • অ্যাসিস্ট্যান্ট (স্টোর এবং পার্চেস্)
  • অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 
  • মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট

Gail Recruitment 2022: Age Limit | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: বয়স সীমা

জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিকাল)-

এই দুটি পদের আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৪৫ বছরের মধ্যে। PwBD-ST প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৫৫ বছরের মধ্যে।

ফোরম্যান (ইলেকট্রিক্যাল), ফোরম্যান (ইনস্ট্রুমেন্টেশন) এবং ফোরম্যান (মেকানিকাল)-

এই পদগুলোর আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩৩ বছরের মধ্যে। PwBD-ST প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৪৩ বছরের মধ্যে।

ফোরম্যান (সিভিল) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি)-

এই পদের আবেদনের জন্য OBC(NCL) প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩১ বছরের মধ্যে। PwBD-OBC(NCL) প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৪১ বছরের মধ্যে।

জুনিয়র সুপারিনটেনডেন্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ), জুনিয়র সুপারিনটেনডেন্ট (এইচআর) এবং জুনিয়র কেমিস্ট-

আপনি যদি এই পদগুলোর জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই হতে হবে ২৮ বছরের মধ্যে। এছাড়াও OBC(NCL)/SC/PwBD প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

অপারেটর (কেমিক্যাল), টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন), টেকনিশিয়ান (মেকানিকাল), টেকনিশিয়ান (টেলিকম এবং টেলিমেট্রি), অপারেটর (ফায়ার), অ্যাসিস্ট্যান্ট (স্টোর এবং পার্চেস্), অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট-

উপরিউক্ত পদগুলোর জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে। এছাড়াও OBC(NCL)/SC/ST/PwBD প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

Gail Recruitment 2022: Selection Process | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

উপরিউক্ত পদগুলোর জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ট্রেড টেস্ট এবং স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এরপর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Gail Recruitment 2022: Salary | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: বেতন

জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিকাল)-

এই দুটি পদের জন্য কর্মীদের ৩৫,০০০ থেকে ১,৩৮,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

ফোরম্যান (ইলেকট্রিক্যাল), ফোরম্যান (ইনস্ট্রুমেন্টেশন) ফোরম্যান (মেকানিকাল) ফোরম্যান (সিভিল), জুনিয়র সুপারিনটেনডেন্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ), জুনিয়র সুপারিনটেনডেন্ট (এইচআর), জুনিয়র কেমিস্ট-

এই পদগুলোর জন্য কর্মীদের মাসিক ২৯,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি), অপারেটর (কেমিক্যাল), টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন), টেকনিশিয়ান (মেকানিকাল), টেকনিশিয়ান (টেলিকম এবং টেলিমেট্রি), অপারেটর (ফায়ার), অ্যাসিস্ট্যান্ট (স্টোর এবং পার্চেস্), অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট-

এই পদগুলোর জন্য কর্মীদের মাসিক ২৪,৫০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Gail Recruitment 2022 Apply Online: | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://gailonline.com/CRApplyingGail.html-এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

Gail Recruitment 2022: Required Documents | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুকির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার টেকনিক্যাল যোগ্যতার প্রমানপত্র
  • আপনার জন্ম এবং বয়সের প্রমাণপত্র
  • আপনার  পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Gail Recruitment 2022: Application Fees | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: আবেদন মূল্য

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

gail recruitment 2022

Gail Recruitment 2022: Educational Qualification | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা 

জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিকাল)-

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে মেকানিকাল/ প্রোডাকশন/ ম্যানুফ্যাকচারিং/ মেকানিকাল এবং অটোমোবাইলে ৫৫% নম্বরসহ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও এই কাজে আপনার ৮ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

ফোরম্যান (ইলেকট্রিক্যাল)-

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকসে ৫৫% নম্বরসহ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

ফোরম্যান (ইনস্ট্রুমেন্টেশন)-

এই পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোল/ ইলেকট্রনিকস এবং ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশনে ৫৫% নম্বরসহ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

ফোরম্যান (মেকানিকাল)-

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে মেকানিকাল/ প্রোডাকশন/ ম্যানুফ্যাকচারিং/ মেকানিকাল এবং অটোমোবাইলে ৫৫% নম্বরসহ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

ফোরম্যান (সিভিল)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে ৬০% নম্বরসহ সিভিলে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

জুনিয়র সুপারিনটেনডেন্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫৫% নম্বরসহ হিন্দি লিটারেচারে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এই কাজে আপনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র সুপারিনটেনডেন্ট (এইচআর)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫৫% নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র কেমিস্ট-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫৫% নম্বরসহ কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে। এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫০% নম্বরসহ কেমিস্ট্রিসহ সায়েন্স বিভাগে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। এই কাজে আপনার ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অপারেটর (কেমিক্যাল)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫০% নম্বরসহ কেমিস্ট্রি এবং ম্যাথামেটিকসসহ সায়েন্স বিভাগে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। এই কাজে আপনার ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন), টেকনিশিয়ান (মেকানিকাল), টেকনিশিয়ান (টেলিকম এবং টেলিমেট্রি)-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে মেট্রিক প্লাস আইটিআই ট্রেডসম্যানশিপ থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে নেশনাল অ্যাপ্রেনটাইসশিপ সার্টিফিকেট থাকতে হবে। এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অপারেটর (ফায়ার)-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও ৬ মাসের ফায়ার ট্রেনিং কোর্স করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই কাজে আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট (স্টোর এবং পার্চেস্)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫৫% নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। এই কাজে আপনার ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫৫% নম্বরসহ কমার্স বিভাগে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। এই কাজে আপনার ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫৫% নম্বরসহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। এই কাজে আপনার ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Gail Recruitment 2022: Last Date of Apply | গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১৫.০৯.২০২২ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Gail Recruitment 2022 Apply Online আবেদন করুন
Gail Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Gail Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 10 Pass govt job Recruitment 2022

 🔥 WB Health Job 2022

 🔥 BSF Head Constable Recruitment 2022 

🔥 LIC HFL Recruitment 2022

🔥Nirmal Bandhu Recruitment 2022 Group D  

🔥India post outsourced postal agent recruitment 2022

🔥 Birbhum BDO Office Recruitment 2022

🔥 Collective Development Officer Nadia Recruitment 2022

FAQ: Gail Recruitment 2022 (গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২)

Q: Gail Recruitment 2022 (গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Gail Recruitment 2022 (গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রী অথবা ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Gail Recruitment 2022 (গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৪৫ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment